নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহারী

ফেরারী সম্রাট

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই.....✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না।

ফেরারী সম্রাট › বিস্তারিত পোস্টঃ

শপথ করবো কার নামে?

২৯ শে আগস্ট, ২০১৩ দুপুর ১:০৪

মহান আল্লাহ তায়ালার নামে শপথ করতে হয়। মহান আল্লাহ্ তায়ালা ছাড়া অন্য কারো নাম নিয়ে শপথ করা জায়েয নয়। আমাদের সমাজে অনেকে অজ্ঞতাবশতঃ বা না জেনে বিভিন্ন কিছুর নাম দিয়ে শপথ করে। আসলে এ সব শপথের কোন ভিত্তি নেই। সহীহ হাদীসের আলোকে এ সম্পর্কে আপনাদের সামনে উপস্থাপন করছিঃ



১. হাদীস শরীফে আছে, রাসূল (সঃ) বলেছেন, ''সাবধান! নিশ্চয়ই মহান আল্লাহ্ তায়ালা তোমাদেরকে তোমাদের বাপ-দাদাদের নাম নিয়ে শপথ করতে নিষেধ করছেন। কেউ যদি শপথ করতে চায়, তবে সে যেন মহান আল্লাহ তায়ালার নাম নিয়ে করে, অন্যথায় সে যেন চুপচাপ থাকে।'' (সহীহ বুখারী ও সহীহ মুসলিম)



২. হযরত আবু হুরায়রা (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল (সঃ) বলেছেন, ''তোমরা স্বীয় বাপ-দাদা বা মা-দাদী-নানী প্রভৃতির নামে শপথ করবে না। আর সত্য বিষয় ছাড়া মহান আল্লাহ তায়ালার নামে শপথ করবে না।'' (সুনানে আবু দাউদ, সুনানে নাসায়ী)



৩. রাসূল (সঃ) শপথের ব্যাপারে আরও বলেছেন, ''যে ব্যক্তি মহান আল্লাহ্ তায়ালা ছাড়া অন্যের নামে শপথ করবে, সে কুফরী করবে অথবা শিরক করবে।'' (মুসনাদে আহমদ)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.