নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নব্য স্বৈরাচার

যেদিন আমি হারিয়ে যাবো, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে।

নব্য স্বৈরাচার › বিস্তারিত পোস্টঃ

অস্কার ২০১৩ সর্ম্পকীয় কিছু তথ্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

আগামী ২৪ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হতে যাচ্ছে সিনেমা অ্যাওয়ার্ডের পৃথিবীর সবচেয়ে বড় আসর একাডেমী অ্যাওয়ার্ড। একাডেমী অ্যাওয়ার্ড তথা অস্কার দেয়ার রীতি চালু হয়েছে ১৯২৭ সাল থেকে। ‘ব্রিটিশ ফিল্ম একাডেমী অ্যাওয়ার্ড’ অস্কারের ইতিহাসে এটি হবে ৮৫তম আসর। তাহলে এখন জেনে নেয়া যাক এবারের অস্কারের প্রস্তুতি কেমন এবং কোন কোন সিনেমা, অভিনেতারা কোন কোন ক্যাটাগরিতে অস্কার দৌড়ে এগিয়ে রয়েছেন। অস্কার দৌড়ে পাল্লা দিয়ে দৌঁড়াচ্ছে ২০১২ সালে নির্মিত ব্যবসা সফল ছবিগুলো। ইতোমধ্যে ১০ ছবিকে অস্কারের জন্য মনোনয়ন দেয়া হয়েছে। এগুলি হচ্ছে- যথাক্রমেঃ ‘আর্মার ’, ‘লাইফ অব পাই’, ‘ লিংকন’, ‘আরগো’, ‘বিস্টস অব দি সাউদারন উইল্ড’, ‘সিলভার লিনিং প্লেবুক’ ‘জ্যাঙ্গো আনচেইন্ড’, ‘জিরো ডার্ক থার্টি’ এবং ‘লেস মিজারেবল’। গত বুধবারে এর মধ্য থেকে ৩ টি ছবিকে সেরা ছবি হিসেবে ঘোষণা দেয়া হয়েছে। সেরা ছবিগুলো হলো- ঐতিহাসিক গল্পের ওপর নির্মিত ‘লিংকন ২০১২’, সংগীত ভিত্তিক মহাকাব্যের ওপর নির্মিত ‘লেস মিজারেবল’ এবং মানুষ ও বাঘের মধ্যে বন্ধুত্ব নিয়ে সাগা স্টোরির ছবি ‘লাইফ অব পাই’। এছাড়াও বুধবারে মনোনয়নকৃত ১০ জন অভিনেতা-অভিনেত্রীর মধ্য থেকে তিনজন সেরা অভিনেতার-অভিনেত্রীর নাম ঘোষণা করেছে অস্কার কমিটি। সেরা অভিনেতারা/অভিনেত্রীরা হলেন- ড্যানিয়েল ডে-লুইস (একক সেরা অভিনেতা) লিংকন সিনেমায় অভিনয়ের জন্য, স্যালি ফিল্ড (সেরা সহযোগী অভিনেত্রী) লিংকন সিনেমায় অভিনয়ের জন্য, এবং টমি লি জোনস (সেরা সহযোগী অভিনেতা) লিংকন। অভিনয়ের দিক থেকে বলা যায় ‘লিংকন’ অস্কার দৌড়ে বেশ খানিকটা এগিয়ে আছে। এছাড়াও ‘বেন আফ্লেকের পরিচালনায় নির্মিত সিনেমা ‘আরগো’ অস্কার দৌড়ে বেশ এগিয়ে আছে। কারন সিনেমাটা ইতোমধ্যে ‘গিল্ড অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছে।

এছাড়াও সেরা এনিমেটেড ফিল্মের তালিকায় রয়েছে- ‘ফ্রাঙ্কেনবিনি’, ‘প্যারানরম্যান’, ‘ব্রেইভ’, ‘দি পাইরেটস-ব্যান্ড অফ মিস্ফিটস’, ‘রেক-ইট রালফ’।

সেরা সিনেমাটোগ্রাফির জন্য মনোনীত হয়েছে- ‘অ্যানা কারেনিনা’, ‘জাঙ্গো আনচেইন্ড’, ‘লাইফ অব পাই’, ‘লিংকন’, ‘স্কাইফল’।

সেরা কস্টিউম ডিজাইনঃ ‘অ্যানা কারেনিনা’, ‘লেস মিজারেবলস’, ‘লিংকন’ ‘মিরর মিরর’, ‘স্নো হোয়াইট অ্যান্ড দি হান্টসম্যান’।

সেরা ডিরেকশনঃ আর্মার (মাইকেল হানেক), ‘বিস্টস অব দি সাউদারন উইল্ড (বেন জেইটলিন), লাইফ অব পাই (অ্যাং লি), লিংকন (স্টিভেন স্পিলবার্গ), সিলভার লিনিং প্লেবুক ( ডেভিড ও রাসেল)। সেরা বিদেশী ফিল্ম ক্যাটাগরিতে রয়েছেঃ ‘অ্যামিউর’(অস্ট্রিয়া), ‘কোন টিকি’ (নরওয়ে), নো (চিলি), অ্যা রয়াল অ্যাফেয়ার (ডেনমার্ক), ওয়ার উইচ (কানাডা)।

সেরা সঙ্গীত প্রতিযোগিতার আছে জে রালফের-‘বিফোর মাই টাইম’, সেথ ম্যাকফারলানের ‘টেড’ সিনেমার গান ‘এবরিবডী নিডস অ্যা গুড ফ্রেন্ড’ পল এপওয়ার্থের স্কাইফলের থিম সং ‘স্কাইফল’। এবার দেখে নেয়া যাক এবারের অস্কারের আসরে কে কে আসর মাতাবেন? এ বছরের অস্কারে সকল প্রজন্মের সমন্বয় সাধন করে বিশেষ ধরনের সঙ্গীত পরিবেশনা করা হবে বলে বলা হচ্ছে। ‘বারবা স্ট্রেইস্যান্ড’ দুইবার অস্কার বিজয়ী গায়িকা এবং প্রোডিউসার এবারের অস্কারের আসরে গান করবেন। এছাড়াও ব্রিটিশ পপ তারকা ‘আদেলে’ অস্কারের জন্য মনোনীত গান স্কাইফলের থিম সং শ্রোতাদের সামনে লাইভ পরিবেশন করবেন। বিশিষ্ট গিতীকবি এবং গায়ক ‘নোরা জোন্স’ অস্কারের জন্য মনোনীত ‘টেড’ সিনেমার গান ‘এবরিবডী নিডস অ্যা গুড ফ্রেন্ড’ পরিবেশন করবেন। অস্কার অ্যাওয়ার্ড প্রদানের অন্তত দুই সপ্তাহ আগে আগামী ১০ ফেব্রুয়ারি অন্যান্য ক্যাটাগরিতে মনোনীত পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে অস্কার কমিটি।





মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১০

ফ্রাস্ট্রেটেড বলেছেন: ‘আর্মার ’- দেখি নাই, দেখমু সময় কইরা

, ‘লাইফ অব পাই’,- ভাল্লাগসে, আসলেই অনেক ভাল্লাগসে

‘ লিংকন’,- স্পিলবার্গের সিনেমা, অস্থির, খুব অস্থির

‘আরগো’,- বেন এফ্লেক চমৎকার দেখাইলো। তবে অস্কার যোগ্য মনে হয় নাই

‘বিস্টস অব দি সাউদারন উইল্ড’, - দেখি নাই

‘সিলভার লিনিং প্লেবুক’ - দেখি নাই

‘জ্যাঙ্গো আনচেইন্ড’, - টারান্টিনো চেগাইসে মনে হইসে, লাস্টে এত টানার কোন দরকার ছিল না, অতিনাটকীয়। পাল্প ফিকশন এর স্রষ্টা এর কাছ থিকা আরো ভাল কিছু আশা কর্সিলাম

‘জিরো ডার্ক থার্টি’ - দেখি নাই।

এবং ‘লেস মিজারেবল’ - দেখি নাই।

দেখা যাক, কে পায় সোনার হরিণ !!! অপেক্ষায় আছি।

২| ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:১৩

নব্য স্বৈরাচার বলেছেন: আমার মনে হয় লিংকন অথবা আরগো(পৃথিবীর সেরা পলিটিক্যাল থ্রিলার) এই দুইয়ের কোন একটিই জিতে নিবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.