নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

চরমপন্থা বিকাশের মূলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী কে?

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৩৬


১৮৪৬-১৮৪৮ সালে তৎকালীন প্রেসিডেন্ট জেমস কে পোলকের নেতৃত্বে যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধে লিপ্ত হয়। তারপর ১৮৯৮ সালে স্পেনের সঙ্গে, ১৯১৪ সালে ইউরোপে যুদ্ধ শুরু হলে যুক্তরাষ্ট্র ১৯১৭ সালের ২ এপ্রিল জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যা ১ম বিশ্বযুদ্ধে নামে পরিচিত, ২য় বিশ্বযুদ্ধে ১৯৪১ সালের ৭ ডিসেম্বর পার্ল হারবারে জাপানিদের বিরুদ্ধে পারমানবিক বোমা বর্ষণের মাধ্যমে মিত্রজোটে যোগ দেয় যুক্তরাষ্ট্র যা ইতিহাসে প্রথম পারমানবিক বোমার ব্যবহার, মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুমানের নেতৃত্বে ১৯৫০ সালে কোরিয়ান যুদ্ধ, ১৯৫৫-১৯৭৫ সাল পর্যন্ত ভিয়েতনাম যুদ্ধ, ২০০১ সালের ১১ সেপ্টেম্বরে (যা ৯/১১ নামে পরিচিত) যুক্তরাস্ট্রে টুইন টাওয়ারে ভয়াবহ সন্ত্রাসী হামলার অজুহাতে আফগান যুদ্ধ এবং ২০০৩ সালের ইরাক যুদ্ধ সবই হয়েছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে।

সিনিয়র বুশ ও জুনিয়র বুশ। বাপ-বেটা মানুষ হত্যাকারী ও পৃথিবীকে জাহান্নাম বানানোর কারিগর। এরা দুই বাপ-বেটা দুনিয়াটাকে জাহান্নাম বানিয়েছে। স্কাড ক্ষেপনাস্ত্রের অজুহাতে সাদ্দামের ইরাককে ছিন্নভিন্ন করে অন্তত ১০০ বছর দেশটাকে পিছিয়ে দিয়েছে কিন্তু ক্ষেপনাস্ত্রে কনাও খুঁজে পায়নি মূল উদ্দেশ্য ছিল ইসরাইলের সুরক্ষা নিশ্চিত করা। তথাকথিত টুইন টাওয়ার হামলা এবং এর হামলাকারীকে আশ্রয় দেওয়ার অভিযোগে আফগানিস্থানকে তছনছ করে এর জনগনকে ভিক্ষুকে পরিনত করেছে এবং এর পরে তারই ধারাবাহিকতাই আমেরিকা লিবিয়াকে ধ্বংস করেছে এবং পরিশেষে সিরিয়া ও ইয়েমেন ধ্বংস করছে। বাপ-বেটার এই তান্ডবে আগে পৃথিবীর কোথাও কোন জঙ্গি জঙ্গি নাটক ছিলনা, ছিলনা তালেবান, আলকায়দা, আইএসআই। এখন পুরো পৃথিবীটা যেন এক রক্তাক্ত ভুখন্ড। হিংসাক্তক অবস্থা বিরাজ করছে সর্বত্র। তাহলে এই চরমপস্থা বিকাশের মূলে কে? এই চরমপন্থা বিকাশে আমেরিকা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে দায়ী।

সর্বশেষ যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের শিকারদের আত্মীয়দের ক্ষতিপূরণ দেওয়ার অজুহাতে প্রায় ৭শো কোটি ডলার আফগান অর্থ বাজেয়াপ্ত করেছে কিন্তু আমেরিকার আক্রমনে আফগানিস্তান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, লিবিয়া ও সোমালিয়ায় যে কয়েক কোটি জনগণ ভিক্ষুকে পরিনত হলো তার ক্ষতিপূরণ দেবে কে?

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৮

মরুভূমির জলদস্যু বলেছেন: বাপ-বেটার কান্ডে পিছনে ছিলো শুধুই নিজেদের দেশের স্বার্থ চিন্তা।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: তারা অবশ্য তাদের স্বার্থ দেখেছে এবং দেখেছে ইজরাইলের স্বার্থ।

২| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৯

সোনাগাজী বলেছেন:



আমেরিকা কোন মহাদেশে?

২৬ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভূগোল বই পড়তে হবে।

৩| ২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১০

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: লাদের টুইন টাওয়ারে হামলা করেছিল আর আমেরিকার সেনাবাহিনী তখন তার কিছুই ছিড়তে পারলোনা এটা বিশ্বাস করা যায়? লাদেনকে বলির পাঁঠা বানানো হয়েছে; তারা একটা অজুহাত দাড় করিয়েছিল আফগানে হামলা করার।

২৬ শে জুন, ২০২২ বিকাল ৫:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সে কথা সবাই বলে। পাকিস্তানে লাদেন কে ধরতে কত নাটক!!

৪| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৩০

মোহাম্মদ গোফরান বলেছেন: তথ্য যুক্ত হওয়াতে পোস্টটি ভালো মাণের হয়েসে।

২৬ শে জুন, ২০২২ রাত ৯:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

৫| ২৬ শে জুন, ২০২২ সন্ধ্যা ৭:৪৫

কামাল৮০ বলেছেন: একটা কথা বলা বাকি আছে।লাদেন ছিল সিআইএর দালাল।সব ইহুদি নাসারাদের ষড়যন্ত্র ।

২৬ শে জুন, ২০২২ রাত ৯:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

৬| ২৬ শে জুন, ২০২২ রাত ৮:২৯

রাজীব নুর বলেছেন: যুক্তরাষ্ট্র যত যুদ্ধ করেছে, ভালোর জন্যই করেছে।

২৬ শে জুন, ২০২২ রাত ৯:৪৯

সৈয়দ মশিউর রহমান বলেছেন: সবকিছুই কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

৭| ২৬ শে জুন, ২০২২ রাত ৯:৪২

এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীব নুর যে মন্তব্য করলেন, তাতে খোদ আমেরিকানরাই একমত হবে না। অবশ্য দিনে গোটা বিশেক ভাঁড়ীয় মন্তব্য না করলে ভদ্রলোকের দিনটিই মাটি।

২৬ শে জুন, ২০২২ রাত ৯:৫১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: যথার্থ বলেছেন। মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

৮| ২৬ শে জুন, ২০২২ রাত ৯:৫৯

অরণি বলেছেন: তথ্য সমৃদ্ধ পোষ্ট। আমেরিকা অনেকাংশে দায়ী।

২৭ শে জুন, ২০২২ সকাল ৮:৪২

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

৯| ২৬ শে জুন, ২০২২ রাত ১০:০৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সব যুদ্ধের সংগে আমেরিকার সংযোগ আছে।

২৭ শে জুন, ২০২২ সকাল ৮:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রত্যক্ষ বা পরোক্ষ যে কোন ভাবেই হোক আমেরিকা জড়িত থাকবেই।

১০| ২৭ শে জুন, ২০২২ রাত ৩:৫৫

জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু আমেরিকাকে এমন চরমপন্থী বানালো কে?

২৭ শে জুন, ২০২২ সকাল ৮:৪৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমেরিকা নিজ স্বার্থ উদ্ধারে চরমপন্থী হয়েছে।

১১| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৩

রাজীব নুর বলেছেন: সবকিছুই কারো পক্ষে যায় কারো বিপক্ষে যায়। মন্তব্যের জন্য ধন্যবাদ।
ভালো থাকুন অবিরত।

যদিও আমি কোনো দিনই যুদ্ধের পক্ষে নয়। দেখুন মধ্যপ্রাচ্যের দেশ গুলো ধর্মকে আকড়ে থেকে দিন দিন অধপতনে যাচ্ছে। এদের কে লাইনে আনতে পারে শুধু মাত্র আমেরিকা।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৪৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: মধ্যপ্রাচ্যের যুদ্ধটা ধর্মনিয়ে হয়নি। আবারো মন্তব্যের জন্য ধন্যবাদ।




ভালো থাকুন অবিরত।

১২| ২৭ শে জুন, ২০২২ দুপুর ১২:৪৪

রাজীব নুর বলেছেন: এস এম মামুন অর রশীদ বলেছেন: রাজীব নুর যে মন্তব্য করলেন, তাতে খোদ আমেরিকানরাই একমত হবে না। অবশ্য দিনে গোটা বিশেক ভাঁড়ীয় মন্তব্য না করলে ভদ্রলোকের দিনটিই মাটি।

ভালো থাকুন।

২৭ শে জুন, ২০২২ দুপুর ১:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: নানা মুনির নানা মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.