নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নতুনভাবে নিজের চিন্তার শক্তি আর ভাবনার বিশ্লেষণ করার সামর্থ অর্জনের জায়গা হল ব্লগ। বিচিত্র ভাবনারাশির আলোয় নিজেকে আলোড়িত আর আলোকিত করার উদ্দেশেই আমরা ব্লগে আসি। অবসর সময়টাকে ভালোভাবে কাটানোর জন্য এর চেয়ে মোক্ষম উপায় আর নেই। তদুপরি বিনোদন এখানে উপরি পাওনা

এস এম ইসমাঈল

মুক্তমনা, সকল রকমের সংস্কার মুক্ত, আমি ধর্মভীরু হলেও ধর্মান্ধতা আমাকে কখনো গ্রাস করে নিতে পারেনি।আমি সুস্থ্য চিন্তা আর মানবিক মূল্যবোধে বিশ্বাসী। আমার শক্তি আমার আবেগ আবার সে আবেগ-ই আমার বিশেষ দুর্বলতা। নেহায়েত সখের বশে এক আধটু কাব্য চর্চা করি, এই আর কি। প্রিয় বিষয় সাহিত্য, ইতিহাস, ধর্ম, সংগীত, দর্শন, দেশ ভ্রমন আর গোয়েন্দা সিরিজের বই পড়া।ভীষণ ভোজন রসিক আমি। জন্ম যদিও চট্টগ্রামে কিন্তু ঢাকা শহরেই লেখা পড়া আর বেড়ে উঠা। আমার জীবনের গল্প তাই আর দশ জনের মতো খুবই সাদামাটা।

এস এম ইসমাঈল › বিস্তারিত পোস্টঃ

নতুন লেখকদের বলছি, এ পোষ্টটা একটু কষ্ট করে পড়ে দেখবেন, প্লিজ্‌,

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:১৭

লেখালেখির পূর্ব শর্ত হল পড়া। খালি হাজার হাজার শব্দের আবোল তাবোল কিছু একটা লিখে কোন ভারিক্কি নাম যোগ করে বই বলে চালিয়ে দেয়া হয়, তাহলে সেটা আমার চোখে টাকার শ্রাদ্ধ আর বেগার খাটুনি ছাড়া আর কিছু নয়। সেটা আর যাই হোক সাহিত্য হতে পারে না।এটা হল স্রেফ পাঠকের সাথে প্রতারণা করে পয়সা কামানোর একটা হীন প্রচে্ষ্টা ।

আমি লেখালেখিকে সব সময় একটা সাধনা হিসাবে মনে করি। যা একটা চলমান প্রক্রিয়া। এটাকে নিরন্তর চর্চার মাধ্যমে আয়ত্ব করতে হয়। তাছাড়া বড় বড় আর নামী-দামী লেখকদের লিখিত বই পড়তে হয়। কিন্তু আমরা সচরাচর সেটা না করে, দুই চার লাইনের ১০-২০টা কবিতা লিখে, প্রশান্তির ঢেকুর তুলে লেখক সেজে বসি। আমি কাউকেও ছোট করছি না। সবার প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই যে, আমাদের নূতনদের মাঝেও বেশ প্রতিভাবান অনেক লেখক দেখেছি। তবে এখন আমাদের কাজ হবে তাদের জায়গা করে দেয়া। বাংলা একাডেমি তে আমি দেখেছি নতুন লেখকদের জন্য ট্রেনিং এর ব্যবস্থা আছে। নতুন লেখকদের ওখানে গিয়ে ট্রেনিং প্রোগ্রামে অংশ নেয়া উচিত।

মন্তব্য ৩৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৩

যায্যাবর বলেছেন: সম্পূর্ণ সহমত। যদিও আমি কবিতা বুঝিনা তবুও সময় কাটাতে মাঝে মাঝে পড়ি, কিন্তু কিছু কিছু কবিতা পড়তে গেলে মনে হয় আমি কি চোখে ভুল দেখছি না মাথা থেকে বিদ্যা-বুদ্ধি সব হারিয়ে গেছে। দারুণ গঠনমূলক দরকারি একটি পোষ্ট।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৯

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে স্বাগতম, জনাব যাযাবর।
আমি সবিনয়ে একটা বিষয় জানতে চাই, আপনার নিকটার বানান কি ইচ্ছা করেই ভুল বানানে লেখা? না অন্য কিছু?
সুন্দর বিকেলে এত সুন্দর কমেন্ট এর জন্য মুবারাকবাদ। ভালো থাকবেন জনাব। হ্যাপি ব্লগিং।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:২৮

চাঁদগাজী বলেছেন:


আপনি বাংলা একাডেমীর ট্রেনিং নিয়েছেন?

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:২৭

এস এম ইসমাঈল বলেছেন: জী না জনাব চাঁদগাযী, সে সৌভাগ্য এখনো হয়নি, জনাব। ধন্যবাদ।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৩৪

পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: যে যা পারে লিখুক। চোখ, কান খোলা রেখে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৪

এস এম ইসমাঈল বলেছেন: আমার ব্লগে স্বাগতম, জনাব পাঠকের প্রতিক্রিয়া। আমার লেখা পড়ে প্রতিক্রিয়া জানানোর জন্য ধন্যবাদ। ভালো থাকবেন,জনাব।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৪৮

তারেক_মাহমুদ বলেছেন: ভাল পরামর্শ

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৩৭

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর বিকেলে এত সুন্দর কমেন্ট এর জন্য মুবারাকবাদ। ভালো থাকবেন জনাব। হ্যাপি ব্লগিং।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৫:৫৩

সাইন বোর্ড বলেছেন: পড়াশোনার কোন বিকল্প নেই ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১১

এস এম ইসমাঈল বলেছেন: সুন্দর বিকেলে এত সুন্দর কমেন্ট এর জন্য মুবারাকবাদ। ভালো থাকবেন জনাব সাইন বোর্ড। হ্যাপি ব্লগিং।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:০৫

নজসু বলেছেন:



ঢাকার বাহিরে যারা আছি, তাদের জন্য ট্রেনিং নেয়াটা কষ্টকর।
অনলাইনে সুবিধা থাকলে ভালো হতো।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: দুঃখিত, জনাব নজসু, এখানে সে রকম কোন সু্যোগ গড়ে উঠে নাই।ধন্যবাদ, ভাল থাকুন।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:১৬

গরল বলেছেন: এখানেতো সবাই ব্লগার, কেউ লেখক না। লেখক বলে তাদেরকে যাারা বই লিখে বা কলাম লিখে আয় করে। ইদানিং কিছু লেখক আছে যাদের বলে Content writer যারা বিষয় ভিত্তিক জ্ঞান দিয়ে কোন কোন পেশাগত লেখা লিখে থাকে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫৭

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ,জনাব গড়ল! দুঃখিত আমি আপনার মত মেনে নিতে পারছিনা।
কেউ লেখক হলে সে ব্লগার হতে পারবেনা, আবার কেউ ব্লগার হলে সে লেখক হতে পারবেনা, এরকম কোন ধরাবাঁধা নিয়ম আছে কি?
আপনার ফর্মুলা কি ঐসব লোকদের ক্ষেত্রে খাটবে, যারা মনের আনন্দে লেখালেখি করেন, শুধু টাকা কামানোর জন্য নয়??

স্রেফ সাহিত্যের প্রতি ভালবাসার জন্য যারা লেখালেখি করেন তাঁরা? যারা বিনোদন অথবা অবসর সময় ভালভাবে কাটানোর জন্য ব্লগ লিখে থাকেন,তাঁদেরকে আপনি কোন গ্রুপে ফেলবেন, জনাব?

যাই হোক, চিন্তার খোরাক যোগানোর জন্য শুভেচ্ছা আর ধন্যবাদ।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৬:৫০

ঠাকুরমাহমুদ বলেছেন: বাংলাদেশীর ট্রেইনিং এর প্রয়োজন আছে ? আমরা তো সর্বকাজে পারদর্শী । নকল করার উপায় আছে কিনা বলেন অথবা ঘুষ দিয়ে কিছু করার ব্যাবস্থা - ১৭ কোটি বাংলাদেশীর সারা পাবেন, সন্দেহ নেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪৬

এস এম ইসমাঈল বলেছেন: একদম ঠিক বলেছেন। ধন্যবাদ।ভাল থাকবেন।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৩

বিদ্রোহী ভৃগু বলেছেন: সু পরামর্শ!

আপনার বয়সের প্রজ্ঞতা এবং পরিপক্ক অভিজ্ঞতা থেকে নতুনদের সুন্দর এবং সঠিক পরামর্শ দিয়েছেন।
অনেক ধন্যবাদ আপনাকে।

+++

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৭

এস এম ইসমাঈল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকেও। ভাল থাকবেন জনাব।

১০| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৫

রাজীব নুর বলেছেন: লিখতে লিখতেই একদিন তারা আর নতুন লেখক থাকবেন না।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪৮

এস এম ইসমাঈল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:১৬

ঢাবিয়ান বলেছেন: ট্রেনিং নিয়ে যে কবি সাহিত্যিক হওয়া যায়, এই কথাটা এই প্রথম শুনলাম। =p~

০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:১৮

এস এম ইসমাঈল বলেছেন: জনাব ঢাবিয়ান,আমি বাংলা একাডেমিতে এরকম ট্রেনিং আয়োজন করার কথা পত্রিকা পড়ে জেনেছি। আমার জানা মতে সেখানে নতুন লেখকদের ব্যাকরণ, উচ্চারণ, রচনা রীতি, বিখ্যাত সাহিত্যিকদের লেখা পড়ানো হয়ে থাকে।
কিনতু আসল কাজটা করতে হয় লেখকদের নিজেকে। কারন আমরা জানি, সু শিক্ষিত ব্যক্তি মাত্রই স্ব শিক্ষিত।চেষ্টায় কি না হয়?

১২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৪০

আখেনাটেন বলেছেন: নতুনদের ট্রেনিং এর ব্যবস্থা করা হোক।


দুর্দান্ত পোস্ট।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৫১

এস এম ইসমাঈল বলেছেন: অনেক ধন্যবাদ আপনাকে।

১৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১১:৫৭

নীল আকাশ বলেছেন: আপনার ইচ্ছে টা ভালো কিন্তু জানার জন্য বাংলা একাডেমি কেন? এটা বুঝলাম না। জ্ঞান আরোহনের জন্য।আমাদের প্রোফেট চীন যেতে বলেছেন আর আপনি যেতে বলছেন বাংলা একাডেমি!

ট্রেনিং নিয়ে লেখালিখি করতে হয়? তাহলে বলুন, রবি ঠাকুর আর নজরুলের নাম তো বাদই দিলাম, হুমায়ুন আহমেদ কবে বাংলা একাডেমি তে ট্রেনিং নিয়েছিল?

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ১২:৪২

এস এম ইসমাঈল বলেছেন: আসলে লেখালেখির বিষয়টা খুব জটিল কাজ। এ জন্য চর্চা করা ছাড়া বিকল্প নাই। কারন কেউতো আর কবি হয়ে জন্ম নেন না। প্রচুর পড়াশোনা আর অনুশীলন ছাড়া এখানে ভাল কিছু করা যায় না।

১৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:০২

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় মান্যবরেষু,

সহমত আপনার সঙ্গে যে লেখালেখি করতে গেলে অনেক বেশি পড়তে হবে। এটা একটা সাধনার বিষয়। আপনি একজন প্রবীণ মানুষ খুব ভাল সাজেশন পোস্ট দিয়েছেন। প্রথম লাইনে ' পূর্ব' ও ' হাজার হাজার' শব্দটা একটু টাইপো হয়ে আছে । বড্ড চোখে লাগছে। প্লিজ! ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

শ্রদ্ধা ও শুভকামনা জানবেন ।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯

এস এম ইসমাঈল বলেছেন: মুবারাক বাদ, জনাব পদাতিক চৌধুরি।জিনিষটা ধরিয়ে দেয়ার জন্য। আরো কিছু থাকলে প্লিজ,বলবেন। আমি খুব খুশী হলাম।আমি সব সময় গঠনমূলক সমালোচনা এপ্রিশিয়েট করি। আর আমার পাঠকদের মতামত খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন,জনাব।

১৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩২

এস এম ইসমাঈল বলেছেন: মুবারাক বাদ, জনাব পদাতিক চৌধুরি।জিনিষটা ধরিয়ে দেয়ার জন্য। আরো কিছু থাকলে প্লিজ,বলবেন। আমি খুব খুশী হলাম।আমি সব সময় গঠনমূলক সমালোচনা এপ্রিশিয়েট করি। আর আমার পাঠকদের মতামত খুব গুরুত্ব সহকারে নিয়ে থাকি। আপনাকে আবারও ধন্যবাদ, ভালো থাকবেন,জনাব।

১৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩২

নাহিদ০৯ বলেছেন: নতুন লেখকদের জন্য ব্লগ একটা আদর্শ ট্রেনিং প্লাটফর্ম। কেউ লিখছেন, কেউ পড়ছেন, পড়ে মন্তব্য করছেন। আবার নতুন লিখায় আগের চাইতেও লেখককে সতর্ক থাকতে দেখা যাচ্ছে।

পড়ার কোন বিকল্প কোন কালেই ছিলো না, এখনো নাই আর ভবিষ্যতেও নাই। সচেতন পাঠক অবশ্যই লেখকের পাঠভ্যাস ধরতে পারবেন।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৬

এস এম ইসমাঈল বলেছেন: প্রিয় নাহিদ, আপনি ম্যাজিক জানেন নাকি? এক্কেবারে আমার মনের ভেতরে লুকিয়ে থাকা কথাটা ঠিক ঠিক বের করে নিয়ে এসেছেন। অভিনন্দন প্রিয় নাহিদ,ভাল থাকবেন। আর সুন্দর সুন্দর পোষ্ট লিখবেন।

১৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৪:১৬

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: সুন্দর বলেছেন। পড়ার কোন বিকল্প নাই।

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৮:৪৩

এস এম ইসমাঈল বলেছেন: ধন্যবাদ জনাব লিটন, পাঠ ও মন্তব্যে শুভেচ্ছা জানবেন। ভাল থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.