নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নোটিশ বক্সটি দেখুন

sleepinghabib

কি ....... লিখুম ?

sleepinghabib › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের প্রথম এন্টি-পর্ণ সফটওয়্যার “BDAnti-Porn” এর Version 2.0 ছাড়লো বাংলাদেশ সাইবার আর্মি…একটি সয়ংক্রীয় এবং অন্তর্জাতিক মানের সফটওয়্যার।

০৮ ই জুন, ২০১১ দুপুর ১:১০

তথ্য-প্রযুক্তির এই যুগে ইন্টারনেট একটি জ্ঞানের অন্যতম মাধ্যম। বর্তমানে আমাদের দেশে ইন্টারনেট এর ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এখন শহর ছাড়িয়ে গ্রাম অঙ্চলে এর ব্যবহার সর্বত্ত লক্ষ্য করা যায়। আমাদের দেশের উঠতি বয়সের ছেলে-মেয়েদের মাঝে এর ব্যবহার এখন জ্ঞানের অন্যতম মাধ্যম। কিন্তু ইন্টারনেট বিশ্বে মনের সবকিছু হাতের মুঠোয় থাকার ফলে অনেকেই এর অপব্যবহার করছে। আর এর মধ্যে অন্যতম হলো পর্ণ সাইটের প্রতি আকস্কতা। ২০০৯-২০১১ সালে ইন্টারনেটে শিশুরা যে শব্দগুলো অনুসন্ধান করেছে তার মধ্যে অন্যতম ‘সেক্স’৷ ইন্টারনেট নিরাপত্তা সংস্থা নর্টনের এক প্রতিবেদন থেকে জানা গেছে এই তথ্য। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সিরা ইন্টারনেটে যেসব শব্দ অনুসন্ধান করেছে তার মধ্যে শীর্ষে রয়েছে ইউটিউব, গুগল এবং ফেসবুক ৷ আর এরপরেই অবস্থান ‘পর্নো' এবং ‘সেক্স' শব্দ দুটির। আর এর আসক্তির ফলের প্রতি বছর হাজারো শিশু তাদের স্বাভাবিক জীবন যাত্রা থেকে দূরে সরে যাচ্ছে। অনেকে আবার সরাসরি জড়িত হয়ে পড়ছে এসব নোংড়া পশুতুল্য কাজের মাঝে। আবার অনেকে জড়িয়ে পড়ছে নেশার জগৎতে। আমাদের এই বাংলাদেশের রাজধানী ঢাকার একটি মাত্র মার্কেট থেকে প্রতি বছর প্রায় ১০ লক্ষ্য এর বেশি টাকার পর্ণ ক্রয়-বিক্রয় হয়। আর প্রতি বছর প্রায় ৩০ হাজারের ও বেশি শিশু জড়িয়ে পড়ে এই পর্ণ গ্রাফীর প্রতি।





এ সংবাদ নিঃসন্ধেয়ে আমাদের দেশের বাবামাদের জন্য বেশ উদ্বেগের এবং এটি রোধ করতে তাদের উচিত শিশুদের সঙ্গে কথা বলা৷ একইসঙ্গে সন্তানদের বোঝাতে হবে ইন্টারনেট থেকে কোন বিষয়টি নেয়া উচিত আর কোন বিষয়টি থেকে দূরে থাকা উচিত।





আমাদের দেশের বর্তমানের এই পরিস্হিতি কখনোই কোন ভাবে কারো কাম্য নয়। আমরা কেউই আমাদের ভাই-বোনের ক্ষতি চাই না, যাতে করে তারা অসৎ পথে চলে যায়। আমাদের দেশের এই দুরবস্তা থেকে হয়তো কিছু আশার আলো দেখাবে এই BDAnti-Porn v2.0







BDAnti-Porn v1.0 এর পরীক্ষা মূলক ছাড়ার পর পরিপূর্ণ সুবিধা সম্ভলিত এই BDAnti-Porn v2.0 যাকে এক কথায় আন্তর্জাতিক মানের সফটওয়্যার হিসাবেও বলা যায়। অন্তত্য দূতগতির এই BDAnti-Porn v2.0 এ যোগ করা হয়েছে Google.com এর হিসাব মতে বিশ্বের সর্বাধিক এবং অন্তর্জাতিক পর্ণ ওয়েব সাইট। শুধু তাই নয় এই BDAnti-Porn v2.0 বন্ধ করতে পারে ভিডিও, ইমেজ, এনিমেশন, ব্লগ সহ পর্ণ সংক্রান্ত সকল ওয়েব ক্যাম চ্যাট রিলেটেড সকল ওয়েব সাইট। এতে আরো রয়েছে Enable ও Disable করার সুবিধা। ৮০০ এর অধিক URL ডাটাবেজ সম্বলিত এই BDAnti-Porn v2.0 একটি অসাধারন সফটওয়্যার।

ডাউনলোড BDAnti-Porn v2.0

সূএ: আলমাস /পব

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০১১ দুপুর ১:২৫

সমকালের গান বলেছেন: বাহ বাহ... খুব প্রয়োজনীয় টুল।

২| ০৮ ই জুন, ২০১১ দুপুর ১:৪৩

এস বাসার বলেছেন: গুড জব।

৩| ০৮ ই জুন, ২০১১ দুপুর ২:৪৮

বিবর্ন বেদনা বলেছেন: ভাল জিনিস

৪| ০৮ ই জুন, ২০১১ বিকাল ৪:১৩

রানা পাটোয়ারী বলেছেন:
আমার ওয়ে....

১০ ই জুন, ২০১১ সকাল ১১:৩৪

sleepinghabib বলেছেন: সুন্দর সুন্দর চালিয়ে যান .........

৫| ০৮ ই জুন, ২০১১ বিকাল ৫:০২

ব্ল্যাকমেটাল বলেছেন: হাম্বা ভাইদের সমস্যা হয়া গেল...

০৮ ই জুন, ২০১১ বিকাল ৫:০৭

sleepinghabib বলেছেন: ঠিক বলছেন.......

৬| ১০ ই জুন, ২০১১ রাত ২:০০

ফয়সল মাহমুদ বলেছেন: দারুন এক জিনিস

৭| ১২ ই জুন, ২০১১ সকাল ৯:২৪

সাইমনরকস বলেছেন: অতি প্রয়োজনীয় একটি টুল। ধন্যবাদ।

৮| ২২ শে জুন, ২০১১ রাত ৯:২২

মেঘনা পাড়ের ছাওয়াল বলেছেন: খুবই ভালো পোস্ট

এইখানে দেখুন

৯| ২৫ শে আগস্ট, ২০১১ রাত ১১:৩৫

জন রাসেল বলেছেন: দারুন জিনিস। প্রিয়তে না নিয়ে পারলাম না। ধন্যবাদ

১০| ০৩ রা সেপ্টেম্বর, ২০১১ দুপুর ১:৩১

জাল মুড়ি্‌ বলেছেন: প্রিয়তে না নিয়ে পারলাম না।দারুন জিনিস। B-) B-) B-)

১১| ০৭ ই জুন, ২০১২ সকাল ১০:৫১

িক বলেছেন: link invalid

১২| ২৫ শে মার্চ, ২০১৩ ভোর ৬:২৩

নড়াইলের ছেলে বলেছেন: ভাল উদ্যোগ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.