নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।
ছাত্রের হাতে শিক্ষকের মৃত্যু! তথাকথিত ছাত্র আশরাফুল ইসলাম জিতু সাভারের আশুলিয়ায় শিক্ষক উৎপল কুমার সরকারকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করেছে। ওদিকে ১৭ জুন নড়াইল সদরের মির্জাপুর ইউনাইটেড ডিগ্রি কলেজের এক ছাত্রের আপত্তিকর পোস্ট কেন্দ্র করে ধর্ম অবমাননার অভিযোগ তুলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বপন কুমার বিশ্বাসের গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করা হয়েছে। যদি শিক্ষক স্বপন কুমার বিশ্বাস ধর্ম অবমাননা করেই থাকে তোমরা বিচার চাও রাস্ট্রের কাছে। বিচার করার দায়িত্ব একমাত্র রাস্ট্রে অন্যকারো নহে, একথাটি জানতে হবে, মানতে হবে।
এইযে তথাকথিত বিচারকারীরা এবং হত্যকারী জিতুরা বেড়ে উঠছে পারিবারিক মূল্যবোধের অভাব ও নৈতিক অবক্ষয়ের মধ্যে, তারা জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং-এ। তাদেরকে সঠিকভাবে গড়ে তোলার যে ব্যর্থতা; এ লজ্জা কার?
১৩-১৪ শতকের কবি শাহ মুহাম্মদ সগীর তার বন্দনা কবিতায় বলেছেন----
ওস্তাদে প্রণাম করো পিতা হন্তে বাড়।
দোসর-জনম দিলা তিঁহ সে আন্ধার।।
আজ থেকে প্রায় ৯ শত বা সাড়ে ৯ শত বছর আগেও কবি তার কবিতায় শিক্ষককে অধিক সম্মান করতে বলেছেন কিন্তু এই আধুনিক এবং তথ্য ও তত্ত্ব সমৃদ্ধ যুগেও আমরা শিক্ষকে সম্মান করতে পারছিনা অথচ এই সময়ে শিক্ষকের অবস্থান হওয়ার কথা ছিল সবার ওপরে।
৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৫১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: বাচ্চারা পরিবার থেকে মূল্যবোধের শিক্ষা পাচ্ছেনা।
২| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৪১
সোনাগাজী বলেছেন:
পরিবারের কথা কেন এনেছেন, জিতুকে কি পরিবার মানুষ হত্যা করা শিখায়েছে? জিতুকে পরিবার স্কুলে দিয়েছে শিক্ষার জন্য, পরিবার তো সঠিক কাজ করেছে!
৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জিতুদেরকে পরিবার শিক্ষা দিতে পারেনি কেমন করে শিক্ষকের সম্মান করতে হয়, কেমন করে সিনিয়রদের সম্মান করতে হয়, কেমন করে ছোটদের ভালোবাসতে হয়। এগুলো তারা পায়নি পরিবার থেকে। তার শিক্ষাপ্রতিষ্ঠানে গেছে কিন্তু তার বাহিরে কোথায় গেছে সেটা পরিবার দেখেনি, ফলে তারা কিশোর গ্যাং-এ জড়িয়ে পরেছে।
৩| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৪৩
মোহাম্মদ গোফরান বলেছেন: দুঃখজনক !
৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৫৬
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আসলেই দুঃখজনক।
৪| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন, " জিতুদেরকে পরিবার শিক্ষা দিতে পারেনি কেমন করে শিক্ষকের সম্মান করতে হয়, কেমন করে সিনিয়রদের সম্মান করতে হয়, কেমন করে ছোটদের ভালোবাসতে হয়। এগুলো তারা পায়নি পরিবার থেকে। "
-আপনার পরিবার কি আপনাকে পিএইচডি ডিগ্রি দিয়ে, তারপর স্কুলে পাঠায়েছে? কি লিখছেন, তা ভেবে দেখিয়েন!
৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:১০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: একজন শিক্ষাগুরুকে যে মারা যায়না একটু শিখতে কি পিএইচডি ডিগ্রির প্রয়োজন?
৫| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:০৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: পারিবারিক শিক্ষা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষা সবই এখন হতাশায় ভরা; প্রকৃত শিক্ষা এখন কোথাও নেই।
৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:১১
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মানুষের সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠান হলো তার পরিবার।
৬| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৫
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: শিক্ষা শুরু হয় পরিবার থেকে। ইডিয়টিক পরিবার থেকে ইডিয়টরাই বেরিয়ে আসবে, প্রতিষ্ঠান তাদের ডিগ্রি দেয়া ছাড়া মানবিকতা, সৌজন্যবোধ, মূল্যবোধ এসব শেখাতে পারবে না। তাই এরা শিক্ষকদের পিটিয়ে মারে, জুতার মালা পরায়।
যদ্দূর জানা গেছে, এই ইডিয়টটা ছিল খুবই উচ্ছৃঙ্খল। সবার সাথেই দুর্ব্যবহার করতো। উৎপল কুমার ছিলেন কলেজের শৃঙ্খলা কমিটির সভাপতি। নানা মোটিভেশন ও কাউনসেলিং করতেন। কিন্তু কী কারণে তাকে পেটানো হয়েছিল, তার কোনো সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায় নি। শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগও ছিল না। এমন নিরীহ নির্দোষ একজন শিক্ষককে এভাবে পিটিয়ে মেরে ফেলার শাস্তি কী হতে পারে?
৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৪৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: আমার মতে এর সর্বোচ্চ শাস্তি হওয়া উচিত। চমৎকার মন্তব্যের জন্য ধন্যবাদ।
৭| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৪:৫৯
শূন্য সারমর্ম বলেছেন:
শিক্ষার মূল্য বাষ্পীভূত হয়ে যাচ্ছে, গোটা সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে যেকোনো সময়।
৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এটা রাজনীতির প্রভাবে হচ্ছে।
৮| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:০৩
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: একজন শিক্ষাগুরুকে যে মারা যায়না একটু শিখতে কি পিএইচডি ডিগ্রির প্রয়োজন?
-আপনার পরিবার কি সন্দেহ করেছিলেন যে, আপনি শিক্ষককে মারবেন? কি সব আবোল তাবোল বলেন?
৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:৩০
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কিশোর সন্তানের গতি প্রকৃতি মা-বাবা যদি না বুঝতে পারেন তাহলে তাদের মা-বাবা হওয়ার যোগ্যতাই নেই।
৯| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৪
সোনাগাজী বলেছেন:
লেখক বলেছেন: কিশোর সন্তানের গতি প্রকৃতি মা-বাবা যদি না বুঝতে পারেন তাহলে তাদের মা-বাবা হওয়ার যোগ্যতাই নেই।
যাদের বাবা প্রবাসে চাকুরী করে, টোকাইরা কি মানুষ মেরে বেড়াচ্ছে? কোথায় কি একটা শুনেছেন,উহা নিয়ে এখন ব্লগ ভরায়ে ফেলবেন।
৩০ শে জুন, ২০২২ বিকাল ৫:৩৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: নাহ ব্লগ ভরাবোনা। এবার অন্য পোস্ট দেব।
১০| ০১ লা জুলাই, ২০২২ রাত ১২:২৩
ইফতেখার ভূইয়া বলেছেন: বাংলাদেশে ১৮/১৯ কোটি মানুষ, এই রকম কুলাঙ্গার ২/১ টা কে প্রতিদিন ঝুলায়ে দিলেও সমস্যা নাই। আগেই বলেছি বাঙালী, মুখের কথা নয় লাঠি কে ভয় পায়।
০১ লা জুলাই, ২০২২ রাত ৯:২৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কুলাঙ্গারদের ঝুলিয়ে দেওয়াই উচিত।
১১| ০১ লা জুলাই, ২০২২ রাত ১:৪৫
রাজীব নুর বলেছেন: বিয়টা আগে খোলাসা হোক।
০১ লা জুলাই, ২০২২ রাত ৯:২৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: কেন আপনি জানেন না?
১২| ০১ লা জুলাই, ২০২২ রাত ২:১০
ভার্চুয়াল তাসনিম বলেছেন: ৬ নং মন্তব্যে সহমত।
০১ লা জুলাই, ২০২২ রাত ৯:২৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঠিক বলেছেন।
১৩| ০১ লা জুলাই, ২০২২ বিকাল ৩:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: শিক্ষকতা করতে গিয়ে বিব্রতকর পরিস্থিতিতে বহুবার পড়তে হয়েছে। এখনকার ছেলেমেয়েরা একটু বেশি গোঁয়ার।
০১ লা জুলাই, ২০২২ রাত ৯:২৮
সৈয়দ মশিউর রহমান বলেছেন: এই গোঁয়াররা রাজনৈতিক দলগুলোর লেজুড়বৃত্তি করে ফলে ধরাকে সড়া মনে করে।
১৪| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:১১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: শিক্ষকরা আগের মত সন্মান পাচ্ছেন না কেন। আগে শিক্ষকদের সন্মান করতো। সন্মান থেকেই ভয়।
২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:১৪
সৈয়দ মশিউর রহমান বলেছেন: সম্মান না পাবার মূলে শিক্ষকদেরও দোষ আছে।
১৫| ২১ শে জুলাই, ২০২২ সকাল ১০:২৮
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: লেখক বলেছেন: সম্মান না পাবার মূলে শিক্ষকদেরও দোষ আছে।
একমত।
২১ শে জুলাই, ২০২২ সকাল ১১:১৫
সৈয়দ মশিউর রহমান বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০২২ বিকাল ৩:৩২
মরুভূমির জলদস্যু বলেছেন: আমাদের সমাজ নিমজ্জিতো হচ্ছে বিচিত্র মূল্যবোধহীনতায়।