নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাস্তবতা নিয়ে কথা বলতে চাই।

সৈয়দ মশিউর রহমান

লিখতে চাই অন্যায়ের বিরুদ্ধে। রাজনীতি,সাংস্কৃতিক বা ধর্মের ব্যাপারে মতামতের ভিন্নতা থাকা সত্বেও মতামত প্রকাশের ক্ষেত্রে আক্রমনাত্বক বা উষ্কানীমূলক কিছু না লিখে সকলের সহনশীলতার পরিচয়ই লেখার উৎকর্ষ সাধনের একমাত্র হাতিয়ার। যদিও লেখার হাত পাকা না। বাংলা মাতৃভাষা হলেও বানানে হয় অনেক ভুল। তার পরেও চেষ্টা করছি কিছু লেখার। সত্য বলার মতো সাহসী লোকের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। এখন দেখি সবাই দু'ধারায় বিভক্ত হয়ে পড়েছে। কেউ আওয়ামী লীগ কেউবা বিএনপি। সঙ্গত কারণেই লেখা হয়ে উঠে আওয়ামী পন্থী অথবা বিএনপি পন্থী। পন্থী নিয়ে লিখতে লিখতে আমরা মূল স্রোতধারা থেকে ছিটকে পড়ছি। কি লিখছি বোঝাই দায়। মনে হয় কোন দলকে গালি দিচ্ছি।

সৈয়দ মশিউর রহমান › বিস্তারিত পোস্টঃ

ভারত ও পুলিশের শেলটার !

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৩৯


পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন নিখাঁদ সত্য কথা বলেছেন। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ক্ষমতায় থাকতেই হবে উনি সেই সত্যটিকে সামনে এনেছে যেটা এতদিন গোপনে চর্চা হতো। তবে কথায় বলেনা সত্য কথার ভাত নেই ব্যাপারটি ঠিক তেমনি। বেচারীকে বরবরই সাদামাটা মানুষ হিসেবে মনে হয়েছে পররাষ্ট্র মন্ত্রকের নেতৃত্ব দেওয়ার মতো বিচক্ষণ বলে মনে হয়নি কখনো। সেই বিচক্ষণতা নেই বলেই ওনার কথায় অনেক কিছুই সামনে এসেছে।

যেমন উনি বলেছেন, প্রতিবেশী দেশে কয়েকটি মসজিদ পোড়ানো হয়েছে। সেটি দেশে প্রচার করতে দেওয়া হয়নি (একদিক দিয়ে ভালো শান্তি বিনষ্টকারীরা অপকর্ম করার সুযোগ পায়না)। তার অর্থ কি দাড়ালো? সরকার যে মিডিয়াকে তাদের ইচ্ছে মতো নিয়ন্ত্রণ করছে এটা তার প্রকাশ্য স্বীকারোক্তি। তিনি আরো বলেছেন - কিছুদিন আগে একজন ভদ্রমহিলা (নূপুর শর্মা) একটি কথা বলেছিলেন, আমরা একটি কথাও বলিনি। বিভিন্ন দেশ কথা বলেছে, আমরা একটি কথাও বলিনি। এ ধরনের প্রটেকশনও আমরা আপনাদের দিয়ে যাচ্ছি। ভারতে বর্ডারে এক্সট্রা খরচ করতে হয় না। এ ছাড়া বাংলাদেশ থেকে বছরে ২৮ লাখ মানুষ ভারতে বেড়াতে যায়। কয়েক লাখ ভারতীয় বাংলাদেশে কাজ করে। বর্ডারে ভারতের সরকারকে অতিরিক্ত খরচের হাত থেকে বাংলাদেশ মুক্তি দিয়েছে। নাম মাত্র মূল্যে ট্রানজিট সুবিধা দেয়া হয়েছে। কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ পাচ্ছে কিছুদিন পরপর লাশ। বাংলাদেশে চাকুরী করে কয়েক লাখ ভারতীয়! এই কয়েক লাখ সংখ্যাটি আসলে কত? উইকিপিডিয়া তথ্যমতে ২০১৭ সালে ভারতে রেমিট্যান্স পাঠানোর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে চার নাম্বার। সে বছর বাংলাদেশ থেকে প্রাপ্ত ইন্ডিয়ার রেমিট্যান্স ছিলো ৪.৬১৩ বিলিয়ন ডলার। ব্লগার জুলভার্ন এর মন্তব্য থেকে নেয়া।"

ড. এ কে আব্দুল মোমেনের যেমন বলেছেন, শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে যা যা করা দরকার, তা করতে ভারত সরকারকে অনুরোধ করেছি। আওয়ামী লীগের হাড়ির খবর ফাঁস করে দেওয়াতে আওয়ামী লীগ এখন বেজায় চটেছে। কেউ বলছে উনি আওয়ামী লীগের কেউ না। কেউ বলছে এটা ওনার ব্যক্তিগত মতামত, কেউ বলছে তাকে কথা বলার দায়িত্ব দেওয়া হয়নি। কেউ বলছে ভারতকে অনুরোধ করার দায়িত্ব কাউকে দেওয়া হয়নি l কেউ বলছে তিনি দলের কেউ না l স্বভাবতই প্রশ্ন উঠে আসলে তিনি কার?

হঠাৎ করে সবাই যেন ফ্রুটিকা খেয়ে সত্য বলা শুরু করলো, ওদিকে আবার ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী বলেছেন, বরাবরই আমি দেখেছি, পুলিশের আওয়ামী লীগের প্রতি একটা দুর্বলতা আছে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে পুলিশের সম্পর্ক থাকলেও, আওয়ামী লীগের নেতাকর্মীদের শেল্টার দেওয়া কিংবা সহযোগিতা করার মানসিকতা ছিল বলে আমি দেখেছি।


প্রশ্ন হলো ক্ষমতায় টিকে থাকলে হলে কেন ভারতকে অনুরোধ করে হবে? আর পুলিশই বা কেন বিশেষ একটা রাজনৈতিক সংগঠনকে শেলটার দেবে? তাহলে কি আওয়ামীলীগের সংগে আমজনতার কোন সম্পৃক্ততা নেই ? ভারত ও পুলিশের শেলটার ছাড়া আওয়ামীলীগ কি ক্ষমতায় থাকতে পারবেনা? এমন বহু প্রশ্নই মনের কোনে উঁকি দেয় যার উত্তর জানা নেই। :(

মন্তব্য ৩০ টি রেটিং +৬/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৩:৫৭

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ আপনাকে সাম্প্রতিক বিষয়ের উপর যৌক্তিক পোস্টের জন্য। আসলে মোটা দাগে বলতে গেলে বলতে হয় জগতটা যেমন বিস্ময়কর। তেমনি সেই জগতের মানুষও বিস্ময়কর। তবে সান্ত্বনার কথা এই যে, জগতের কোনো কিছুই চিরস্থায়ী নয়; হোক তা সমাজতন্ত্র কিংবা পরিবারতন্ত্র, সুনীতি কিংবা দুর্নীতি। সকলই পরিবর্তনশীল। শুধু সময়ের অপেক্ষামাত্র।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: প্রথমেই ধন্যবাদ জানাই আপনার জমৎকার মন্তব্যের জন্য।





সকলই পরিবর্তনশীল। শুধু সময়ের অপেক্ষামাত্র।--দারুণ বলেছেন।

২| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০২

জুল ভার্ন বলেছেন: এই সরকারের সাথে জনগণের কোনো সম্পর্ক নাই। পুলিশ আমলা নির্ভর সরকার একমাত্র ইন্ডিয়া চাইলেই ক্ষমতায় থাকতে পারবে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:০৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভবিষ্যতে সুষ্ঠু ভোটের সম্ভাবনা খুবই কম। খায়রুল মিয়া সর্বনাশটা করেছেন।

৩| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:১৬

বিটপি বলেছেন: ইন্ডিয়া যারে চায়, জনগন তার কোন কাজে লাগে?

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৪:২১

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুম। মন্তব্যের জন্য ধন্যবাদ।

৪| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৫

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভোটের প্রয়োজনবোধ না করলে তাদের প্রয়োজন হবে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: হুম সেটা ঠিক কিন্তু তাদের-টা কে?

৫| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:১৮

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: ভারত ও পুলিশের শেলটার প্রয়োজন হবে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: পুলিশের প্রয়োজন তো অবশ্যই হবে তাছাড়া ভোটই হবেনা।

৬| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২১

শেরজা তপন বলেছেন: কোথায় কি বলতে হবে সেটা ভাল করে শিখিয়ে পড়িয়ে দেবার পরেও তিনি ভুল যায়গায় ভুল মন্ত্র পড়েছেন!
সম্ভবত উঁনাকে কালো বিড়াল তত্ত্বের জনক ও বাঘা সিদ্দিকীর ভাই-এর মত রাজনৈতিক বলিদান করা হচ্ছে।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: আপনি তো দারুণ কথা স্মরণ করিয়ে দিলেন। মনে হচ্ছে বেচারা বলিদান হয়ে যাচ্ছে। :(

৭| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:২৮

অরণি বলেছেন: ব্লগার শেরজা তপন বলেছেন, কোথায় কি বলতে হবে সেটা ভাল করে শিখিয়ে পড়িয়ে দেবার পরেও তিনি ভুল যায়গায় ভুল মন্ত্র পড়েছেন! সম্ভবত উঁনাকে কালো বিড়াল তত্ত্বের জনক ও বাঘা সিদ্দিকীর ভাই-এর মত রাজনৈতিক বলিদান করা। সহমত।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: উনি সঠিক বলেছেন বলেই মনে হয়।

৮| ২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৩

অনন্য দায়িত্বশীল আমি বলেছেন: বেশি কুটচালের লোক না উনি তাই ভুল করে সত্য কথা বলে ফেলেছেন; এবার হবেন বলির পাঠা।

২২ শে আগস্ট, ২০২২ বিকাল ৫:৩৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ঝানু লোক ছাড়া পররাষ্ট্র মন্ত্রী করা ঠিকনা।

৯| ২২ শে আগস্ট, ২০২২ সন্ধ্যা ৬:২৭

মোহামমদ কামরুজজামান বলেছেন: " সদা সত্য কথা বলিবে" - এটা এখন অচল হয়ে গেছে ভাইজান ।

তার বাস্তব উদাহরন মোমেন।

এখন আমাদের সকলের " বুঝে শুনে সত্য কথা বলা উচিত " - অভিজ্ঞতায় মোমেন।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৩

সৈয়দ মশিউর রহমান বলেছেন: " সদা সত্য কথা বলিবে" - এটা এখন অচল হয়ে গেছে। বর্তমান সমাজের বাস্তবতা হলো যে সত্য কথা বলে সে বোকা।

১০| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৮:৫৩

কামাল৮০ বলেছেন: আমাদের মতো দেশের সরকার বৃহৎ শক্তির কারো না কারো সমর্থনে ক্ষমতায় থাকে।এটা লুকোচুরির কিছু না কিন্তু প্রকাশ করতে নেই।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৪

সৈয়দ মশিউর রহমান বলেছেন: গোপনে চর্চা হওয়া বিষয়টিকে উনি সামনে এনেছেন।

১১| ২২ শে আগস্ট, ২০২২ রাত ৯:০৭

জ্যাক স্মিথ বলেছেন: উনাকে পররাষ্ট্র মন্ত্রানালয় নেতৃত্ব দেওয়ার মতো বিচক্ষণ বলে মনে হয়নি কখনো। সেই বিচক্ষণতা নেই বলেই ওনার কথায় অনেক কিছুই সামনে এসেছে। অতি সরলীকারণ অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়।

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৬

সৈয়দ মশিউর রহমান বলেছেন: অতি সরলতার কারণে ওনাকে বিপদে পরতে হচ্ছে।

১২| ২২ শে আগস্ট, ২০২২ রাত ১০:২২

মরুভূমির জলদস্যু বলেছেন:
দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে হলেও ক্ষমতায় থাকতেই হবে উনি সেই সত্যটিকে সামনে এনেছে যেটা এতদিন গোপনে চর্চা হতো। তবে কথায় বলেনা সত্য কথার ভাত নেই ব্যাপারটি ঠিক তেমনি

সাবধান!!

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:১৮

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বর্তমান সমাজের বাস্তবতা হলো যে সত্য কথা বলে, যে ভদ্রভাবে চলে সে বোকা।

১৩| ২৩ শে আগস্ট, ২০২২ ভোর ৬:০৫

অগ্নিবেশ বলেছেন: সত্য বলাও কি গোনাহের কাজ??

২৩ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২০

সৈয়দ মশিউর রহমান বলেছেন: না। গোনাহের কাজ না। বর্তমান সমাজের বাস্তবতা হলো যে সত্য কথা বলে, যে ভদ্রভাবে চলে সে বোকা এবং তাকে বার বার বিপদে পরতে হয়।

১৪| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ১২:০১

জটিল ভাই বলেছেন:
আমি মুখখু সুখখু মানুষ বাবু কিছুই বুঝি না....... :(

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: বুঝে আর কি হবে জটিল ভাই। :(

১৫| ২৩ শে আগস্ট, ২০২২ দুপুর ২:০৩

রাজীব নুর বলেছেন: অনেক সময় মানুষ মুখ ফসকে অনেক সত্য কথা বলে দেয়। এটাই হয়েছে তার বেলায়। এজন্য কথা কম বলতে হয়।

২৯ শে আগস্ট, ২০২২ সকাল ১০:৪৭

সৈয়দ মশিউর রহমান বলেছেন: কথা কম বললে বিপদ কম হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.