নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সময়ের ভাবনা

!!!

এস মাহবুব

আমি মূলত একজন পাঠক ও শ্রোতা। বোদ্ধা নই, নিতান্তই সাধারণ।

এস মাহবুব › বিস্তারিত পোস্টঃ

সংগীত: মাঝি বাইয়া যাও রে

১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:১৮

মাঝি পেশাগতভাবে দেশীয় নৌযান চালনা করে জীবিকা নির্বাহ করেন। আর এই মাঝিমাল্লাদের গান থেকে ভাটিয়ালি সুরের উৎপত্তি। অতীতে নদীবিধৌত বাংলাদেশে সাধারণত নদীর ভাটির স্রোতে নৌকা বাইতে মাঝিদের তেমন বেগ পেতে হতো না। তাই সেই অবসর ও আনন্দে তারা লম্বা টানে গলা ছেড়ে গান গাইত। কালক্রমে এই গানই ভাটিয়ালি গান নামে পরিচিতি লাভ করে। বাংলাদেশের ময়মনসিংহ ও সিলেট জেলায় এই গান বিশেষভাবে প্রচলিত।

ভাটিয়ালি ছাড়া মাঝিদের নিয়েও প্রচুর গান হয়েছে। কখনও মাঝির উদ্দেশ্যে নিবেদিত হয়েছে ভালবাসার জন্য নারীর চিরন্তন আকুতি। কখনও রূপক অর্থে মাঝি ব্যবহৃত হয়েছে জীবনের গূঢ় রহস্য উন্মোচনে। বিষয় ভিত্তিক গানের আয়োজনে তাই আজকের বিষয় 'মাঝি'।



অকূলেতে ভাসাইলাম রে নাও - ইন্দ্রমোহন রাজবংশী



আমায় ভাসাইলি রে - রুনা লায়লা



আরে ও ভাটিয়াল গাঙের নাইয়া - আব্বাসউদ্দীন আহমেদ



উজান গাঙের নাইয়া - নীনা হামিদ



ও আমার দরদী আগে জানলে - ফেরদৌসী রহমান



ও নাইয়া তুমি কোথায় - নীনা হামিদ



ও মাঝি নাও ছাইড়া দে - সাবিনা ইয়াসমীন



ও মাঝি নিঠুর মাঝি রে - বেবী নাজনীন



ওরে সুজন নাইয়া রে - কবিতা কৃষ্ণমূর্তি



কলকল ছলছল নদী করে টলমল - সাবিনা ইয়াসমীন



কে যাও ভাটির দেশের নাইয়া - আব্দুল আলীম



কে যাস রে ভাটি গাঙ বাইয়া - ফাতেমা তুজ জোহরা



ঘাটে লাগাইয়া ডিঙা পান খাইয়া যাও - আনুশেহ আনাদিল



ছাড়িলাম হাছনের নাও রে - তপন রায়



পাল তুলে দে রে নৌকায় - আইয়ূব বাচ্চু



পূবালী বাতাসে বাদাম তুইল্যা - বারী সিদ্দিকী



মন মাঝি তোর বৈঠা নে রে - রুমানা ইসলাম



মাঝি তুমি মাঝ গাঙে নাও বাইয়া যাও - রুনা লায়লা



মাঝি বাইয়া যাও রে - কিরণ চন্দ্র রায়



হেঁইও রে হেঁইও - আব্বাসউদ্দীন আহমেদ



___________________________

বিষয়ভিত্তিক গানের অন্যান্য পোস্ট:



বৃষ্টি ভেজা গান



বাদল দিনের প্রথম কদম ফুল



বলিউডে বাংলাদেশী কন্ঠ শিল্পীরা



ঢাকা'র চলচ্চিত্রে উপমহাদেশের কন্ঠ শিল্পীরা



ভালোবাসার ১০ গান



একুশের গান



দেশের গান

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:৩৮

কিরিটি রায় বলেছেন: দারুন।

ব্লগার.. চালায় যাওরে........

১১ ই জুলাই, ২০০৯ রাত ৮:৫৩

এস মাহবুব বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ।

২| ১১ ই জুলাই, ২০০৯ রাত ৯:১৪

এস এ মেহেদী বলেছেন: প্রিয়তে রাখলাম। প্রিয় পোষ্টটি।

অসংখ্য ধন্যবাদ ভালো লাগা পোষ্ট উপহার দিলেন।

১২ ই জুলাই, ২০০৯ সন্ধ্যা ৭:২৪

এস মাহবুব বলেছেন: আপনাকেও ধন্যবাদ।

৩| ১০ ই অক্টোবর, ২০০৯ সকাল ১০:২৬

মে ঘ দূ ত বলেছেন: আপনার এই অসামান্য কাজের যতার্থ প্রতিদান এক ধন্যবাদ দিয়ে সাড়া যাবেনা। আমার প্রণতি গ্রহণ করুন।

প্রিয়তে নিলাম।

১০ ই অক্টোবর, ২০০৯ দুপুর ২:৩০

এস মাহবুব বলেছেন: আপনার চমৎকার মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.