নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বিহারী

ফেরারী সম্রাট

✔ কারও উপকার করতে না পারি, কিন্তু ক্ষতি করার চিন্তা আমার নেই.....✔ সহজ সরল ছেলে। তবে যখন ভদ্রতার মুখে চপেটাঘাত করা হয় তখন আর ভদ্রতা দেখায় না।

ফেরারী সম্রাট › বিস্তারিত পোস্টঃ

তোমাকে ভালবাসি বলেই আমি এত হিংসুটে!

১৩ ই জুলাই, ২০১৪ বিকাল ৩:০৭

তুমি যখন আমার সাথে কথা বল আমি মুগ্ধ হয়ে চেয়ে থাকি। তোমার সেই মিষ্টি মিষ্টি কথা গুলো খুব মিষ্টি লাগে। মধুও যেন এত্ত মিষ্টি নয়। তুমি বকা দিলেও ভাল লাগে। তুমি যখন মুখ গোমড়া করে থাক, তখন আমার মনের আকাশে মেঘ জমে যায়। এক্ষুণি যেন নামবে বৃষ্টি!



কিন্তু তুমি যখন অন্য কারও সাথে কথা বল তখন আমার খুব হিংসে হয়। কেন তুমি অন্য কারউ সাথে কথা বলবে! তুমি শুধু আমার। তুমি আমার সাথে গল্প করবে, কথা বলবে, বকা দেবে। আমার সাথেই সব শেয়ার করবে।



তুমি যখন কারউ সাথে কোথাও যাও আমার আকাশে বৃষ্টি ঝড়ে। এই বুঝি তোমাকে হারালাম। তোমার সব আত্বীয় তো আর আমি চিনি না। পড়ে অবশ্যই তোমার কাছে জানতে পেরে মন শান্ত হয়। কিন্তু ততক্ষণে তো বারিতে বারিধারা ডুবে যায়।



তোমাকে অনেক অনেক ভালবাসি। তুমি শুধু আমার। আমার একার। কারও নয়... ;)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.