![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইখানে শুয়ে আছে স্বপ্নের কারিগর
আবেগের ফেরি করে, হৃদয়ে ঝড় তুলে
থেমে গেছে এক যাদুকর।
নুহাশ পল্লীতে মিশে আছে একাকার।
হিমুর চোখে জল, মিসিরের শোকানল
শুভ্রর শুদ্ধতা, রুপার কোমল মন,
আজও ঠিক অম্লান।
হাজারো ভক্তের মনে
মিশে আছ হৃদয়ের গোপন কোঠরে।
আপন সৃষ্টির সম্মোহনে।
ছবির জগতে কিংবা নাটকের সংলাপে
সুর ও সংগীতের জৌলুসে
নিজেকেই ছাড়িয়েছ কেবল নিজের প্রতিদ্বন্দী হয়ে।
ছড়িয়েছ র্মূছনা তরুন প্রান অন্তরে
এক মহান যাদুকর হয়ে
এ যাদুর শহরে।
তোমার চিন্তা ও কর্মে বুদ
তোমাতেই মত্ত হাজারো তরুন
উচ্ছাসে ভাসে তোমার লেখনীতে।
তুমি চলে গেছ ঘোর জমাট অন্ধকারে
নিঃশব্দের দেশে একাকী নিরবে
শুয়ে আছ নুহাশ পল্লীতে।
শিয়রে তোমার শেফালীর ছায়া
দখিনে আম্রকানন আর উত্তরে জাম।
লিচুর ঘ্রানে ভাঙ্গবে কি তোমার ধ্যান?
তোমার স্মৃতি অমলিন আজও
ভূত বিলাস হয়ে লীলাবতীর ঘাটে
পদ্মপুকুরে কিংবা মৎসকন্যার পটে।
ফিরে এস আবারও কোন ক্ষনে
তোমার কর্ম ও জ্ঞানে
পিরুজালী গায়ে নুহাশ পল্লীতে।
চলে এস আবারো ঘন বর্ষার দিনে
শিমুল পলাশের ঘ্রানে
কোন এক চাঁদনি পসর রাতে।
*** জনপ্রিয় কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। তার অমর সৃষ্টি পাঠক হৃদয়ে যে সীমাহীন আবেগের জম্ন দিয়েছে তা অতুলনীয়। তার অকাল প্রয়ান বাংলা সাহিত্যের জ্ন্য এক অপূরনীয় ক্ষতি। যদিও তার ব্যক্তিজীবন অনেককেই বিব্রত করে। তবুও সাহিত্যে তার অসামান্য অবদান চির অম্লান হয়ে থাকবে কোটি বাঙ্গালীর হৃদয়ে। আজ তার মৃত্যুবার্ষিকীতে রইল গভীর শ্রদ্ধা। তার আত্মার মাগফেরাত কামনা করছি।
২০ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩৬
আহেমদ ইউসুফ বলেছেন: ধন্যবাদ আপনাকে।
২| ২০ শে জুলাই, ২০২৫ রাত ১২:১৫
কামাল১৮ বলেছেন: তার লেখা পড়ার জন্য মানুষ অধির আগ্রহে অপেক্ষা করতো।
২০ শে জুলাই, ২০২৫ রাত ১২:৩৭
আহেমদ ইউসুফ বলেছেন: হুম। ঠিক বলেছেন। ধন্যবাদ আপনাকে।
©somewhere in net ltd.
১|
১৯ শে জুলাই, ২০২৫ রাত ৮:০২
সৈয়দ কুতুব বলেছেন: আসলেই জাদুকর ।