নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষ কোনো কিছু করা বলতে যা বুঝায় আমি\nতেমন কিছু করি না, কিন্তু করার চেষ্টায়\nআছি।\nআমার জন্য দোয়া করবেন.

সোয়াদুজ্জামান সোয়াদ

লেখক হতে চাই।

সোয়াদুজ্জামান সোয়াদ › বিস্তারিত পোস্টঃ

অন্য রকম ভালবাসা

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৪৪

কিছুদিন হল, মামার বাসায় আছি যদিও আমি মামার বাসা কম যাই।মামা মামির রিকুয়েস্ট এ আছি। ফেবু তে আসার সময় হয় না । সারাদিন মামাত বোন নিলার সাথে খেলা করতে হয় যদিও ছোট বাচ্ছা আমাকে ভাল লাগে না কারন মামা মামি দুজনে জব করেন । নিলার বয়স ২ বছর আর ভিশন কিউট যেইটারে কয় কিউট এর ডিব্বা।
আজ মা মামা বাড়িতে আসায় আমার প্রায় ছুটি বলা চলে। তাই বসে বসে চিন্তা করছিলাম ফেবুতে একটা পোস্ট লিখলে কেমন হয়?
হ্যা ভালোই হয়।তাই লিখতে শুরু করলাম,হঠাৎ মেসেঞ্জার এ মেসেজ আসার টোন বাজল, আমি দেখি অপরিচিত একটা আইডি।
মনে বিরক্তি নিয়ে মেসেজ টা অই ভাবে রেখেই আমি লিখতেছি।আর বারবার মেসেজ আসতেছিল আইডি টা থেকে। লেখাটা পোস্ট করার পর,মেসেজ সিন করে দেখি তন্নি জাহান আইডি থেকে ৫টা মেসেজ।মেসেজ গুলো:
★হাই
★এত ভাব কিসের??
★কুত্তা মেসেজের রিপ্লাই দিবি কি না বল??
★নিজেকে কি ভাবিস, হ্যা??
★আসলে তোকে কুত্তা বলা কম হয়েছে তুই তো অটিজম...., তুই.......
আরো অনেক কিছু। আমি তো পুরা অবাক হয়ে রিপ্লাই
দিলাম :
_ sorry কে আপনি??
_নিজেকে কি ভাব হ্যা??
_প্লিজ পরিচয় টা দেন না হলে কি কালো বক্সে পাটাব।
_রিপ্লাই দিতে এতক্ষন লাগে কেন??
_পোস্ট লিখছিলাম।আর আমি অপরিচিত কারো সাথে চ্যাটিং করি না।
_তুই কি লেখিস আমি জানি না, বলতেছিস??
_মানে??
_ঘোড়া ডিম লেখিস।আর আমার লাইফের কাহিনী চুরি না করলে কি তোর পোস্ট হয় না??চোর????আমাকে ব্লোক মারছিস কেন???জানিস আমি তোকে আমি কত খুজেছি??বাসা থেকে আমার ভয়ে পালিয়ে গেছিস না???ফোন অফ কেন???আমি কি তোকে খেয়ে ফেলব নাকি??
.
আমার আর বোঝার বাকি থাকলনা যে এটা আনিকা নামের মহারানী টা। যাকে সাতদিন আগেই ইগনোর করে চলতাম।বারবার বাসা আসবে আর ফোন দিবে কি কর তেছি জানার জন্য। আমার ও ওকে ভালই লাগে কিন্তু ক্লাসমেট বলে ইগনোর করে চলি যাতে ফ্রেন্ড রা আবুল তাবুল কিছু বলতে না পারে। ফেবু তে অককে ব্লগ মারার কারন ও আমার সব পোস্টেই কমেন্ট করবে যেটা আমাকে ভাল লাগে না।কিন্তু মামার বাসায় আসার পর ওকে ফিল করেছি, বুঝতে পেরিছি ও আমার লাইফে কতটা জায়গা নিয়ে আছে।আসলে কাউকে মিস না করলে আসল ভালবাসা টা বোঝা যায় না।
বুঝতে পারছিলাম মহারাণীর মনে অনেক রাগ তাই আর রিপ্লাই না দিয়ে মাকে কিছু না বলেই মামার বাসায় মাকে রেখে বাসা চলে আসলাম মহারাণীর রাগ ভাংগানোর জন্য।
.
মহারাণী কে ফোন দিলাম অনেক বার কিন্তু ফোন ধরছিল না বলে সরাসরি ওদের বাসা চলে গেলাম। গিয়ে-
_ভালো আছেন আন্টি??(আমি)
_হ্যা।কি খবর বাবা??
_আনিকা কই??
_ও তো ছাদে।........
আর কোনো বলার সুযোগ না দিয়েই দৌড় শুরু করলাম ছাদের উদ্দেশে...
ওর মা আমাদের বিষয়টা জানত। আমি ছাদে গিয়ে দেখি একা একা কপি হাতে নিয়ে বসে আছে আনিকা।
_হ্যেয়......আনিকা।(আমি)
_(চুপ)
_কিরে একা একা কি করিস???
_(চুপ)
_এভাবে কথা না বললে আমি কিন্তু চলে গেলাম???
_(চুপ)
_আমি ২৫ কি. মি.আসলাম আর মহারানী দেখ কথা না বলে??
_(চুপ)
_(রাগ ভাংগানোর উপায় না পেয়ে বলে ফেললাম) আমি তোমাকে ভালবাসি।
_মিথ্যা কথা, কুত্তা।(আবেগ জড়ানো কন্ঠে)
_রিয়েলি।
_তাহলে কান ধর??(চোখের কোণে পানি)
_(রাগ ভাংগানোর)ধরলাম।
_সরি বল??
_সরি।
_এক হাজার বার সরি বল???
_পারব না।
_কি??
_পারর।
_(কপির মগ টা এগিয়ে দিয়ে) এটা খেয়ে শুরু কঅঅর??
_(যদিও কপি টা ডান্ডা ছিল কিন্তু ভাল লাগছিল কারন সেখানে আনিকার ঠোটের লিপস্টিক লেগে ছিল)
_চোখ বন্ধ কর তো??
_করলাম।
মনে হল কেঊ আমাকে জড়িয়ে ধরল আর কানের কাছে মুখ নিলে বল্ল আই লাভ ইউ টু
আমি ওকে জড়িয়ে ধরে সপ্নের জগতে ভাসছি।এমন সময় ফোন টা বেঝে উটল।আমি চোখ খুলতেই আনিকা লজ্জা পেয়ে আমাকে ছেড়ে দিয়ে পালাল।
আর আমি ফোন রিসিব করে:
_হ্যা, মা।(আমি)
_কই খোকা?? (মা)
_তোমার বউমার সাথে হানিমুনে।
_মানে??
_মজা করছিলাম।মা বাবাকে বলিয় আমি যে কোলবালিশ টার অডার দিছিলাম সেটা লাগবে না।আর আমার সিংগেল খাট টা পালটে যাতে নতুন মজবুত ডাবল খাট কিনে.কেমন??
তারপর ফোন কেটে দিলাম মার কিছু বলার আগেই।এমন সময় আন্টি আসল আর বলল:
_কার জন্যে ডাবল খাট??
_আপনার মেয়ে আর আমার জন্যে।
_মানে??
_আমি...?
_কি??
_আপনার মেয়েকে বিয়ে করতে চাই??
_রাজ কন্যা রাজি হলে তো??
_সেটা আমার হাতে ছেড়ে দেন।(আর মনে মনে বললাম রাজকন্যার সাথে রাজ্য ও নিব)
.
.

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.