নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সুপারনোভা

আহেমদ ইউসুফ

I am a introverts person would like to hide myself.

আহেমদ ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

হোয়াটসঅ্যাপ স্ক্যাম

০৬ ই মার্চ, ২০২৫ রাত ১১:৫৮

✍️ একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো আজ। আমার একজন কাকা শ্বশুর যিনি একজন সদ্য অবসরপ্রাপ্ত ডেন্টিস্ট বর্তমানে ইংল্যান্ডে অবস্থান করছেন। তিনি কিছুক্ষণ আগে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে ১৫০০০ টাকা বিকাশে চাইলেন।কাকা বর্তমানে সপরিবারে লন্ডনে মেয়েদের কাছে অবস্থান করছেন এবং তার বাড়িতে সমস্যার জন্য টাকা প্রয়োজন। মজার ব্যাপার হলো তার বাড়িতে এখন কেউ নাই, শুধুমাত্র একজন কেয়ারটেকার তার বাড়ি দেখাশোনা করছে। একজন নিরিবিলি ও সজ্জন ব্যক্তি হিসেবে তার সাথে কারো ঝামেলা থাকার কথাও নয়, যেজন্য তার জরুরী টাকার প্রয়োজন হতে পারে।

✍️ প্রকৃত ঘটনা বুঝতে পেরে আমিও কনভারসেশন চালিয়ে গেলাম। অবাক হওয়ার ভান করে প্রকৃত সমস্যা কি জানার জন্য তাকে কল দিতে বললাম। কিন্তু তিনি ব্যস্ততার অজুহাতে কল দিতে পারবেন না বলে জানালেন এবং পুনরায় বিকাশ নাম্বার দিতে চাইলেন।

✍️ তৎক্ষণাৎ ইউকেতে অবস্থানরত বড়শ্যালিকাকে ফোন দিতেই স্ক্যামের সত্যতা পেলাম। কাকার সাথেও কথা বললাম এবং ইতিমধ্যে কাকার একজন শুভাকাঙ্ক্ষী নাকি প্রতারককে বিকাশে টাকাও পাঠিয়েছে বলে তিনি জানালেন।

✍️ বিভিন্ন সময়ে এরকম ঘটনা শোনা যায়। আমার আত্মীয় ও পরিচিত জনের কাছে এরকম মেসেজ আসলে পাত্তা দেওয়ার দরকার নাই। আপনার পরিচিতজনের সত্যিই টাকার দরকার কিনা ফোন করে যাচাই করে নিবেন।

✅ সম্ভাব্য সমাধান: হোয়াটসঅ্যাপের থ্রী ডট মেনুতে গিয়ে লিংক ডিভাইসে ক্লিক করে দেখুন নিজের মোবাইল ছাড়া অন্য কোথাও (ল্যাপটপ/ডেক্সটপ) লগইন করা আছে কিনা। অন্য ডিভাইসে লগইন থাকলে লগ আউট করে দিন। হোয়াটসঅ্যাপ একাউন্ট ডিএক্টিভেট করাটাও বিকল্প পদ্ধতি হতে পারে। তবে ডিএকটিভ করলে আপনার whatsapp এর সকল গুরুত্বপূর্ণ ডাটা মুছে যাবে। সুতরাং এ ব্যাপারে সতর্কতা জরুরি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.