নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নীরবে নির্জনে যন্ত্র-অরণ্যে

আপাতত রেস্টে আছি! :)

স্নিগ

আমি একদিন মারা যাব, এই সত্যটা নিয়ে আমার খুব বেশি আক্ষেপ নেই। তবে, আমার মৃত্যুর পর আরও অসংখ্য অসাধারণ সব বই লেখা হবে, গান সৃষ্ট হবে, চলচিত্র নির্মিত হবে।কিন্তু আমি সে সব পড়তে, শুনতে কিংবা দেখতে পারবো না।এই সত্যটা আমাকে খুব যন্ত্রণা দেয়।

স্নিগ › বিস্তারিত পোস্টঃ

অনেক বৃষ্টি ঝরে... [গান পোস্ট]

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:২৮

রুনা লায়লা'র এই গানটা শুনছিলাম,খুব ভালো লাগছিলো।ভাবলাম এই বৃষ্টির রাতে আমার এ ভালো লাগা সবার মাঝে ছড়িয়ে দেই।



গীতিকার: ডঃ আবু হেনা মোস্তফা কামাল

সুরকার: আব্দুল আহাদ

শিল্পী: রুনা লায়লা





অনেক বৃষ্টি ঝরে তুমি এলে,

যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে,

তুমি এলে।



কত বেদনার বিষন্ন মেঘে ভেসে-ভেসে,

এলে তুমি অবশেষে,

তাই বাতায়নে ময়ুরেরও ঝিলিমিলি ঝিলিমিলি

আজ সারাদিন ধরে,আমার দুচোখ ভরে,

তুমি এলে।



আমি যেন এই আলোর খেয়ায়,

আনমনে ভেসে যাই,

কোন স্বপ্নেরও দেশে যাই।



কত শিউলি আনন্দ যায় ডেকে ডেকে,

দূর বনভূমি থেকে...।



অনেক বৃষ্টি ঝরে তুমি এলে...











ডাউনলোড লিন্ক



লিন্ক কৃতজ্ঞতা ব্লগার সবুজ অঙ্গন









আহা,পুরানো গানগুলোর কোনো তুলনা হয়না!!!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩০

রাজসোহান বলেছেন: পুত্তুম পিলাচ

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩২

স্নিগ বলেছেন: পুত্তুম ধইন্য!

২| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৩৪

হা...হা...হা... বলেছেন: কত বেদনার বিষন্ন মেঘে ভেসে-ভেসে,
এলে তুমি অবশেষে..............

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৮

স্নিগ বলেছেন: আমার দুচোখ ভরে,
তুমি এলে।

আবেশটা ছাড়াতে পারছি না।

৩| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১২:৪৯

নুরুন নেসা বেগম বলেছেন: গানকে ভালবেসে-- ধন্যবাদ।

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:৩৯

স্নিগ বলেছেন: আপনাকেও ধন্যবাদ

৪| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৩

সুনেত্রা বলেছেন: আমারও খুব ভালো লাগে গানটা।

২০ শে মে, ২০১০ বিকাল ৪:৪৫

স্নিগ বলেছেন: :)

৫| ২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:২৭

সবুজ অঙ্গন বলেছেন: ডাউনলোড করুন:):)

২৭ শে এপ্রিল, ২০১০ রাত ১:৫২

স্নিগ বলেছেন: ধন্যবাদ ভাইয়া!তবে,ঠিক এই ভার্শনটিই আমার কাছে আছে।অন্যদের হয়তো কাজে লাগবে...

৬| ২৯ শে এপ্রিল, ২০১০ বিকাল ৩:০৪

মুকুট বিহীন সম্রাট বলেছেন:
অনেক বৃষ্টি ঝরে তুমি এলে,
যেন একমুঠো রোদ্দুর আমার দুচোখ ভরে,

অনেক সুন্দর একটা গান।

২৯ শে এপ্রিল, ২০১০ সন্ধ্যা ৬:০২

স্নিগ বলেছেন: আসলেই সুন্দর

৭| ২০ শে মে, ২০১০ সকাল ১০:৩০

গানচিল বলেছেন: আমার মতে এটা রুনা লায়লার জীবনের সেরা গান। প্রয়াতঃ গীতিকার ডঃ আবু হেনা মোস্তফা কামালের লেখা এবং আব্দুল আহাদের সুর করা ট্রান্সক্রিপশন সার্ভিসের এই গানটি সেই ১৯৭৬ সাল থেকে আমার কাছে এখনো প্রিয় একটা গান।

২০ শে মে, ২০১০ বিকাল ৪:৪৪

স্নিগ বলেছেন: ধন্যবাদ আপনার তথ্যবহুল কমেন্টের জন্য!
তবে,এই গানটার চে রুনা লায়লার যখন থামবে কোলাহল" গানটা আরো বেশি ভালো লাগে।

অফ টপিক: আপনার নিকটা সুন্দর!

৮| ২০ শে মে, ২০১০ সকাল ১০:৪০

নকীবুল বারী বলেছেন: প্রিয় গান

২০ শে মে, ২০১০ বিকাল ৪:৪৪

স্নিগ বলেছেন: :)

৯| ১৩ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:১২

আরিফ-বুলবুল বলেছেন: গানচিলকে ধন্যবাদ গীতিকার এবং সুরকারের নাম উল্লেখ করার জন্য।

১৭ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৫২

স্নিগ বলেছেন: তথ্যগুলো জুড়ে দিলাম।

এতো পুরানো পোস্ট খুঁজে পেলেন কিভাবে!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.