![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একমাত্র মনুষ্যত্বই আমাকে মানুষ হিসেবে গর্বিত করে এবং বিবেক আমাকে পরিচালিত করে সঠিক সিদ্ধান্তে। যদিও আমি নির্ভুল আর নিষ্পাপ নই তবুও অনিয়ম দেখলেই মানুষ হওয়ার যুক্তি স্বরূপ চিৎকার করে উঠি।
জানিনা একি অদ্ভুত !
পশ্চিম আকাশে অস্তগামী আলো জীবন বিব্রত মানুষ সত্ত্বাকে
আসক্তির ঘোলাজলে বুঁদ হতে আহবান জানায়।
সমুদ্রে ফোটা স্বর্ণালী ঊর্মী গুলো বাস্তব বালুকায় আবৃত বোধকে
পুনর্জীবিত করে শুকিয়ে যাওয়া শামুকের ন্যায়।
এ যেন এক আদিম শৃঙ্খলা
অথবা ডুবে যাওয়া আর জেগে ওঠার অদ্ভুত টানাপোড়েন।
সংঘবদ্ধ হেঁয়ালিপনা পৃথিবীর আদি থেকে অন্ত
প্রতিটি ক্ষুদ্র থেকে ক্ষয়প্রাপ্ত বিশালতাকে বস করেছে
আত্মবিশ্বাসী প্রতিভায়।
এর মাঝে বহুল আলোচিত মানুষ
এর মাঝে বহুল আলোচিত আমি এবং তোমরা।
তবে প্রকৃতির প্রতিটি প্রচ্ছদ আনমনে অনুসারিত মনুষ্য পদক্ষেপ
কতটুকুই প্রকৃতির ন্যায় নির্মল ভারসাম্যতায় বহমান ।
১২ ই জুন, ২০১৪ রাত ১:০০
শ্লোগান০০৭ বলেছেন: তবে......। পৃথিবীও মৃত হতে বেশী দিন বাকি নেই হয়তো
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৪ রাত ১২:০৫
পংবাড়ী বলেছেন:
মানুস থাকাতে এ গ্রহের মুল্য আছে, বাকীগ্রহগুলো মৃত