নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
স্ট্যাগ বিটল (Stag Beetle) হলো বহুকোষী সন্ধিপদী পতঙ্গ যা Coleoptera বর্গের অর্ন্তভুক্ত। গ্রিক ভাষায় Coleo অর্থ sheath বা আবরণ এবং Ptera অর্থ wing বা পাখা অর্থাৎ আবরণযুক্ত পাখা।
স্ট্যাগ বিটল এর রং প্রধানত কালো এবং বাদামি হয়ে থাকে এছাড়া অন্য রংয়েরও হয়ে থাকে খুব কম পরিমানে। এরা কোনো খাবার খায় না। এরা শুধু তরল পান করে বেঁচে থাকে। মূলত গাছের রস বা পাকা ফলের রস এদের খাদ্য। একটি স্ট্যাগ বিটলের গড় দৈর্ঘ্য দুই থেকে তিন ইঞ্চি হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এদের দৈর্ঘ্য ৮ থেকে ১২ ইঞ্চি পর্যন্ত হতে পারে। এই পোকা প্রায় ৭ থেকে ৮ বছর বেঁচে থাকে।
স্ট্যাগ বিটল প্রাপ্তবয়স্ক হতে সময় নেই মাত্র কয়েক সপ্তাহ। উষ্ণ স্থান দ্রুত বৃদ্ধির জন্য সহায়ক এবং ঠান্ডা জায়গায় এদের জন্য সহায়ক নয়। এই কারণে ঠান্ডা জায়গায় বেঁচে থাকার জন্য কম্পোস্টের স্তূপের ভিতরে লুকিয়ে থাকে যাতে পর্যাপ্ত তাপ মেলে।
জাপানের এক ভদ্রলোক প্রথম এই পোকাটি বিক্রি করেছিলেন ৮৯ হাজার ডলারে যা বাংলাদেশি টাকায় ৮০ লক্ষ টাকার মত। এখন নাকি বেচা কেনায় এর দাম শুরু হয় ৬৫ লাখ টাকা থেকে এবং তা বেড়ে কোটি টাকা পেরিয়ে যায়। আর্ন্তজাতিক বাজারে নাকি চাহিদাও প্রচুর!!
পোকাগুলোর উপরের ত্বক অত্যন্ত চকচকে হয় বলে এগুলোকে বেশ আকর্ষণীয় দেখায় এবং রোদে রীতিমতো জ্বলজ্বল করে। অনেকের বিশ্বাস, এই পোকা বাড়িতে রাখা অত্যন্ত গর্বের ব্যাপার তাই এখন একটি স্ট্যাগ বিটল কিনতে কোটি টাকা ব্যয় করতেও তারা রাজি। আর সেটা অন্য কোনো কারণে নয় নিছক শখের বশে।
লেখা ও ছবি নেট থেকে এবং সম্পাদিত।
০২ রা জুন, ২০২২ দুপুর ২:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ। প্রথমটা ডিলিট করেছি।
২| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:১০
জিনাত নাজিয়া বলেছেন: আচ্ছা, মাঝে মধ্যে আমার মতো কারুর কারুর লেখা ও দুই বার পোস্ট
হয়ে যায়।স্বস্তি পেলাম যে কেউ না কেউ আমার দলেও আছে। লেখা টার জন্য
লেখককে অনেক ধন্যবাদ।
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দুই বার হয়ে গিয়েছিল ম্যাডাম।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৩| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:১৩
ছাকিব নাজমুছ বলেছেন: নতুন তথ্য জানলাম । ধন্যবাদ আপনাকে ।
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৩৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ০২ রা জুন, ২০২২ বিকাল ৩:৩৬
বিটপি বলেছেন: বাংলাদেশে এই জিনিস কোথায় কিনতে পাওয়া যায়? আমার চিমটাটা ভেঙে গেছে - ভাবছি এর এক জোড়া কিনব।
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হা হা হা ভাইজান বাংলাদেশে কেউ এগুলো কিনবেনা।
৫| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:০১
রাজীব নুর বলেছেন: এই পোকা দিয়ে মানুষের কি কি উপকার হয়?
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুদায় কোনো কাম হয়না।
৬| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:০২
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: এ মা!!! আমি তো ভেবেছিনু এ হইচ্চে গোবরে-পোকা!!! এ হরিণ পোকার দাম এত কেন? এর উপকারিতা বা ইউটিলিটি কী?
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৩৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: টাকা বেশি থাকলে যে পাগলাটে শখ জাগে এটা তারই বহিপ্রকাশ।
৭| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:১৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: এই পোকা দিয়া মানুষ কিতা করে
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৪০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুদায় কোন কাম নেই আপা।
৮| ০২ রা জুন, ২০২২ বিকাল ৪:২৯
মোহাম্মদ গোফরান বলেছেন: এই পোকা সম্পর্কে বিস্তারিত জানানোর জন্য আপনাকে ধন্যবাদ।
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৪৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৯| ০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৪১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ওনাগো টাকা বেশি তাই আজগুবি শখ জাগে।
০২ রা জুন, ২০২২ বিকাল ৫:৪৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: টাকা বেশি থাকলে যে পাগলাটে শখ জাগে।
১০| ০২ রা জুন, ২০২২ রাত ৯:২০
মরুভূমির জলদস্যু বলেছেন: এতো দাম কেনো তার কোনো তথ্যতো দিলেন না!!
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:৩৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোরবানীর হাটে সবচেয়ে বড় গরুটির দাম যেমন ৩ / ৪ লাখের পারিবর্তে ১৪/১৫ লাখ হয়ে যায়; দাম বাড়ার কারণ একটাই তাহলো তার ক্রেজিভাব সবাইকে জানান দেওয়া ঠিক তেমনি হয়তো একটা ক্রেজিভাব কাজ করে।
১১| ০৩ রা জুন, ২০২২ দুপুর ১:২৪
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: হুদায় কোনো কাম হয়না।
এসব হলো ধনীদের দেশের মানুষদের বিলাসিতা। আমরা গরীব দেশের মানুষ আমাদের বিলাসিতা মানায় না ।
০৫ ই জুন, ২০২২ সকাল ১১:৩৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমাদের দেশের কাহিনী নয়। এগুলো আমাদের দেশে মানাবেও না।
১২| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৪৭
জুল ভার্ন বলেছেন: মাই গড! কি ভয়ংকর দর্শন পোকা- ছবি দেখলেই আত্মারাম খাচা ছেড়ে পালায়।
১২ ই জুন, ২০২২ সকাল ১০:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি ভয় পেয়েছেন?
১৩| ১০ ই জুন, ২০২২ রাত ১১:২০
যরীন অদিতি বলেছেন: মানুষের উল্টাপাল্টা খরচের মতো কতো টাকা! কোন কাজে লাগে না এমন একটা পোকার পেছনে এতো টাকা খরচ করে গর্ব কেনে! আহা, যাদের ফাও টাকা আছে, তাদের গর্বের কতো অভাব। অথচ, আমাদের দেশে কত মানুষ আছে, যাদের ব্যাংক ভর্তি গর্ব- কোন টাকা নাই!
১২ ই জুন, ২০২২ সকাল ১০:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: চমৎকার মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ০২ রা জুন, ২০২২ দুপুর ২:৫১
খাঁজা বাবা বলেছেন: লেখাটি কি দুবার পোষ্ট হয়েছে?