![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনাসভায় গৃহিত এক প্রস্তাবে ধর্মরিপেক্ষ সংবিধানের দোহাই দিয়ে রাষ্ট্রধর্ম ইসলাম সংবিধান থেকে বাদ দেয়ার দাবির বিরুদ্ধে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। বলা হয়েছে, বিশ্বের ধর্মনিরপেক্ষ মুসলিম-অমুসলিম বহুদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম রয়েছে। তাছাড়া ডক্ট্রিন অব নেসিসিটির কারণেও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রধর্ম ইসলাম বহাল রাখা অপরিহার্য। এক্ষেত্রে অনাকাংখিত যেকোন সিদ্ধান্ত শুধু অগ্রহণযোগ্য হিসেবে গণ্য হবে না, বরং বিপর্যয় ডেকে আনবে।
পার্টির পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে রবিবার সহসভাপতি মাওলানা আবদুর রশিদ মজুমদারের সভাপতিত্বে সভায় এসব প্রস্তাব গ্রহণ করা হয়। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা আবদুল লতিফ নেজামী, যুগ্ম-মহাসচিব উপাধ্যক্ষ মাওলানা শেখ লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক মাওলানা একেএম আশরাফুল হক, অর্থ সম্পাদক অধ্যাপক এহতেশাম সরওয়ার, দপ্তর সম্পাদক ওবায়দুল হক ও মহানগর সাধারণ সম্পাদক মুফতি আবদুল কাইয়ূম, মুফতি এএনএমজিয়াউল হক মজুমদার, ইসলামী ছাত্র সমাজের সভাপতি আবদুল্লাহ আল-মাসুদ, মহাসচিব নুরুজ্জামান প্রমূখ।
সভায় গৃহিত অপর এক প্রস্তাবে সকলের কাছে গ্রহণযোগ্য পন্থায় যথাশীঘ্র সম্ভব স্বল্পতম সময়ের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান,সর্বশ্রেষ্ঠ মহামানব মহানবী হযরত মুহম্মদ (সা.) সম্পর্কে আপত্তিকর, ব্যঙ্গাত্মক, কুরুচিপূর্ণ ও অবমাননাকর বক্তৃতা-বিবৃতি, ছবি, মূর্তী ও চিত্রাঙ্গন রোধে দৃষ্ট্রান্তমূলক শাস্তি সম্বলিত আইন প্রণয়ন, বর্তমান স্থিতাবস্থা বজায় রেখে কওমী মাদ্রাসা সনদের স্বীকৃতি প্রদান ও মূল্যায়ণ এবং এতিম মাদ্রাসা ছাত্রদের ক্যাপিটেশন গ্র্যান্ট বন্ধের নোটিশ প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলককরন, মসজিদভিত্তিক মক্তব বা ফোরকানিয়া মাদ্রাসাকে প্রাক-প্রাথমিক বিদ্যালয় হিসেবে গড়ে তোলা, আলিয়া মাদ্রাসা শিক্ষার সিলেবাসে মাত্রাতিরিক্ত সাধারণ বিষয়ের অন্তর্ভুক্তি, সহশিক্ষা , বিধর্মী শিক্ষক নিয়োগ, শতকরা ৩০ ভাগ মহিলা শিক্ষিকা নিয়োগের নির্দেশ প্রত্যাহার, মাদ্রাসা শিক্ষাকে একটি স্বতন্ত্র, বিশেষায়িত এবং পূর্ণাঙ্গ শিক্ষা হিসেবে গণ্য করে ঐশী বিধান ও মহানবীর (সা.) জীবনাদর্শ ভিত্তিক শিক্ষা ব্যবস্থা হিসেবে গড়ে তোলা এবং মানবিক, বাণিজ্যিক ও বিজ্ঞান অনুষদের ন্যায় বিশ্ববিদ্যালয়ে ইসলামিয়াত অনুষদ প্রতিষ্ঠা করার দাবি জানানো হয়। পবিত্র কোরআন-সুন্নাহর আলোকে জাতীয় নারী উন্নয়ন নীতি সংশোধন, জাতিসংঘের নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ সনদ সিডও সনদ-এর ২ ও ১৬(১)(গ) ধারা সংরক্ষণসহ (Reservation) বাংলাদেশ সরকারের অনুসমর্থন অব্যাহত রাখা, আলেম-ওলামাদের বিরুদ্ধে আনীত সকল মিথ্যা, ভিত্তিহীন ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার, জাতীয় ঐতিহ্য চেতনায় গুরুত্বপূর্ণ পর্দা প্রথা ঐচ্ছিককরন সম্বলিত নোটিশ প্রত্যাহার, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা, পবিত্র কোরআন-সুন্নাহ বিরোধী কোন আইন প্রণয়ন করা হবেনা সম্বলিত একটি ধারা সংবিধানে সংযোজন, ভাস্কর্যের নামে মূর্তী স্থাপন বন্ধ করা, পতিতা বৃত্তি বন্ধ করা, বুলবুল ললিত কলা একাডেমি ও শিল্প কলা একাডেমির ন্যায় ইসলামী সাংস্কৃতিক একাডেমী প্রতিষ্ঠা করা, একটি ইসলামী উপদেষ্টা পরিষদ গঠন করা এবং হাইকোর্টে একটি শরীয়া বেঞ্চ ও প্রতিটি জেলায় একটি করে শরীয়া আদালত প্রতিষ্ঠা, ওলামায়েকেরাম ও ইসলাম মনস্ক লোকদের সমন্বয়ে একটি সংগঠিত, সমন্বিত ও ইসলামী শক্তি গড়ে তোলা, সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ তদন্দের মাধ্যমে বাংলাদেশ বাংকের টাকা চুরির সাথে সম্পৃক্ত ব্যক্তিদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানানো হয়।
বগুড়া ও সিরাজগঞ্জে মতবিনিময়সভা অনুষ্ঠিত
মাওলানা আবদুল লতিফ নেজামী নেজামে ইসলাম পার্টির ৩১মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় কাউন্সিল উপলক্ষে দেশব্যাপী গণসংযোগের অংশ হিসেবে শনিবার বগুড়া ও সিরাজগঞ্জের সলঙ্গায় পৃথক পৃথক মতবিনিময়সভায় মিলিত হন। মাওলানা রাশেদুল ইসলামের সভাপতিত্বে বগুড়ায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে রাখেন কেন্দ্রীয় অর্থসম্পাদক অধ্যাপক এহতেশাম সরওয়ার মাওলানা নজরুল ইসলাম, মাওলানা শামিম ওসমান প্রমুখ। তাছাড়া মাওলানা নেজামী বগুড়ার জামিল মাদ্রাসা ও শহরদিঘীর দাওয়াতুল হক মাদ্রাসাসহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যক্তিত্বের সাথে পার্টির জাতীয় কাউন্সিল সম্পর্কে মতবিনিময় করেন।
©somewhere in net ltd.