নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আপন ভোলা

সুবল চন্দ্র বর্মন

সাহিত্যিক ছদ্মনাম - শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য

সুবল চন্দ্র বর্মন › বিস্তারিত পোস্টঃ

বিদায় - (শ্রীকৃষ্ণ মামাহাত্ম্য)

২৮ শে জুন, ২০১৬ দুপুর ২:৫৩


বিদায় তুমি নাও বা'না নাও
সময় তোমায় দিয়ে দেবে,
ঘুমিয়ে থাকো কিংবা তুমি জেগে
বিদায় দিয়েছে তোমায় আগে।
তাকাও যদি তুমি পেছন ফিরে
শৈশব কৈশোর বেয়ে যৌবন,
কতকাল কতকিছু ফেলেছ পেছন
বিদায় না নিলে হেতায় এলে কখন।
মায়ার পরশ ঘেরা প্রীতির জীবন
শত বন্ধন কত সুখের নীড়!
বিদায় ঘনিলে হয়ে যায় চির
সময়ের দায় বিধান বিধির।
মহাকাল-স্বজন-প্রীতি অপেক্ষায়
স্বাগত-শুভেচ্ছা উত্থান-পতন,
বিদায় বেদনা নিত্য যখন তখন
মন না চায় তবুও কালের মতন।
★★★ "অন্তকীর্তি" কাব্যগ্রন্থের অন্তর্গত।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৫

মহসিন ৩১ বলেছেন: মহাকাল নাকি বোয়েই যায় ; আমার তো তা মনেই হয় না। ... কারণটা কি বলবেন । আমার মনে হয় মহাকাল পাশা খেলে আমাদের সাথে।

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনি ঠিকই বলেছেন। তবে মহাকাল আমাদের চিন্তা চেতনার উপর বিস্তার করে পরিসমাপ্তী টানে। যা কার্যকলাপের ফলাফল হিসেবে পেয়ে থাকি।

২| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৩:৫৩

সত্যের কাফেলা বলেছেন: মুগ্ধ আপনার কবিতা আমি

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৩৫

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আত্মস্থ হলাম, ধন্যবাদ আপনার পরিতৃপ্তিকেও। শুভেচ্ছা ও আবারো স্বাগত।

৩| ২৮ শে জুন, ২০১৬ বিকাল ৪:২৪

অতৃপ্তচোখ বলেছেন: মানুষের বাস্তব জীবনে অনেক কিছুই হারাতে হয়, এতে মানুষের ইচ্ছে থাকুক আর না-ই থাকুক। পাওয়া না পাওয়া নিয়েই মানুষের জীবন। সবকিছুই যেন এক নিয়মতান্ত্রিক প্রক্রিয়া অনুসারেই চলছে। মানুষকে এই নিয়ম তান্ত্রিকতার মধ্য দিয়েই যেতে হচ্ছে, হবে।

আপনার লেখাটা খুবই ভাব গাম্ভীর্যপূর্ণ। অনেক গুলো কথার সমষ্টিরূপ। ভালো লাগলো। শুভকামনা---

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৪০

সুবল চন্দ্র বর্মন বলেছেন: আপনার নিখুঁত দর্শনে আমি অতি প্রণোদিত। আমি অনুপ্রানিত হলাম। ভাল থাকবেন, শুভকামনা রইল।

৪| ২৯ শে জুন, ২০১৬ রাত ১:৩৩

কালনী নদী বলেছেন: বিদায়ের বেদনা কবিতায়, ছবিতে পরিস্সুটিত! সুন্দর+

৩০ শে জুন, ২০১৬ রাত ১২:৪৯

সুবল চন্দ্র বর্মন বলেছেন: ধন্যবাদ, মনেহয় প্রসংসা একটু বেশী হয়ে গেল। সুস্থ থাকবেন। শুভ কামনা রইল দাদাবাবু।

৫| ৩০ শে জুন, ২০১৬ সকাল ৮:২৫

ডঃ এম এ আলী বলেছেন: মহাকাল-স্বজন-প্রীতি অপেক্ষায়
স্বাগত-শুভেচ্ছা উত্থান-পতন,
বিদায় বেদনা নিত্য যখন তখন
মন না চায় তবুও কালের মতন


কবি গুরুর 'যেতে নাহি দিব' মনে পড়ে যায়
কালের আবর্তে তবু যেতে দিতে হয়
রেখে যায় অনেক স্মৃতি সেই শৈশব থেকে
জীবনের শেষ বেলা পর্যন্ত ।
কবিতাটিতে মুর্ত হয়ে উঠেছে জীবনের
বেশ কিছু কালপরিক্রমার অাধ্যাতিকতা।
অনেক ধন্যবাদ সুখপাঠ্য একটি কবিতা
উপহার দেয়ার জন্য ।

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৬:০৬

সুবল চন্দ্র বর্মন বলেছেন: এমনি ভাবেই চলে জীবনের মুহূর্ত গুলো। সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হয়। সাজাতে হয় স্বপ্নের সেই দাগাঙ্কিত সিরিগুলো। তবুও স্বাদ জাগে বেঁচে থাকি অনন্তকাল। আশিস রইল ভাল থাকবেন।

৬| ৩০ শে জুন, ২০১৬ বিকাল ৫:৪১

মহসিন ৩১ বলেছেন: আমরা কি তবে কিছুতেই মহাকালের সাক্ষী হতে পারবো না। তাহলে !!চারপাশজুড়ে!! এইযে এত এত হতে চাই; হয়ে গেলাম ( আমি/আমরা) এসব কিসের জন্য ??

০১ লা জুলাই, ২০১৬ ভোর ৬:১৬

সুবল চন্দ্র বর্মন বলেছেন: যতক্ষণ নিজের জন্য বাঁচবেন, ততক্ষণ নিজের বা অন্যের কারো জন্য সফল হবেন না। যেটা হবেন তা কেবল বালির বাঁধ।
যদি আপনি মহাকালের সাক্ষী হতে চান, তবে এমন কিছু করুণ, যেন মহাকালই আপনাকে স্মরণ করে। পৃথিবীর শেষ সময় অবধি আপনার জয়গান করা হবে। আপনি থাকবেন না। কিন্তু আপনার অমূল্য অশেষ অন্যবদ্য কর্মসৃষ্টি থাকবে। শুভাশিস রইল ভাল থাকবেন।

৭| ০২ রা জুলাই, ২০১৬ বিকাল ৪:১৬

মহসিন ৩১ বলেছেন: আমি বুঝলাম যে ; আমার প্রশ্নই আমার জন্য কাল হবে একদিন ; এটাই প্রকৃষ্ট নিজ চেতন। আর সফলতা প্রশ্ন হচ্ছে ভাগের মা এর মত। ...... কিন্তু একটা জিনিশ আমার একেবারেই বোধগম্য নয় । আপনি জানলে আশ্চর্য হবেন ; তা হল জয়গান করা এই নশ্বর দুনিয়ায় কোন মন্ত্র । ...... কিন্তু এটা সত্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.