![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় এমন কোন দিক ফুটে আসেনি যার মাধ্যমে একজন ছাত্র তার পেশার নিশ্চয়তা দিতে পারে। হাতে কলমে শিক্ষা নেই বললেই চলে। আজ বাংলাদেশে হাজার হাজার যুবক বেকার বসে আছে যাদের ৯০ ভাগ হবে অনার্স মাস্টার্স করা ছাত্র। একজন ছাত্র ক্লাসিকাল পড়াশুনা করে অনার্স মাস্টার্স করে তেমন কোন ভাল জব পায়না ফলে তারা পুনরায় দুই -তিন বছর ধরে নুতুন এক স্কুলে ভর্তি হন যার নাম জব স্কুল । এতদিনে পড়েছে রসায়ন এখন পড়তে হচ্ছে ইতিহাস,বাংলা ইংরেজি প্রভৃতি। এমনিভাবে যে ইতিহাসে পাঁচ বছর অনার্স মাস্টার্স করলো তাকে আবার সবজান্তা শমসের হতে হচ্ছে। যদি এই হয় চাকরী পাওয়ার কন্ডিশন তাহলে তো সকল বিষয় অনার্স মাস্টার্সে ও পড়ানো উচিত যেমনটি ছিল ১৮০০ খ্রিষ্টাব্দে হিন্দু কলেজে। তখন বিজ্ঞান,মানবিক,কমার্স ভাগ ভাগ না করে সবাইকে সর্বজ্ঞানী করে তোলা সম্ভব বলে মনে হয় ! বর্তমানে বুয়েট পড়ুয়া ছাত্র অগ্রনী ব্যাংকে চাকরী করছে তাহলে কি আমরা বলবোনা যে, উনিতো ইঞ্জিনিয়ার হওয়ার কথা উনি কেন ব্যাংকার ? তাহলে বুঝা গেল বাংলাদেশে কারিগারি শিক্ষা বলতে যেটি আছে সেটি প্রকৃত কারিগাড়ি শিক্ষা নয়। তাই বলছি যে, অনার্স তো শেষ চাকুরীর জন্য যখন জব স্কুলে ভর্তি হতে হবে তাহলে আর মাস্টার্স করে লাভ কি তারাতারি চাকুরী মানে জব স্কুলে ভর্তি হই।
২| ২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৫
মহিদুল বেস্ট বলেছেন: ভাই! অনার্স শেষ করলাম... কিছু করতে হবে এই তাড়া মাথায়! একগাদা বই কিনে বসে আছি, পড়তেও ইচ্ছে করছে না! অন্তত একটা চাকরী দরকার...জব স্কুলে আসলেই ভর্তি হতে হচ্ছে! কিন্তু পেট চলবে কেমনে?
৩| ২৩ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
ইয়ািসর অাহেমদ বলেছেন:
আমি ও তাই ভাবসি । অনার্স তো শেষ করলাম। কিন্তু চাকরির যে বাজার। ৮০% ই মামা চাচা দিয়ে চাকরি। আর বি সি এস এ তো মনে লয় মিনিমাম ৬০% কোটা।
যাই হোক ভাই, আমি এস কে এস আলী ভাইয়ের সাথে একমত, কিন্তু "জব স্কুল " কি s@ifurs ? তাইলে তো আমারও যাওয়া লাগবে।
৪| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:০৫
শাফা সিদ্দিকী বলেছেন: আমিও বসে আছি অনার্স করে , এখনো কোনো সিদ্ধান্ত নিতে পারি নি ।
৫| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:১৫
দিশার বলেছেন: অনার্স পাশ করে বাংলাদেশে যে চাকরি পাওয়া যায় তার চেয়ে ঢাকায় সিএনজি চালাইলে বেশি ইনকাম হয়। বেবসা করেন পারলে।
৬| ২৩ শে নভেম্বর, ২০১৩ রাত ১০:২৭
তামিম ইবনে আমান বলেছেন: ফিউচারের কথা ভাবলেই আমার প্রেশার হাই হইয়া যায় ।
তবে আমি পার্ট টাই+ মাস্টার্স করার সাজেশন দিব। কারন ফুলটাইম চাকুরি যদি একবার শুরু কইরা দেন তাহলে আজীবনেও মাস্টার্স করতে মুঞ্চাইবে না। মুঞ্চাইলেও রেজাল্ট ভালো হইবে না।
৭| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:১০
দংশিত বিবেক বলেছেন: অনার্স যখন করেছেন, এই রেশ থাকতে থাকতেই মাস্টার্স করে ফেলুন। নয়তো পরে আর করা হবে না। পিছিয়ে থাকবেন কেন? মাস্টার্স এর পর যেকোনো ১টা চাকুরি নিয়ে সেই সাথে সান্ধ্যকালীন মাস্টার্স করে জব রিলেটেড ১টা ডিগ্রি নিবেন। ভালো চাকুরি পাবেন। ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৪২
স্বপ্ন বাজীকর বলেছেন: কি বিষয়ে?