![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঝিমলির এস এস সি পরীক্ষায় ভাল রেজাল্ট করেতে পারেনি তাই তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে ।
হ্যা এই সেই ঝিমলি যাকে পুরো এলাকা ডেন্জার গার্ল নামে চিনে । সে কিনা একটুর জন্য A+ পাইনি । কত ভাল ছাত্রকে ভয় দেখিয়ে তাদের খাতা দেখে পরীক্ষা লিখেছে । তারপর ও A+ পায় নাই ।
এমনিতে মাথা গরম তার উপর বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে । ঝিমলির খুব রাগ উঠেছে শয়তান ছেলেগুলোর উপর । সব দোষ ছেলে গুলোর । সারা দিন খায় দায় আর মায়ের আচলের নিচে পড়াশুনা করে । তারপরও পরীক্ষায় ঝিমলি একটু জন্য A+ পেলো না । ছেলেগুলোকে পেলে মাথা ফাটিয়ে দিতে ঝিমলি ।
রাগে গজ গজ করতে করতে বশিরের দোকানে ঢোকলো ঝিমলি ।
> এই বশির একটা চা আর বেনসন দে ।
> বেনসন তো নাই আফা ।
> তাইলে একটা ব্লেক দে ।
> ঐটাও নাই আফা ।
> ঐ শালা কি রাখিস ।
কথাটা বলে ঝিমলি বশিরের দিকে চোখ গরম করে উঠলো
tongue emoticon
রাগ সামলাতে না পেরে বশিরকে একটা থাপ্পর কষে দিল ।
বশির ভ্যা আ আ আ ভ্যা করে কাঁদতে লাগলো । ঝিমলির এক ধমকে বশির শান্ত হয়ে গেল । বশির জানে এর পর কিছু করলে ঝিমলি তার মাথা ফাটিয়ে দেবে । তাড়াতাড়ি এক কাপ চা বানিয়ে ঝিমলি কে দিল ।
ঝিমলি পকেট থেকে একটা গোল্ড লিফ বের করে জ্বালিয়ে একটা লম্বা
টান দিল । তারপর চায়ে চুমুক দিতেই বশিরের উদ্দেশ্য বলল শালা এইগুলো চা বানাছিস । কথাটা বলে বশিরের মাথায় চা ঢেলে দোকান থেকে বের হয়ে আসলো । এই কান্ড দেখে চায়ের দোকানে বসা মেয়েগুলো দৌড়ে পালালো ।
বশির ভয়ে ঠক ঠক করে কাপতে লাগলো । কারন বশির ভাল করে জানে বেশি কিছু বললে ঝিমলি তার দোকান টাই ভেঙ্গে দিবে ।
*
দোকান থেকে বের হয়ে ঝিমলি সিগারেটে লম্বা টান দিতে দিতে হেটে যাচ্ছে । পথে ইসতিয়াক আর আবির নামের দুই ছেলেকে দেখতে পেল ঝিমলি । ছেলে দুটোকে ঝিমলির কেমন যেন চেনা চেনা লাগছে । মনে পড়েছে । এই দুই ছেলের খাতা দেখে পরীক্ষা দিয়েছে ঝিমলি । হ্যা এই দুই ছেলের জন্য ঝিমলি A+ পাই নাই ।
সিগারেট টা আরেকটা টান দিয়ে ছেলে দুটোর দিকে এগিয়ে গেল ঝিমলি . . . . .
[অতঃপর ছেলে দুটো হাসপাতালে আর ঝিমলি ক্যাডারগিড়ি তে ব্যস্ত ]
©somewhere in net ltd.
১|
১৮ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৫
মিজভী বাপ্পা বলেছেন: ভাই এ টাইপের টমবয় টাইপ মাইয়া আছে দেশে
জানা ছিলো না। আমার জানামতে ইডেন কলেজেই দেখা সম্ভব এমন টাইপের মেয়ে
