নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

জীবনের এপিঠ ওপিঠ

নীলস্নেহা

নীলস্নেহা

নীলস্নেহা › বিস্তারিত পোস্টঃ

হে ভালবাসা.........

০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৫

ভালবাসা
তুমি আমার সাথে লুকোচুরি খেলেছো ,আর খেলেই চলেছো । হাঁপিয়ে উঠেছি তোমার সাথে খেলতে খেলতে । প্রতিবারই হার মেনে নিয়েছি , কখনো ভাবিনি তুমি আমার সাথে কেন এমন করছো ?
.
ভালবাসা
তোমার কাছে এমন কি চেয়েছিলাম ? বেশি কিছু কি চেয়েছিলাম ? কি দিয়েছো তুমি আমায় ? আচ্ছা আমার কি দোষ ছিল বল তো ? আর কেউ না জানুক তুমি তো জানো আমি কেমন ?আর আমি কি চাই ?
.
ভালবাসা
তুমি তো আমার মাঝেই আমার দ্বৈত চরিত্র তৈরি করেছো । এখন তো আমি এই দুই চরিত্রে অভিনয় করতে করতে আর পারছি না ।দম আটকে আসছে ,মনে হচ্ছে আমি একটা অক্সিজেনহীন ঘরে বন্দী ।সব তো তোমার জন্য ,তাই না ?
.
ভালবাসা
তুমি তো অনেক খেলেছো ,এবার থাম । তোমার খেলে চলছে বলে কি আজীবন চলবে ,এবার খেলা আমি খেলবো । এতদিন তুমি আমায় নিয়ে খেলেছো এবার বাজি পাল্টে আমি তোমায় নিয়ে একটু খেলি ?????

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২

জল ও ছবি বলেছেন: ভালোবাসা সে তো জীবনের গতি ব্রেকার। ভালোবাসা বলে জীবনে কিছুই নাই, ইহা পশুর ধর্ম, এর কেন্দ্র বিন্দু তুচ্ছ শরীর, যেহেতু শরীর নশ্বর সুতরাং ভালোবাসাও নশ্বর। যদি আপনি এই ভালোবাসা নিয়ে মন খারাপার করে বসে থাকেন তাহলে নিশ্চই আপনি জীবনের সকল ক্ষেত্রে পরাজিত হবেন। মনথেকে সবকিছু ঝেরেফেলে সামনের দিকে এগিয়ে যান, প্রকৃতি আপনার সহায় হোক এই কামনায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.