নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা যেখানে দৃশ্যমান, মানবতা সেখানে নিষ্প্রাণ।

sleeper cell

I am a Man of my Word

sleeper cell › বিস্তারিত পোস্টঃ

ক্যন্সার (কবিতা)

২০ শে ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৩

বয়ে চলা রক্তে আমার
ক্যন্সারেরই বাসা,
মরন ব্যধি ছিনিয়ে নিল
আবেগী সুপ্ত আশা।
মনে অনেক আশা ছিল
ছিল বাঁচার সাধ,
জানিনা আমি..
জীবন কেন হয়ে গেল
তুচ্ছ বালির বাধ।
ভাগ্য নামের নিঠুর খেলায়
হার-জিতের মেলা,
আকুল-অসীম দরিয়া মাঝে
ভাসিয়েছি তাই ভেলা।
সুন্দর এই পৃথিবী মাঝে
থাকতে আমি চাই,
সময় আমার ফুরিয়ে গেছে
সময়তো আর নাই।
ডাক এসেছে যেতে হবে
অন্ধকার ওই ঘরে,
হারিয়ে যাব এই আমি
জীবনযুদ্ধে হেরে।
মৃত্যুর কথা ভাবি যত
কষ্ট যায় বেড়ে,
তাইতো কষ্টের ছদ্বনামে
হাসিকে নিয়েছি টেনে।
এগিয়ে চলছে ঘড়ির কাটা
গুনছি মৃত্যুপ্রহর,
আপন গতিতে এগিয়ে চলছে
ব্যস্ত এই শহর।
ভাবছি আমি..
সময়টা যদি থমকে যেত
জাদুর কাঠির ছোয়ায়,
তোমায় নিয়ে ডানা মেলতাম
সপ্নীল দিগন্তরেখায়।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.