![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
▬►ওরিজিনাল ফটো◄▬
◄ধাপ ১►
মুখে দাগভর্তি একটি ছবি ফটোশপে ওপেন করুন। কীবোর্ড থেকে ( ctrl+O) চাপুন
দেখতেই পাচ্ছেন স্পট, নয়েজে ভরপুর।
নো টেনশন। ফটোশপ আছেতো।
(ctrl+j) চেপে নতুন একটা লেয়ার নিন অথবা ছবির উল্লেখিত স্থানে create new layer অপশনে ক্লিক করে নতুন লেয়ার নিন। লেয়ার প্যালেটে লেয়ার ১ লেখা দেখবেন।
◄◄ধাপ ২►►
Layer 1 এর উপরে মাউসের রাইট বাটন ক্লিক করুন। Convert to smart object লেখা দেখবেন। ওটা সিলেক্ট করুন।
◄◄ধাপ ৩►►
মেনু বার থেকে Filter>Blur>Gaussian Blur সিলেক্ট করুন। একটা উইন্ডো আসবে। সেখানে রেডিয়াস ৫.৭ সিলেক্ট করে OK দিন।
◄◄◄ধাপ ৪►►►
খেয়াল করে দেখুন লেয়ার প্যালেটে। Layer 1 এর নিচে Smart Filter নামে একটা সাব লেয়ার আছে। ওইটাতে একবার ক্লিক করুন।
◄ধাপ ৫►
এবার ফোরগ্রাউন্ড কালার ব্লাক সিলেক্ট করুন। টুল অপশন থেকে পেইন্ট বাকেট টুলটি সিলেক্ট করে ইমেজে একবার ক্লিক করুন। তাহলে মুখের দাগগুলি দেখতে পাবেন।
◄◄◄ধাপ ৬►►
এবার ফোরগ্রাউন্ড কালার সাদা করে দিন। টুলবক্স থেকে ব্রাশ টুল সিলেক্ট করুন। ছবির উপরে রাইট ক্লিক করে ৪১ নম্বর ব্রাশটা সিলেক্ট করুন। Hardness:0 Flow: 36 করে নিন।
এভাবে সেটিং করে নিয়ে মুখের সমস্ত জায়গায় ব্রাশ করুন যতক্ষন পর্যন্ত দাগ উদাও না হইয়া যায়। ব্রাশের ওপাসিটি, ফ্লো এইগুলি বাড়িয়ে কমিয়ে নিতে পারেন আপনার পছন্দ মত। যা নির্ভর করবে আপনার ইমেজটা কেমন তার উপর। ব্রাশের কাজ শেষ হলে আপনার পছন্দ মত ব্রাইটনেস, কনট্রাস্ট বাড়িয়ে কমিয়ে নিয়ে সেভ করবেন।
সবকিছু ঠিকঠাক মত করতে পারলে ফাইনাল ইমেজটি এমন হবে।
কোন ছবির কি অবস্থা করলেন জানাতে ভুলবেন না। এত কষ্ট করে টিউটোরিয়ালটা বানালাম যদি বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন বা কিছু শিখতে পারেন তবে কমেন্ট করতে ভুলবেন না। আপনার কমেন্ট পরবর্তী পোষ্ট করতে উৎসাহ দিবে। ধন্যবাদ। ফেসবুকে আমি
এই পদ্ধতিতে করা আমার আরেকটি ফটো
↓
__________হ্যাপি ফটোশপিং____________
২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২৫
নব্য স্বৈরাচার বলেছেন: ধন্যবাদ
২| ২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:৫৮
নজরুল ইসলাম টিপু বলেছেন: দরকারী পোষ্ট!
২৮ শে জুন, ২০১৪ রাত ১০:০৭
নব্য স্বৈরাচার বলেছেন: কমেন্ট করে জানানোর জন্য ধন্যবাদ
৩| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:০৫
ইলি বিডি বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ।
২৯ শে জুন, ২০১৪ রাত ১:৪৫
নব্য স্বৈরাচার বলেছেন: পড়ার জন্য আপনাকেও ধন্যবাদ
৪| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:২২
বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: কাজের পোস্ট।
চলুক।
২৮ শে জুন, ২০১৪ রাত ১০:০৮
নব্য স্বৈরাচার বলেছেন: আপনাদের উৎসাহ পেলে চলবে। ইনশাল্লাহ
৫| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৩
বিদ্রোহী ভৃগু বলেছেন: খূব সহজ ভাষায় বলেছেন............. সবারই বুঝতে সহজ হবে (যারা পারেনা আর কি )
+
২৮ শে জুন, ২০১৪ রাত ১০:১৩
নব্য স্বৈরাচার বলেছেন: সহজভাবে করার চেষ্টা করেছি।
৬| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৬:৪৪
আন্ধার রাত বলেছেন:
ধন্যবাদ টিউটোরিয়ালটির জন্য।
আমাকে ফ্লাইয়ার বানানোর টিউটোরিয়াল দিতে পারবেন?
২৮ শে জুন, ২০১৪ রাত ১০:১৪
নব্য স্বৈরাচার বলেছেন: ভবিষ্যতে দিবো ইনশাল্লাহ।
৭| ২৮ শে জুন, ২০১৪ সন্ধ্যা ৭:২২
মদন বলেছেন: +++++++++++
২৮ শে জুন, ২০১৪ রাত ১০:১৬
নব্য স্বৈরাচার বলেছেন: ধন্যবাদ
৮| ২৮ শে জুন, ২০১৪ রাত ৮:৪৫
মামুন রশিদ বলেছেন: পোস্ট পর্যবেক্ষনে রাখলাম, অবসরে দেখব ।
৯| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:২২
আরজু পনি বলেছেন:
ওরররে এই পোস্টটাতো আমার জন্যেই...
এবার ফটোশপ শিখেই ছাড়বো
হুবহু নির্দেশনা অনুসরন করতে পারিনি, আসলে রাইট মাউস থেকে Convert to smart object খুজেঁই পাইনি । ব্লার টুল থেকে একটা ছবির মুখের দাগ সরিয়েছি
পোস্ট প্রিয়তে নিলাম, ঠিকমতো করে ছবি দেখাবো ।
২৯ শে জুন, ২০১৪ রাত ১২:৫৯
নব্য স্বৈরাচার বলেছেন: নতুন লেয়ার ক্রিয়েট করলে লেয়ার ১ লেখা দেখবেন ওটার উপরে রাইট মাউস বাটন ক্লিক করলেই পাবার কথা। আমারটা সি এস ৫, সি এস ৩ তেও আছে এই অপশন আগের ভার্সনগুলিতে আছে কিনা আমি শিউর নাহ।
১০| ২৮ শে জুন, ২০১৪ রাত ১১:৪২
বটের ফল বলেছেন: ফটোশপ তুই পালাবি কই? এইবার তোরে শিখেই ছাড়বো । +++++++++
২৯ শে জুন, ২০১৪ রাত ১:১৪
নব্য স্বৈরাচার বলেছেন: একটুও যদি শিখাতে পারি তবেই আমার স্বার্থকতা।
১১| ২৯ শে জুন, ২০১৪ রাত ১:০৭
নব্য স্বৈরাচার বলেছেন: ফেসবুকে আমি
১২| ২৯ শে জুন, ২০১৪ ভোর ৫:০৪
সেলিম আনোয়ার বলেছেন: বাহ ।চমৎকার উদ্যোগ। প্রিয়তে নিলাম ।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৪৯
নব্য স্বৈরাচার বলেছেন: ধন্যবাদ ভাই।
১৩| ২৯ শে জুন, ২০১৪ সকাল ৮:১৬
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: আমার কাছে কঠিন মনে হচ্ছে। শিখতে পারবো বলে মনে হচ্ছে না।
ধন্যবাদ, নব্য স্বৈরাচার।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫০
নব্য স্বৈরাচার বলেছেন: কেন পারবেন না??? কোন স্টেপে গিয়ে আটকে গেলেন বলেন। দেখি সমাধান দিতে পারি কিনা।
১৪| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:০০
সোহানী বলেছেন: তাইতো বলি মডেল কন্যাদের মুখে কোন ব্রন থাকে না কেন !!!!!!!! ভাই আগে শিখাইবেন না তাইলে বিয়ের আগে ... :#> :#> :#> :#> :#> হেহেহেহেহে
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫২
নব্য স্বৈরাচার বলেছেন: হা হা হা হা =D =D =D ফটো দেখে কাউকে বিয়ে করবেন না পিলিচ।
১৫| ২৯ শে জুন, ২০১৪ সকাল ১০:৩৮
ইছামতির তী্রে বলেছেন: বাজারের সকল রঙ ফরসাকারী ক্রিমের বদলে সবার ফটোশপের ব্যবহার জানা থাকা উচিত।
২৯ শে জুন, ২০১৪ দুপুর ১:৫৩
নব্য স্বৈরাচার বলেছেন: ভালোই কইছুইন। হে হে হে
১৬| ২০ শে জুলাই, ২০১৪ রাত ১:১৪
মুনতাসির নাসিফ (দ্যা অ্যানোনিমাস) বলেছেন: চমৎকার পোস্ট ...
অবশ্যই সংকলনে যাচ্ছে ..
১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৩৭
নব্য স্বৈরাচার বলেছেন: ধন্যবাদ ভাই
১৭| ১৮ ই আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫
অপার্থিব ছায়া বলেছেন: কাজের পোষ্ট
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৪ বিকাল ৫:২২
মুহামমদল হািবব বলেছেন: কাজের পোস্ট। ধন্যবাদ।