নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নব্য স্বৈরাচার

যেদিন আমি হারিয়ে যাবো, বুঝবে সেদিন বুঝবে অস্তপারের সন্ধ্যাতারায় আমার খবর পুছবে।

নব্য স্বৈরাচার › বিস্তারিত পোস্টঃ

ছাত্রলীগ কর্তৃক লাকির উপর আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

লাকির উপর আক্রমনের তীব্র নিন্দা জানাচ্ছি। ছাত্রলীগ থাকলে কোন কিছু ঝগা-খিচুড়ি বানানোর জন্য আর কাউকে লাগে না। আমি লিখিত দিলাম ছাত্রলীগ থাকলে এই গনআন্দোলন ম্লান করার জন্য আর কাউকে দরকার হবেনা। এই ঘটনা কোনক্রমেই কাম্য নহে। B:-) B:-) X( X( X( ভিডিওটা সবাইকে দেখার অনুরোধ রইল। ভিডিওর শেষে একটা চরম ডায়লগ আছে। না দেখলে মিস। জয় বাংলা। জয় জনতা। Click This Link

আন্দোলনের অগ্নিকন্যা খ্যাত লাকির ওপর হামলা চালানো হয়েছে। জানা যায়, লাকির আপোষহীন স্লোগান আর কথাই এ হামলার মূল কারণ। তার উপড় হামলা চালিয়েছে ছাত্রলীগের নাজমুল সিদ্দিকী, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক।



রাতে আন্দোলনে সংহতি জানাতে শাহবাগে আসে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলি সদস্য তোফায়েল আহমেদ ও জাসদের কার্যকরি সদস্য মাঈনুদ্দিন খান বাদলের বক্তব্যে বাধা দেন লাকি। তিনি বলেন, কোন রাজনৈতিক বক্তব্য এখানে চলবে না, মাইকে এমন ঘোষণা দিতেই পেছন থেকে তার মাথায় ভারী বস্তু আঘাত করা হয়।



তাৎক্ষণিক অসুস্থ লাকি আহত হয়ে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য বারডেমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অবশ্য রাতেই নিজের প্রিয় স্থান ‘প্রজন্ম চত্বরে’ ফিরেছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন লাকি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই আক্রমনে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।



সূত্রঃ একুশে টেলিভিশন

শুধু ভিডিও বললে ভুল হবে এইটা একুশে টিভির সংবাদের একটি ভিডিও। ইউটিবে ঢুকতে পারছি না তাই ফেবুর লিঙ্ক শেয়ার করলাম। না দেইখা আবার কেউ গালি মাইরেন না।

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:১৯

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
নিন্দা জানাই।

২| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৩

রিওমারে বলেছেন: ছাত্রলীগকে শাহাবাগে গন পিটুনি হেয়া হোক।

৩| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:২৭

নব্য স্বৈরাচার বলেছেন: সহমত। গনআন্দোলন কোনক্রমেই ম্লান হতে দেয়া যাবেনা। ছাত্রলীগ এসে আন্দোলন করে!!!!!!!!!! আরে ব্যাটা তোদের নেতারা, মন্ত্রীরা যদি ন্যায়বিচার করত তবে কি আমাদের রাস্তার নামার দরকার ছিল? এই আন্দোলনের ক্রেডিট নিতে মরিয়া হয়ে উঠেছে তারা।

৪| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৪

হাবিব০৪২০০২ বলেছেন: হামলাকারীর দৃষ্টান্তমূলক সাজা চাই

৫| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৫

নব্য স্বৈরাচার বলেছেন: আরেকজন ব্লগার লিখলেন হামলাকারীকে সনাক্ত করা গেছে। তিন আর কেউ নন ছাত্রলীগের পাঠা নাজমুল। :-P :-P :P

১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৩৭

নব্য স্বৈরাচার বলেছেন: দুঃখিত তিনি হবে তিন না।

৬| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৭

নাইট রিডার বলেছেন: রাজনৈতিক নেতা আর তাদের কুত্তারা পাগল হয়ে গেছে শাহবাগ আন্দোলনকে নিজেদের দলীয় আন্দোলন বানাতে না পেরে।

হামলাকারীর দৃষ্টান্তমুলক শাস্তি চাই। রাজাকারদের সাথে এক দড়িতে লটকাইয়া দিলেও খারাপ হয়না, কারণ দুইটাই দেশপ্রেমিক নারীর উপর অত্যাচারকারী।

৭| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৪৮

নিয়েল ( হিমু ) বলেছেন: অনেক কষ্টে নিজের ক্রোধ সামলিয়েছি ।
কিছু কথা বলতাম যেটা ছাত্রলীগের কান পর্যন্ত পৌছাবেও না তাই অফ রৈলাম ।

অঃটঃ মোবাইল দিয়ে আছি তাই ভিডিও দেখা সম্ভব না । লাকির কি বড় কোন আঘাত লেগেছে ? চিন্তিত হচ্ছি ।

৮| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ২:৫২

নব্য স্বৈরাচার বলেছেন: হিমু ভাই আপনার জন্য,

আন্দোলনের অগ্নিকন্যা খ্যাত লাকির ওপর হামলা চালানো হয়েছে। জানা যায়, লাকির আপোষহীন স্লোগান আর কথাই এ হামলার মূল কারণ। তার উপড় হামলা চালিয়েছে ছাত্রলীগের নাজমুল সিদ্দিকী, তিনি ছাত্রলীগের সাধারণ সম্পাদক।

রাতে আন্দোলনে সংহতি জানাতে শাহবাগে আসে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলি সদস্য তোফায়েল আহমেদ ও জাসদের কার্যকরি সদস্য মাঈনুদ্দিন খান বাদলের বক্তব্যে বাধা দেন লাকি। তিনি বলেন, কোন রাজনৈতিক বক্তব্য এখানে চলবে না, মাইকে এমন ঘোষণা দিতেই পেছন থেকে তার মাথায় ভারী বস্তু আঘাত করা হয়।

তাৎক্ষণিক অসুস্থ লাকি আহত হয়ে মাটিতে পড়ে যান। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য বারডেমের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। অবশ্য রাতেই নিজের প্রিয় স্থান ‘প্রজন্ম চত্বরে’ ফিরেছেন তিনি। রাজধানীর বারডেম হাসপাতালে প্রায় আড়াই ঘণ্টা ছিলেন লাকি। চিকিৎসকরা তাকে বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এই আক্রমনে আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

সূত্রঃ একুশে টেলিভিশন

৯| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১০

স্মিথ হাসান বলেছেন: লাকী আক্তারের ঘটনা, ইটিভি, ছাগুপেজ সমুহ ও আমার প্রেস বিজ্ঞপ্তি------------

By: আরিফ জেবতিক

ঘটনা হইল আমার ৪ বছরের মেয়েটা অসুস্থ হয়ে পড়ায়
আমি শাহবাগ ছেড়ে বের হই ৭টার দিকে। আমার মোবাইলের চার্জ শেষ হয়ে বন্ধ হয়ে যাওয়ায় রাত ৯টার দিকে বাসায় ফিরে মোবাইল চার্জে লাগিয়ে মেয়েকে নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। মেয়েকে নিয়ে ব্যস্ত থাকায় আমি আর শাহবাগে ফিরে যাইনি। মোবাইল বন্ধ থাকায় আমি শাহবাগের কোনো খবরও এই সময় পাচ্ছিলাম না। যাই হোক, ইটিভিতে যাওয়ার জন্য আমি ফোন নিয়ে বের হই রাত সাড়ে ১১টায়। ফোন অন করতেই দেখি কয়েকটা মেসেজ এসেছে যে লাকী আক্তার আহত হয়েছেন।
আমি সঙ্গে সঙ্গে কয়েকজনকে ফোন করে বিষয়টি জানতে চাই। বিষয়টি নিয়ে যাতে কোনো বিভ্রান্তি না হয় তাই আমি লাকী আক্তারের সংগঠনের একজন বড় নেতাকেও ফোন করি। তিনি আমাকে জানান যে তোফায়েল আহমেদকে বক্তব্য দিতে না দেয়ায় লাকীকে কেউ একজন অথবা একাধিক লোক পেছন থেকে ধাক্কা দিয়েছে। লাকী গত ৬ দিন ধরে নাওয়া-খাওয়া-ঘুম বাদ দিয়ে প্রজন্ম স্কয়ারে আছেন, তিনি এমনিতেই অসুস্থ ও দুর্বল হয়ে পড়েছেন। তাই তাকে হাসপাতালে নেয়া হয়েছে, তবে তিনি সুস্থ আছেন এবং একটু পরেই ফিরবেন। আমি জানতে চাই, এই বিষয়ে কি লাকী অভিযোগ আনবেন? তখন সে নেতা আমাকে বলেন, 'প্রশ্নই উঠে না। এসব ছোটখাটো ত্রুটি বিচ্যুতি নিয়ে আন্দোলনে বিভ্রান্তি সৃষ্ঠি করা যাবে না।'
যাই হোক, ইটিভি রাত ১২টায় সরাসরি সম্প্রচারে আমাকে এক দর্শক এ বিষয়ে প্রশ্ন করলে আমি বলি যে ঘটনার সময় আমি সেখানে ছিলাম না, তাই আমি বলতে পারছি না। তবে এটা আমাদের মাথায় রাখতে হবে যে টানা ৬ দিন সবাই নাওয়া খাওয়া ভুলে রাস্তায় পড়ে আছে, লাখো লাখো লোকের সমাবেশ চলছে শৃংখলার মধ্যে। এর মধ্যে যদি ছোট একটা বা দুইটা ঘটনা ঘটে সেটা বিচ্ছিন্ন ব্যাপার হবে।
কিন্তু এর পরে কয়েকটি ফোনেই দেখলাম কিছু 'অত্যুৎসাহী' দর্শক এই ব্যাপারে খুবই আগ্রহী হয়ে পড়লেন। এক দর্শক বললেন, 'আপনি কেন বলছেন না যে ছাত্রলীগের অমুক নেতা এই হামলা করেছে?' আমি বললাম, 'আমি তো আগেই বলেছি যে আমি এইমাত্র ফোনে খবর নিয়ে জেনেছি যে লাকী সুস্থ আছেন।' আরেকজন বললেন,' লাকী আক্তারের ঘটনারই কোনো বিচার আপনারা করতে পারছেন না, যুদ্ধাপরাধীদের বিচার কীভাবে করবেন? ছাত্রলীগকে কি আপনি ভয় পান?' আমি তখন বললাম, 'লাকী আক্তার তো নিজে অভিযোগ করছেন না, আপনার এত আগ্রহ কেন? লাকী আক্তার যদি অভিযোগ করেন কারো বিরুদ্ধে, তাহলে অবশ্যই সেটার বিচার হবে।' ব্যস, কাহিনী এতটুকুই।
কিন্তু এখন দেখছি যে ফেসবুকে কয়েকটা চিহ্নিত ছাগুগ্রুপ বলছে, আমি নাকি টিভিতে বলেছি ছাত্রলীগের অমুক নেতা মেরেছে, আমি দেখেছি ( বা এইটাইপের কিছু কথা।)
আমি মনে করি আন্দোলনকে দুর্বল করতে ছাগুরা এই ছিদ্র দিয়ে এখন সর্বাত্মক চেষ্টা করবে। লাকী আক্তার আন্দোলনের অন্যতম আইকন, তার উপর তিনি নারী। সুতরাং তাকে নিয়ে হাল্লাগোল্লা করলে লাভ হয়। এইটার মধ্যে আমাকে জড়াতে পারলে হয় সোনায় সোহাগা। এক ঢিলে কয়েকটা পাখি মারা যায়। কিন্তু ছয় ছয়টা দিন যারা একসঙ্গে নাওয়া-খাওয়া-ঘুম বাদ দিয়ে যেসব তরুণ তরুণি মাঠে আছে, ৬ দিনের সেই ক্লান্তিকে হিসেবে এনে কথা বলুন।
দয়াকরে অপপ্রচারে বিভ্রান্ত হবেন না। লাকী আক্তার সুস্থ আছেন, উদ্দীপ্ত আছেন এবং শাহবাগের মাঠেই ফিরে গিয়ে স্লোগান দিচ্ছেন। তিনি বলেছেন, '..কে বা কারা আমার মাথায় আঘাত করেছে তা আমি চিনতে পারি নাই। কিন্তু বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। জামায়াত চায় আন্দোলন শেষ করতে। আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।’
বিভ্রান্তি সৃষ্ঠিকারী রাজাকারদের থেকে সতর্ক থাকুন। গুজবে কান দেবেন না প্লিজ। ছাগুদের পেজগুলোকে লাথি মারেন। এই লেখাটি দয়াকরে শেয়ার করে অন্যদেরকে সতর্ক করে দিন।

১০| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:৩৬

পরবাসী সাগর বলেছেন: আরিফ জেবতিক নিজের পাছা বাচানোর জন্য ন্যাকামি করতেছে। সবাই জানে এটা কুত্তালীগের কাজ।

১১| ১১ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:০০

নব্য স্বৈরাচার বলেছেন: আরিফ জেবতিক কি বলছে????????? লাকি ও তার বন্ধুরা কি বলেছে দেখেছেন?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.