![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
✍️ যেসব বাবারা ফ্যামিলি থেকে দূরে থাকেন তাদের বাচ্চাদের মনের অবস্থা আমার কল্পনার বাইরে। তবে নিজের বাচ্চাদের কথা বলতে পারি। জন্মলগ্ন থেকে বাচ্চাদের সাথেই আছি, তারপরও অফিস থেকে বাসায় ঢোকার দৃশ্য চোখে পড়ার মতো!!!
✍️ দরজায় নক করে জুতো খোলার সময়টুকুতে কার আগে কে লুকাবে তার প্রতিযোগিতা শুরু হয়ে যায় আমার বাসায়। বাসায় ঢুকে আমার প্রথম কাজ হবে কে কোথায় লুকালো সেটা খুঁজে বের করা। সোফার কর্নারে, দরজার চিপায় কিংবা আলনার পিছনে এমনকি খাটের নিচেও খুঁজতে হবে। যখন খুঁজে পাওয়া যাবে তখনই বিকট শব্দে আব্বুকে ভয় দেখাতে হবে। আব্বু যতই সাহসী হোক, লাভ নেই, আব্বুকে ভয় পেতে হবে (ভয় পাওয়ার ভান করতে হবে)। অন্যথায় জিজ্ঞাসা করা হবে, "ভয় পাইছো?" ভয় পাইনি কিংবা অভিনয় ধরা পড়লে তীব্র আবেগে কিছুক্ষণ বাঁধ ভাঙা কান্নার স্রোত বইবে।
✍️ অতঃপর অনেক বলে কয়ে নগদে চকলেট দিয়ে কিংবা বিকালে ঘুরতে নিয়ে যাওয়ায় আশ্বাসে সে যাত্রা রক্ষা পাওয়া যাবে। আর একটা নিত্যনৈমত্তিক বায়না হলো ‘’ আব্বুর হাতে খাবো”, আব্বুর হাতে জামা পড়বো, আব্বুর সাথে ঘুমাবো, আব্বুর হাতে ছু...... করবো। এই হলো আমাদের বাচ্চাদের নিত্যদিনের রুটিন।
©somewhere in net ltd.