নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

লিচুর পুষ্টিগুন।

১৩ ই জুন, ২০২২ সকাল ১১:৫৯


পরিচিতি :
লিচুর ইংরেজি নাম Litchi বা Lychee এবং বৈজ্ঞানিক নাম Litchi chinensis যা Sapindaceae পরিবারভুক্ত একটি ফল। লিচুর বহিরাবরণ অমসৃণ ও লালচে গোলাপি বর্ণের হয়। আবরণের ভিতরে সুমিষ্ট রসালো শাঁস থাকে। এই রসালো শাঁস সাধারণত খাদ্য হিসেবে ব্যবহৃত হয়।একটি লিচু গাছ ১৫ মিটার থেকে ২৮ মিটার অর্থাৎ ৪৯ ফুট থেকে ৯২ ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। লিচু দক্ষিণ-পূর্ব চীনের কুয়াংতুং এবং ফুচিয়েন প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের স্থানীয় উদ্ভিদ এছাড়াও লিচু ভারতীয় উপমহাদেশ, মাদাগাস্কার এবং দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, ভিয়েতনাম এবং দক্ষিণপূর্ব এশিয়ার অন্যান্য ক্রান্তীয় অঞ্চলে ভালো জন্মে।


লিচুর পুষ্টি উপদানসমূহ :
লিচু পুষ্টি উপদানে ভরপুর। প্রতি ১০০ গ্রাম লিচুতে শক্তি ৬৬ কিলোক্যালরী, শর্করা ১৬.৫৩ গ্রাম, চিনি ১৫.২৩ গ্রাম, খাদ্য আঁশ ১.৩ গ্রাম, ফ্যাট ০.৪৪ গ্রাম, প্রোটিন ০.৮৩ গ্রাম, থায়ামিন (বি১) ০.০১১ মিগ্রা, রিবোফ্লাভিন (বি২) ০.০৬৫ মিগ্রা, নায়াসিন (বি৩) ০.৬০৩ মিগ্রা, ভিটামিন বি৬ ০.১ মিগ্রা, ফোলেট (বি৯) ১৪ μg, ভিটামিন সি ৭১.৫ মিগ্রা, ক্যালসিয়াম ৫ মিগ্রা, লৌহ ০.১৩ মিগ্রা, ম্যাগনেসিয়াম ১০ মিগ্রা, ম্যাঙ্গানিজ ০.০৫৫ মিগ্রা, ফসফরাস ৩১ মিগ্রা, পটাসিয়াম ১৭১ মিগ্রা, সোডিয়াম ১ মিগ্রা, জিংক ০.০৭ মিগ্রা এবং পানি ৮১.৮ গ্রাম।

সুস্বাস্থ্য গঠনে পুষ্টি উপাদানসমূহের অবদান :
১) লিচুতে আছে ক্যানসার প্রতিরোধক্ষমতা। লিচু ক্যানসার কোষ বিভাজনকে বাধা দেয়। ২) উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে লিচুতে থাকা উপাদানগুলো। লিচু খেলে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) এবং হৃদ্রোগের ঝুঁকি কমে। ৩) লিচু ত্বক ভালো রাখে। ব্রণ হতে বাধা দেয়। সেই সঙ্গে ত্বকের কালো দাগ দূর করারÿক্ষমতা আছে লিচুর। ৪) শরীরের তারুণ্য ধরে রাখাতে সক্ষম। ৫) লিচু হজমশক্তি বাড়ায়। সেই সঙ্গে ক্ষুধাবর্ধক হিসেবেও কাজ করে। ৬) লিচুতে থাকা ভিটামিন সি, নিয়াসিন, থায়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দিঘল কালো করে তোলে। ৭) লিচুতে থাকা ভিটামিন সি, নিয়াসিন, থায়ামিন চুলের সৌন্দর্য বাড়িয়ে চুলকে দিঘল কালো করে তোলে। ৮) লিচুতে ক্যালরি বেশি থাকায় শরীরের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয় বহুগুণে। ৯) মুখের স্বাস্থ্য এবং দাঁত ভালো রাখতে লিচুর আছে উল্লেখযোগ্য ভূমিকা। ১০) লিচুর ভিটামিন ‘এ’ রাতকানাসহ চোখের নানা রোগের প্রতিষেধকও হিসেবে কাজ করে।

পার্শ্বপ্রতিক্রিয়াগুলো :
১) মাত্রাতিরিক্ত লিচু খেলে রক্তচাপ অস্বাভাবিকভাবে কমে যেতে পারে। ২) লিচু ওজন বৃদ্ধি করে। ৩) লিচুতে প্রোটিন, ক্যালসিয়াম, জরুরি ফ্যাটি এসিড নেই। ফলে বেশি পরিমাণে লিচু খেলে তা শরীরের স্বাভাবিক ব্যালেন্স নষ্ট করে। ৪) খালি পেটে লিচু খেলে শরীরে বিষক্রিয়া হতে পারে।



তথ্যসূত্র : অর্ন্তজাল/উইকিপিডিয়া।

মন্তব্য ৩৪ টি রেটিং +৮/-০

মন্তব্য (৩৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:০৯

আলমগীর সরকার লিটন বলেছেন: পার্শ্বপ্রতিক্রিয়া কিন্তু মারাক্ত

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বেশি কোন কিছুই ভালোনা।

২| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৫

মরুভূমির জলদস্যু বলেছেন: লিচুর বেলায় স্বাদটাই বড় কথা আমার কাছে। পুষ্টিগুন বোনাস।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:১৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন। বিচি ছোট যেটার সেটাই সবচেয়ে মজা লাগে।

৩| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩০

অপু তানভীর বলেছেন: লিচুতে যদি পুস্টিগুন শূন্যও হত তবুও লিচু খেতাম । এর স্বাদের সাথে আসলে অন্য কিছুর তুলনা হয় না একদম !
লিচু মানে লিচু ! :D

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সেটাই। ভালো লাগলে পুষ্টি থাক আর না সেটা কোন ব্যাপার না।

৪| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৩

শূন্য সারমর্ম বলেছেন:


লিচু অনেকটা মুড়ির মত,খাওয়া শুরু করলে খেতেই ইচ্ছা করে।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই আমিও খেতে ধরলে অনেকগুলো খেয়েফেলি।

৫| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: লিচু আমি খাই না। ভালো লাগে না।
আমার পছন্দ আম। হিমসাগর আম।

১৩ ই জুন, ২০২২ দুপুর ১:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হিমসাগর আম আপনার খুব প্রিয় তাই না?

৬| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:১৬

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বাচ্চারা সবচেয়ে বেশি লিচু পছন্দ করে। আমিও করি।

১৩ ই জুন, ২০২২ দুপুর ২:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: শুধু কি বাচ্চারা পছন্দ করে? বুড়ারাও কম না। B-)

৭| ১৩ ই জুন, ২০২২ দুপুর ১:১৭

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: লিচু আমার পছন্দ; খেতে ধরলে আর থামার কথা মনে থাকেনা।

১৩ ই জুন, ২০২২ দুপুর ২:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রায় সবারই একই অবস্থা।

৮| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪২

অনন্য দায়িত্বশীল বলেছেন: এগুলো পোষ্ট কেউ পড়ে?

১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যার ইচ্ছা সে পড়বে ইচ্ছা নাহলে পড়বেনা।

৯| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৪৮

অনন্য দায়িত্বশীল বলেছেন: এভ্রিলের ছবি দেন; তরতাজা কথা লেখেন সবাই পড়বে।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:০০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: এভ্রিল কে?

১০| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৩:৫০

অনন্য দায়িত্বশীল বলেছেন: গোফরান দাদা এভ্রিলের ছবি দিছে; নৈতিকতা নিয়ে লিখছে। কত সুন্দর লেখা। /:)

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:০১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অর্থহীন কথা বলার চেয়ে না বলাই ভালো।

১১| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:০৪

অনন্য দায়িত্বশীল বলেছেন: আমার কথা অর্থহীন নয়, আপনি ধরতেই পারেননি।

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আহা............

১২| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:০৮

বিটপি বলেছেন: ক্যান্সার প্রতিরোধকারী যত উপাদান কেবল জাম এবং লিচুতে আছে। ফ্যাক্ট হল - এই দুটি ফল বারো মাসের মধ্যে মাত্র এক মাস এভেইল্যাবল। অন্য কিছু কি আছে, যা ক্যান্সার প্রতিরোধ করে এবং সারা বছর পাওয়া যায়?

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার চেষ্টা থাকবে এমন ফল নিয়ে লিখার।

১৩| ১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৫

জুল ভার্ন বলেছেন: লিচু নিয়ে চমৎকার লিখেছেন।
মৌসুমি ফলের মধ্যে সব চাইতে কম সময়ের জন্য লিচু উল্লেখযোগ্য। স্বাদ নিতে নিতে লিচু শেষ। লিচু আমার অন্যতম প্রিয় ফল। তবে কখনও পুষ্টি গুণের বিচার করে খাইনা, মজা লাগে তাই উদরপূর্তি করে খাই। +

১৩ ই জুন, ২০২২ বিকাল ৪:২৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিকই বলেছেন স্বাদ নিতে নিতেই শেষ হয়ে যায়।

১৪| ১৩ ই জুন, ২০২২ সন্ধ্যা ৬:৫৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনন্য দায়িত্বশীলের উদ্দেশ্য কি!
এভ্রিলের পিছে পড়ছে কেনো?
তার দায়িত্বশীলতার প্রমাণ কি
এভ্রিল!

১৩ ই জুন, ২০২২ রাত ৮:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: চিলে কান নিয়ে গেছে এই আর কি?

১৫| ১৩ ই জুন, ২০২২ রাত ১০:৫৬

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
রাজশাহীর বোম্বাই লিচু
আমার খুব পছন্দের ফল।
কিন্তু দাম নাগালের বাইরে!

১৪ ই জুন, ২০২২ সকাল ৯:১২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচি ছোট তাই না?

১৬| ১৪ ই জুন, ২০২২ সকাল ১০:০৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আমার ছোট ছেলে ফলের মধ্যে এই লিচুই বেশী পছন্দ করে।

১৪ ই জুন, ২০২২ সকাল ১১:৩৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাচ্চারা ফলের মধ্যে লিচুই বেশি বছন্দ করে।

১৭| ১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:২২

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
লেখক বলেছেন: বিচি ছোট তাই না?

হুম, অনেক মিষ্টি আর রসালো।
মুখে দিলে আবেশে চোখ বন্ধ
হয়ে আসে।

১৪ ই জুন, ২০২২ দুপুর ১২:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বিচি ছোট সেই কারণেই রসালো মিষ্টি মাংসের পরিমান বেশি তাই মজাও বেশি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.