নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।
১। পীর হতে হলে তাঁর আকীদা শুদ্ধ এবং আহলে সুন্নত ওয়াল জামাতের মুতাবিক হওয়া দরকার।
২। পীরের তরীকা সহীহ হওয়া দরকার।প্রধান চার তরীকার মধ্যে যে কোনটার পীর বা খলীফা হলে খুব ভাল হয়।
৩।পীরের আকীদা-আমল, জীবন-যাত্রা, কাজ-কর্ম সব কিছু শরীয়ত সম্মত হতে হবে।
৪।সুন্নতের বরখেলাফ হয় এমন কোন কাজ পীর করতে পারবে না।
৫। তাঁকে অন্তত পক্ষে নামাজ-রোযা, হজ-জাকাত, পাক-নাপাক, হালাল-হারাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে।
৬। নিজেকে অহংকার ও রিয়া ত্যাগ করে, একজন দ্বীনের নগণ্য খাদেম ভাবতে হবে।
৭। পীর আলেম হওয়া শর্ত নয়।তবে জাকির নায়েকের মত স্টাইলিশ হলে চলবে না।
৮।ভ্রান্ত আকীদা ও বেদাতী পীরের সংগ পরিত্যাগ করা প্রয়োজন।
৯। যদি কখনো ভুল ক্রমে কোন বদ আকীদাধারী পীরের কাছে মুরীদ হয়ে গেলে অবিলম্বে তাকে ত্যাগ করা দরকার।
১০। পীরের তরীকায় কোন বাতিল পন্থীর নাম থাকলে সে পীরকেও পরিত্যাগ করতে হবে।
আল্লাহ্ পাক আমাদের সবাইকে বুঝার ও হক পীরের অনুসরণ করার তাওফিক দিন।আ-মী-ন।
©somewhere in net ltd.