নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের এপিঠ ওপিঠ

নীলস্নেহা

নীলস্নেহা

নীলস্নেহা › বিস্তারিত পোস্টঃ

এসবও ভাবতে হয়......

২৫ শে জুন, ২০১৫ রাত ১০:২৫

রেপ, ইভটিজিং, সেক্সুয়াল হেরাসমেন্ট, মলেস্ট, এইগুলার কথা আমরা জানি, শুনি বা বলি!!!!লাফালাফি, ঝাপাঝাপি, কাদা ছোড়াছুড়ি করি!! দোষ ওই মেয়েদেরই দেই!!
ভালো!!!
আরে বাদ দেন, আসেন একটা অন্যরকম গল্প শোনাই.......
কয়দিন আগে আমি আমার এক বান্ধবীর সাথে ক্যাম্পাসে বসে আছি, তো দেখলাম, বান্ধবীর মন খুব খারাপ, আমি তাকে বললাম দোস্ত বল কি হইছে, প্রথমে সে বলতে চাইলো না, বলতে পারলো না, মেয়েটা কেঁদেই ফেললো, যেহেতু আমিও একটা মেয়ে, একটু হলেও বুঝলাম সমস্যা কোথায়!!! তারপর যেটা শুনলাম সেটা আমি জীবনে কখনো ভাবি না। আমরা বড় হইছি, মানলাম! আমাদের চাহিদা আছে, তাও মানলাম! কিন্তু এভাবে চাহিদা চরিতার্থ করার দরকার নাই ভাই। আমরা স্বভাবতই ভার্সিটি লাইফে ছেলে মেয়ে মিলেমিশেই ঘোরা ফেরা করি, এতে কখনো কেউ আংগুল তোলে না, খুব ভাল বন্ধুত্বের মানসিকতা নিয়ে ঘুরি, কিন্তু যদি সেই বন্ধুত্বের আড়ালে আর কিছু থাকে, আমরা সেটা কিভাবে মানবো????? প্রশ্ন সেইসব ছেলেদের প্রতি যারা তাদের মেয়ে বন্ধুদের সম্মানের চোখে দেখে আর তাদের প্রতি যাদের বন্ধুত্বের পিছনে লুকিয়ে থাকে আর কিছু.....
ফিরে আসি সেই বান্ধবীর কথায়,
তার এক খুব ভাল ছেলে বন্ধু তাকে শারিরীক সম্পর্কের জন্য প্রস্তাব করেছে। শুধু প্রস্তাবই নয়, জোরও করেছে। অথচ ছেলেটার প্রেমিকা আছে, মেয়েটার প্রেমিক আছে। সে কিভাবে প্ররচনা করেছিল আমি সবটাই শুনেছি, শুনে নিজের কাছেই খারাপ লাগতে লাগলো! ওই ছেলের চরিত্র আর মেয়ের চরিত্র এখন না ভাবলেও চলবে!! নিজের মনে ভয় জন্ম নিল। নিজের বন্ধুদের নিয়ে মনে আশংকা শুরু হল। বাহ! কি দারুন!! কোথায় আছি আমরা, আমাদের মানসিকতা কোথায় যাচ্ছে!! কোন সমাজে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম কে দিয়ে যাচ্ছি।
এর জবাব টা পাঠকের কাছে রাখলাম! আপনাদের অভিমত জানতে চাই! কোন খারাপ মন্তব্য নয়!!
একটা কথা খুব বলতে ইচ্ছা করছে,
প্লিজ দোস্ত, তোরা তোদের বান্ধবীদের সাথে এমন আচরণ করিস না, তারা তোদের অনেক সম্মান করে, সে সম্মানটা হারায়ে ফেলিস না ভুল করে
প্লিজ.........
.
.
#সিরিয়াল_কিলার_নীল

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৫ শে জুন, ২০১৫ রাত ১০:৫৩

নতুন বলেছেন: তার এক খুব ভাল ছেলে বন্ধু তাকে শারিরীক সম্পর্কের জন্য প্রস্তাব করেছে। শুধু প্রস্তাবই নয়, জোরও করেছে। অথচ ছেলেটার প্রেমিকা আছে, মেয়েটার প্রেমিক আছে।


ঐ ছেলের মনে হয় মানুষিক সমস্যা আছে। সুস্হ মানুষের এমন চিন্তা হবার কথা নয়।

২| ২৫ শে জুন, ২০১৫ রাত ১১:১৮

মোঃ মোশাররফ হোসাইন বলেছেন: আপনার কথা আমি শুনতে পাচ্ছি। আপনি অবাক হচ্ছেন যে কেন আপনাকে ভাবতে হচ্ছে? আমিঅবাক হচ্ছি আপনার কথা চিন্তা করে। পারসনাল স্পেইস, সেলফ রেস্পেক্ট বলে কোন কথা কি আপনি কখনো শুনেছেন? আমার মনে হয় না। নরমস মেনে চলেন দেখবেন ভাবতে হচ্ছে না। আপনার মতো উত্তর আধুনিকদের জন্য আমার সমবেদনা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.