নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি খুব সহজে মানুষকে ভালোবেসে ফেলি এবং তাদের খুব কাছে চলে আসি। যখন দেখি তারা আমার ভালোবাসার মর্ম বুঝেনা তখন ভাবি তারা আমার ভালোবাসা পাওয়ার যোগ্য না।\n.\nআবার যখন দেখি কেউ আমাকে ভালোবাসে এবং আমি মনের অগোচরে তাদের কষ্ট দিয়ে ফেলি তখন ভাবি আমি কারো ভালোবাসা প

ছন্নছাড়া বেনজামিন আবির

জোছনা রাতের পথিক

ছন্নছাড়া বেনজামিন আবির › বিস্তারিত পোস্টঃ

ব্যথর্তা

১৭ ই মার্চ, ২০১৫ রাত ১০:৫৮

#ব্যথর্তা
:
(সত্য ঘটনা অবলম্বনে)
*
রৌদপ্রখর একটি দিন । অহনা তার ছোট বোন মোহনাকে নিয়ে হসপিটালে যাচ্ছিল । হসপিটালের কাজ শেষে বাসার পথে হাটতে লাগলো । ফেরার পথে প্রচন্ড রোদের প্রখরতার কারনে আহনার ছোট বোন মোহনা বলল আপু রিক্স নাও আর হাটতে পারবো না । ছোট বোনের আবদার রাখতে অহনা একটি রিক্সায় উঠে পড়লো ।
**
**
রিক্সাটি চলতে লাগলো । রিক্সা চালক অহনাকে বলল ঠিক আপনার মতো আমার একটি মেয়ে আছে । আহনা অবাক হয়ে বলল কি করে আপনার মেয়ে ? রিক্সা চালক বলল তার মেয়ে এইবার মহিলা কলেজ থেকে এইচ .এস .সি পরীক্ষা দিয়েছিল । সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পাইছে ।
**
অহনা আর একটু অবাক হলো । রিক্সা চালক মাথার ঘাম মুছে বলল মেয়েডা আমার একটা পাবলিক ইউনিভাসির্টিতে চান্স পাইছে । ভর্তি হইতে ১০ হাজার টাকা চাইছে । আমি রিক্সা চালাইয়া কোন মতে দিন যাপন করি. আপনিই বলেন এতো টাকা আমি পামু কই ?
*
*
মাইয়া গোল্ডেন এ প্লাস পাইছে তাই কলেজ থেকে ২ হাজার টাকা দিছে ।
অহনার পিচ্চি ছোট বোন মোহনা চুপ করে রিক্সাওয়ালার কথাগুল শুনছিল ।
**
রিক্সাওয়ালার আবারও বলল ধার দেনা করে আমি দুই হাজার টাকা দিছি ।
ভাসির্টিতে বলে আর ও দুই হাজার টাকা কমাইছি ।কিন্তু তার পরেও ভর্তি করতে পারলাম না । আরোও ৪হাজার টাকা বাকি আছে । আগামীকাল ভর্তির শেষ তারিখ ।অহনা নিশ্চুপ কথাগুলো শুনে যাচ্ছে ।
**
**
মাইয়া খালি কান্দে আর কয় ভিক্ষা কইরা হলেও বাবা আমারে ভর্তি করে দাও । পরে আমি টিউশনি করে হলেও আমার পড়ার খরচ চালামু । কি করবো মা তুমিই বল । কথা বলে রিক্সাওয়ালা দুচোখের পানি ফেলল । অহনাকে নামিয়ে দিয়ে অশ্রু ভেজা চোখ দুটো মুছতে মুছতে চলে গেল ।
*
হয়তো ব্যর্থতা পানি । হয়তো একজন হত দরিদ্র বাবার না পারার অক্ষমতা । বাকিটুকু না হয় পাঠকদের বোঝার অধিনেই থাক . . . .
*
লিখাঃছন্নছাড়া বেনজামিন আবির ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.