নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশে ভয়াবহ অগ্নিকাণ্ড ও ভবন ধসের কিছু ঘটনা।

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:১০

নিমতলী বিস্ফোরণ, ২০১০
২০১০ সালের ৩রা জুন ঢাকার নিমতলীতে অগ্নিকাণ্ডে প্রাণ হারান ১২৪ জন মানুষ৷ একটি বৈদ্যুতিক ট্রান্সফর্মারের বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়েছিল আশেপাশের ভবনে৷ নিমেষে পুড়ে ছাই হয়ে যায় বেশ কয়েকটি বহুতল ভবন৷

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন, ২০১২
এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ২০১২ সালের ২৪ নভেম্বর৷ আশুলিয়ার তাজরিন ফ্যাশন ফ্যাক্টরির ৯ তলা ভবনে আগুন লেগে প্রাণ হারান ১১২ জন শ্রমিক৷ তদন্তে জানা যায়, ঐ কারখানায় আগুন দেয়া হয়েছিল এবং কর্তৃপক্ষ ফ্যাক্টরির সব দরজা বন্ধ করে দিয়েছিল, যাতে শ্রমিকরা বের হতে না পারে৷
রানা প্লাজা ধস, ২০১৩
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে পোশাক কারখানা রানা প্লাজার ৯ তলা ভবনটি বিধ্বস্ত হয়৷ বিশ্বের ভয়াবহ শিল্পকারখানা দুর্ঘটনার একটি এটি৷ এই ঘটনায় প্রাণ হারান ১১শ’রও বেশি মানুষ৷ আহত হন অন্তত ২ হাজার৷
টঙ্গীতে কারখানায় আগুন, ২০১৬
ঢাকার উত্তরে টঙ্গীতে একটি সিগারেট তৈরির কারখানায় বয়লার বিস্ফোরণে অগ্নিকাণ্ডের ঘটনায় ২০১৬ সালের ১০ সেপ্টেম্বর প্রাণ হারান ৩১ জন৷ ঐ ভবনের নীচে ছিল রাসায়নিক গুদাম৷ ফলে দ্রুতই ছড়িয়ে পড়েছিল আগুন৷
গাজীপুরে কারখানা ধস, ২০১৭
গাজীপুরে একটি পোশাক কারখানার পেছনে বয়লার বিস্ফোরণে ১৩ জন মানুষ প্রাণ হারান, ২০১৭ সালের ৪ জুলাই৷ ভাগ্য ভালো যে, সে সময় ঈদের ছুটি থাকায় অনেক শ্রমিক কারখানায় ছিলেন না৷


চকবাজার ট্র্যাজেডি,২০১৯
২০ ফেব্রুয়ারি ২০১৯৷ সারাদেশের মানুষ যখন একুশের ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে জেগে উঠেছিলেন, ঠিক সে সময় পুরান ঢাকার চকবাজারে আগুন লাগার ঘটনা ঘটে৷ ভয়াবহ এই অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা দুই অংক ছাড়িয়ে যেতে পারে৷




সীতাকুন্ড বিএম কনটেইনার ডিপো ট্র্যাজেডি, ২০২২
চট্রগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপোতে বিস্ফোরণে ৪৩ জন প্রাণ হারান. ২০২২ সালেন ৪ জুন। ডিপোতে অনুমোদন বিহীন রাসায়নিক রাখা ছিল।







তথ্যসূত্র : এখানে।

মন্তব্য ৩৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩৩) মন্তব্য লিখুন

১| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:১৩

জুল ভার্ন বলেছেন: আগুণ পিডিয়া!

০৮ ই জুন, ২০২২ সকাল ১০:১৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষ পুড়ে অঙ্গার হয়ে যায় তার না হয় কোন বিচার না হয় কোন প্রতিকার।

২| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:৩০

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ব্যাংকে দেউলিয়া করে তথাকথিত শিল্পপতিদের বিষয়ে কঠোর ব্যবস্থা নিতে হবে যাবে তারা ইচ্ছামাফিক শ্রমিক হয়রানি করতে না পারে এবং শ্রমিকে ক্ষয়ক্ষতি হলে যথাযথ ক্ষতিপূরণ এবং বীমার ব্যবস্থা করতে হবে।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:১৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শ্রমিকে রক্ত চুষছে, ব্যাংক লুটে নিচ্ছে এবং বিদেশে পাচার করছে।

৩| ০৮ ই জুন, ২০২২ সকাল ১০:৫৯

শূন্য সারমর্ম বলেছেন:

২০১০-২০২২ এ সকল ঘটনার মধ্যে রানা প্লাজা নিয়ে"বিশ্ব কথা বলেছিলো,বাঙালীরা আজ মনে রেখেছে,আগামীকাল ভূলে গিয়েছে।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ রানা প্লাজার ঘটনাটি বেশি আলোচিত হয়েছিল দেশে এবং বিদেশে।

৪| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:০১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: কোন প্রতিকার নেই প্রতিরোধ নেই আছে উন্নয়নের নামে কোটি কোটি টাকার লুটপাট , তাই তো অবস্থার কোন পরিবর্তন হচ্ছে না ।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যখন কোন ঘটনা ঘটে তখন সবাই নড়েচড়ে বসে কিছুদিন পর সবকিছুই আবার আগের অবস্থায় চলতে থাকে।

৫| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:১৮

ঢাবিয়ান বলেছেন: কেমিকেল সংরক্ষনের কোন ব্যবস্থাপনাই বাংলাদেশে নেই।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ব্যবস্থাপনার সংগে যারা সংশ্লিষ্ট তারা পয়সা খান শুয়ে বসে থাকেন আরাম করেন।

৬| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: এর কোনো প্রতিকারই দেখছি না। ভবিষ্যতেও আমাদের ভুগতে হবে।

০৮ ই জুন, ২০২২ সকাল ১১:২৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কোন প্রতিকার নেই। যখন কোন ঘটনা ঘটে তখন সবাই নড়েচড়ে বসে কিছুদিন পর সবকিছুই আবার আগের অবস্থায় চলতে থাকে।

৭| ০৮ ই জুন, ২০২২ সকাল ১১:৪৭

আলমগীর সরকার লিটন বলেছেন: এত আগুন আমরা কথায় গিয়ে আছি ভাবতে ঘুম হারাম হবে
আল্লাহ আমাদের কে মাপকরুণ আমিন--------------

০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি চিন্তা করতে পারেন আগুনের মধ্যে পরে পুড়ে মারা যাওয়া কত ভয়ানক ব্যপার!? ভাবতেই গা হিম হয়ে আসে।

৮| ০৮ ই জুন, ২০২২ দুপুর ১২:৫৯

মরুভূমির জলদস্যু বলেছেন: জীকন নিয়ে অবহেলা আমাদের মতো আরো কোনো দেশ হয়তো করে না!!

০৮ ই জুন, ২০২২ দুপুর ১:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: জীবনের যেন কোন মূল্যই নেই; পুড়ে মরছে, ডুবে মরছে, পুলিশের গুলিতে মরছে। আগে শুনতাম ম্যাজিট্রেট ছাড়া সাধারণ পুলিশ গুলি করতে পারেনা কতটা সত্য জানিনা তবে এখন পুশিই ইচ্ছা করলেই গুলি করে মানুষ মারে।

৯| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:০০

রাজীব নুর বলেছেন: ভালো একটি পোষ্ট দিয়েছেন।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

১০| ০৮ ই জুন, ২০২২ দুপুর ২:৩৫

মোঃ মাইদুল সরকার বলেছেন:
কি ভয়াবহ। সচেতনতা ও দায়বদ্ধতার অভাব।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:০২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এতোগুলো ঘটনা তারপর আমরা এর প্রতিকার করিনি বা করতে পারিনি।

১১| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৩৬

মোহাম্মদ গোফরান বলেছেন: আগুনে ঝলসানো মানুষ গুলোকে নিয়ে চমেকে রাজনীতি শুরু গয়ে গেসে। আগুন বন্ধ করার কেউ নেই। এদেশে সবাই আগুনে ঘি ডালে।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: একদম ঠিক বলেছে সবাই ধান্ধায় আছে আগুনে ঘি ঢেলে আখের গোছাতে চাই।

১২| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন: অহেতুক জুনায়েদ কে ছাত্রলীগ পেটাল। এক ছাত্রলীগের ছোট ভাইরে জিগাইলাম এরে মারলি কেন? হে উত্তর দিসে কেন মারছি আমি নিজেই জানিনা।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমরা হুজুকে বাংগালী। ওরা কেউই হয়তো জানেনা কেন মেরেছে!!

১৩| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৩:৫৭

মোহাম্মদ গোফরান বলেছেন: সীতাকুণ্ডতে স্মার্ট গ্রুপের আরেকটা আছে। ওটা ভাস্ট হলে অন্তত ১০০০ মারা যাবে আমার ধারণা। আল্লাহর দয়া না থাকলে আমরা মরে ভুত হয়ে যেতাম এতোদিন।

০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:০৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনার বাসা/বাড়ি কি ওটার কাছাকাছি?

১৪| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৪:৫৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: এগুলো সুরাহা হয়তো কোন দিনই হবেনা। পক্ষান্তরে এদের নিয়ে রাজনীতি হবে।

০৮ ই জুন, ২০২২ রাত ৮:১০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হ্যাঁ তা ঠিকই বলেছেন।

১৫| ০৮ ই জুন, ২০২২ বিকাল ৫:৩১

অরণি বলেছেন: দেখতে দেখতে এমন অবস্থা যে, এগুলো দেখে আর মন কাঁদেনা। :(

০৮ ই জুন, ২০২২ রাত ৮:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই এগুলো দেখে আর মন কাঁদেনা।

১৬| ০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:২৪

তারেক ফাহিম বলেছেন: আমরা অমাাদের দায়বদ্ধতায় উদাসিনতার পরিচয় বার বার দিচ্ছি।

০৯ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ১০০% সত্য কথা। মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.