![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
#ব্যথর্তা
:
(সত্য ঘটনা অবলম্বনে)
*
রৌদপ্রখর একটি দিন । অহনা তার ছোট বোন মোহনাকে নিয়ে হসপিটালে যাচ্ছিল । হসপিটালের কাজ শেষে বাসার পথে হাটতে লাগলো । ফেরার পথে প্রচন্ড রোদের প্রখরতার কারনে আহনার ছোট বোন মোহনা বলল আপু রিক্স নাও আর হাটতে পারবো না । ছোট বোনের আবদার রাখতে অহনা একটি রিক্সায় উঠে পড়লো ।
**
**
রিক্সাটি চলতে লাগলো । রিক্সা চালক অহনাকে বলল ঠিক আপনার মতো আমার একটি মেয়ে আছে । আহনা অবাক হয়ে বলল কি করে আপনার মেয়ে ? রিক্সা চালক বলল তার মেয়ে এইবার মহিলা কলেজ থেকে এইচ .এস .সি পরীক্ষা দিয়েছিল । সায়েন্স থেকে গোল্ডেন এ প্লাস পাইছে ।
**
অহনা আর একটু অবাক হলো । রিক্সা চালক মাথার ঘাম মুছে বলল মেয়েডা আমার একটা পাবলিক ইউনিভাসির্টিতে চান্স পাইছে । ভর্তি হইতে ১০ হাজার টাকা চাইছে । আমি রিক্সা চালাইয়া কোন মতে দিন যাপন করি. আপনিই বলেন এতো টাকা আমি পামু কই ?
*
*
মাইয়া গোল্ডেন এ প্লাস পাইছে তাই কলেজ থেকে ২ হাজার টাকা দিছে ।
অহনার পিচ্চি ছোট বোন মোহনা চুপ করে রিক্সাওয়ালার কথাগুল শুনছিল ।
**
রিক্সাওয়ালার আবারও বলল ধার দেনা করে আমি দুই হাজার টাকা দিছি ।
ভাসির্টিতে বলে আর ও দুই হাজার টাকা কমাইছি ।কিন্তু তার পরেও ভর্তি করতে পারলাম না । আরোও ৪হাজার টাকা বাকি আছে । আগামীকাল ভর্তির শেষ তারিখ ।অহনা নিশ্চুপ কথাগুলো শুনে যাচ্ছে ।
**
**
মাইয়া খালি কান্দে আর কয় ভিক্ষা কইরা হলেও বাবা আমারে ভর্তি করে দাও । পরে আমি টিউশনি করে হলেও আমার পড়ার খরচ চালামু । কি করবো মা তুমিই বল । কথা বলে রিক্সাওয়ালা দুচোখের পানি ফেলল । অহনাকে নামিয়ে দিয়ে অশ্রু ভেজা চোখ দুটো মুছতে মুছতে চলে গেল ।
*
হয়তো ব্যর্থতা পানি । হয়তো একজন হত দরিদ্র বাবার না পারার অক্ষমতা । বাকিটুকু না হয় পাঠকদের বোঝার অধিনেই থাক . . . .
*
লিখাঃছন্নছাড়া বেনজামিন আবির ।
©somewhere in net ltd.