নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
পরিচিতি :
জাম এর ইংরেজি নাম Java plum, Malabar plum এবং বৈজ্ঞানিক নাম Syzygium cumini যা Myrtaceae পরিবারভুক্ত একটি ফল। এই জামকে বিভিন্ন দেশে বিভিন্ন নামে ডাকা হয়। সাধারণত জাম খাদ্য হিসেবে ব্যবহার হয়। জাম হালকা টক ও মিষ্টি হয়ে থাকে। এছাড়াও জাম কবিরাজী এবং ইউনানী চিকিৎসাতেও ব্যবহৃত হয় ভারত উপমহাদেশ, চীন ও ইন্দোনেশিয়াতে। জামগাছ সাধারণত ৩০ মিটাার বা ৯৮ ফুট লম্বা হয়ে থাকে। জামের উৎপত্তিস্থল ভারতীয় উপমহাদেশ এছাড়াও দক্ষিন এশিয়া মিয়ানমার শ্রীলংকা ও আন্দামান দীপপুঞ্জে প্রচুর পরিমানে জাম উৎপন্ন হয়। এপ্রিল মাসে জামগাছে ফুল ধরে আর মে-জুন মাসে জাম পরিপক্ব হতে শুরু করে এবং খাওয়ার জন্য উপযুক্ত হয়।
জামের পুষ্টি উপাদানসমূহ :
আকারে ছোট হলেও জাম পুষ্টিমানে পরিপূর্ণ। প্রতি ১০০ গ্রাম জামে পুষ্টিমান হলো - শক্তি ৬০ কিলোক্যালরী, শর্করা ১৫.৫৬ গ্রাম, স্নেহ পদার্থ ০.২৩ গ্রাম, প্রোটিন ০.৭২ গ্রাম, ভিটামিন এ ৩ IU, থায়ামিন (বি১) ০.০০৬ মিগ্রা, রিবোফ্লাভিন (বি২) ০.০১২ মিগ্রা, নায়াসিন (বি৩) ০.২৬০ মিগ্রা, প্যানটোথেনিক অ্যাসিড (বি৫) ০.১৬০ মিগ্রা, ভিটামিন বি৬ ০.০৩৮ মিগ্রা, ভিটামিন সি ১৪.৩ মিগ্রা, ক্যালসিয়াম ১৯ মিগ্রা, লৌহ ০.১৯ মিগ্রা, ম্যাগনেসিয়াম ১৫ মিগ্রা, ফসফরাস ১৭ মিগ্রা, পটাসিয়াম ৭৯ মিগ্রা, সোডিয়াম ১৪ মিগ্রা এবং পানি ৮৩.১৩ গ্রাম।
সুস্বাস্থ্য গঠনে পুষিট উপদানসমূহের অবদান :
১) হৃদযন্ত্রের সুরক্ষায় - জামে উপস্থিত পটাসিয়াম এবং ফসফরাসজাতীয় প্রয়োজনীয় খনিজ উপাদানসমূহ ধমনীগুলোকে শক্ত হতে দেয় না ফলে হৃদযন্ত্র ভালো থাকে। ২) রক্ত পরিশোধনে - জামে আয়রন এবং ভিটামিন সি থাকে যা রক্ত পরিশোধন করতে সহায়তা করে। ৩) শরীর ঠান্ডা রাখতে - জামে ফসফরাস এবং আয়োডিন আছে যা গরমে শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে। ৪) রোগ প্রতিরোধে - জামে ভিটামিন বি-১, বি-২, বি-৩ এবং বি-৬, ভিটামিন সি এবং এন্টি-অক্সিডেন্ট আছে যা ফ্রি রেডিক্যালের আক্রমণ থেকে শরীরকে রক্ষা করে।৫) হাড় শক্তিশালী করতে - জামে আছে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং পটাসিয়াম আছে যা হাড় এবং দাঁত মজবুত করতে সাহায্য করে। ৬) ক্যান্সার প্রতিরোধে - জামে থাকা পলিফেনলের কারণে এটি অ্যান্টি-কার্সিনোজেনিক বৈশিষ্ট্যযুক্ত যা ক্যান্সার সারাতেও ভুমিকা রাখে। ৭) সংক্রমণ রোধে - জামে অ্যান্টি-ব্যাকটেরিয়াল, অ্যান্টি-ইনফেকটিভ এবং অ্যান্টি-ম্যালেরিয়া বৈশিষ্ট্য যা বিভিন্ন ধরনের সংক্রমণ রোধে কাজ করে। ৮) হজমক্ষমতা বাড়াতে - জামে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার আছে, যা লিভারকে সক্রিয় করে এবং হজমক্ষমতা বাড়ায় এবং কোষ্ঠ কাঠিন্যের মতো সমস্যাও দূর করে। ৯) ব্রণ দূর করণে - জামে বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে যা ব্ল্যাকহেডস, পিম্পলস এবং ব্রণসহ ত্বকের যাবতীয় সমস্যা সমাধানে কার্যকর ভুমিকা রাখে।
তথ্যসূত্র : অন্তর্জাল/উইকিপিডিয়া।
০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন এই মধুমাসে সব ফল একসাথে পেকেছে; কোন ছেড়ে কোনটা খাবে মানুষ?
২| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫৫
জুল ভার্ন বলেছেন: জামের যা দাম- তাতে সবার পক্ষে এই পুষ্টিগুণের ফল খাওয়া চাট্টিখানি কথা নয়!
০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা গ্রামে ছোট বেলায় নিজের বাড়িতে এবং এর ওর বাড়িতে জাম খেয়েছি কেউ কিছু বলেনি এখন মানুষ নিজে খায় এবং বিক্রি করে।
৩| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: এবছর প্রায় ১২০ বাড়িতে জাম পাঠিয়েছি, আমার গাছের জাম।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: খুব ভালো কাজ করেছেন; এখন মানুষ কেমন যেন আত্নকেন্দ্রিক হয়ে গেছে! এই গাছ কি উত্তরা নাকি ক্রয়করা যায়গাতে?
৪| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১১
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: আমরাও ছোটে বেলায় গ্রামে যাদের জামগাছ ছিল সবার বাড়িতে এমনিই জাম খেয়েছি কিন্তু এখন আর সেই সময় নেই, কিনে খেতে হয়।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এখন গ্রামেও ফ্রি বলে কোন কথা নেই যাদের গাছ আছে তারা নিজেরা খায় এবং বিক্রি করে।
৫| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: আমার পৈত্রিক বাড়িতে, ঢাকার উত্তর বাড্ডায়।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৩:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সরি উত্তর বাড্ডা না বলে উত্তরা বলেছি। আপনার মহৎ উদ্যোগকে স্বাগত জানাই।
৬| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:২২
সোনাগাজী বলেছেন:
এই বছর জামের কেজি'র দাম কত ছিলো?
০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঢাকা শহরে স্থান ভেদে ১৮০ থেকে ২৫০ টাকা কেজি।
৭| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৩৩
রাজীব নুর বলেছেন: আজ এক কেজি কিনেছি ২২০ টাকা দিয়ে।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দাম প্রায় ঐ রকমই।
৮| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৬
অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: গাছে উঠে জাম খাওয়ার মজাই আলাদা। এখনকার বাচ্চারা এই মজা পায়না।
০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:০৯
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরাও গাছে উঠে জাম খেয়েছি।
৯| ০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:২৯
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমার প্রিয় ফল
০৫ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমারও বেশ পছন্দ। মন্তব্যের জন্য ধন্যবাদ।
১০| ০৫ ই জুন, ২০২২ রাত ৯:৩২
মোহাম্মদ গোফরান বলেছেন: জাম সম্পর্কে বিস্তারিত জেনে ভাল লাগলো।
০৬ ই জুন, ২০২২ সকাল ১০:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
১১| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৩০
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সেই রঙিন মুখের দিন গুলো আর নেই !
০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছেন।
©somewhere in net ltd.
১| ০৫ ই জুন, ২০২২ দুপুর ২:৫৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: জামও প্রিয় ফল
মধুমাসে সব একসাথে পেকে যায় আজিব