নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

যারা মিলাদ-কিয়ামকে বেদআত ও শিরিক বলে তাদের জন্য বলছি - ২

২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২


মিলাদ-কিয়ামের মধ্যে কি আছে আসুন এবার তা জানার চেষ্টা করা যাক।
এবং এগুলার মধ্যে কোনটা বিদআত তা বুঝার চেষ্টা করি।
এবার দেখা যাক মিলাদ-কিয়ামের মধ্যে কোন কাজটা বেদআত?

মিলাদ-কিয়ামের আলোচনায় সাধারণত প্রথমে কুরআনের কিছু আয়াতে কারীমা তিলাওয়াত করা হয়ে থাকে। তারপর নবীজীর শানে প্রশংসাসূচক কিছূ আরবী, ফারসী উর্দু বয়েত, কসীদা ও নাত পাঠ করা হয়। এরপর এসব কসীদার সাথে সাথে নুর নবীজির প্রতি সমবেত কণ্ঠে দরূদ ও সালাম পরিবেশিত হয়। সবশেষে সবাই মিলে সমবেতভাবে দাঁড়িয়ে নবীজির প্রতি সালাম প্রেরণ করেন। এরপর মুনাজাতের মাধ্যমে আল্লাহ্‌র দরবারে মিলাদে উপস্থিত-অনুপস্থিত সবার জন্য রহমত ও মাগফিরাত প্রার্থনা করা হয়। সবশেষে তাবাররুক বিতরণ করা হয়। সংক্ষেপে এই হল মিলাদের আনুষ্ঠানিকতা।
এখন আমার জিজ্ঞাস্য হল, এসব কাজের মধ্যে কোনটা বিদআত?
১। কুরআনের আয়াতে কারীমার তিলাওয়াত?
২। নবীজীর শানে প্রশংসাসূচক আলোচনা, বয়েত, কসীদা ও নাত পাঠ?
৩। নুর নবীজির প্রতি সমবেত কণ্ঠে দরূদ ও সালাম পরিবেশন?
৪। দাঁড়িয়ে সবাই মিলে সমবেতভাবে নবীজির প্রতি সালাম প্রেরণ করা?
৫।সমবেতভাবে মুনাজাতের মাধ্যমে আল্লাহ্‌র দরবারে মিলাদে উপস্থিত-অনুপস্থিত সবার জন্য রহমত ও মাগফিরাত প্রার্থনা করা?
৬। তাবাররুক বিতরণ করা?
ইসলামী শরীয়ত মতে উপরে উল্লেখিত প্রতিটা কাজই বরকত পূর্ণ ও নেক আমল।
এখানে

কথিত বিদআতের কোনরকম নাম গন্ধ পর্যন্ত নাই।
আল্লাহ্‌ আমাদের সবাইকে সত্য বুঝবার ও মানবার তাওফিক প্রদান করুন। আমীন।।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.