![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
শোয়াইব জিবরান
শুয়ে ছিলাম সন্ধ্যায়। আমার ৬ বছরের ছেলে খেলা করছিল পাশে। হঠাৎ মনে হল সে কী যেন আমার গায়ে ঘসছে। ঘুম জড়ানো কণ্ঠে বলি কী করছ বাবা? তোমাকে মুছে ফেলছি। ভয়ে আমি অস্থির। না না আমাকে মুছে ফেল না, আমাকে মুছে ফেল না বলে ধড়মড় করে ঊঠে বসি। ছেলেটি আরো উৎসাহ পায়। আমার ডান হাতে ইরেজার চালাতে থাকে। আমি ওয়াদা করতে থাকি- ঠিক আছে আমি আর কখনও তোমার আম্মুর পাশে যাবো না। আমার ছেলেটি তার মায়ের পাশে আমাকে একদম সহ্য করতে পারে না। আমার ওয়াদাতে কাজ হয় না। সে আমার মুখে হাতে এখানে ওখানে ইরেজার চালাতেই থাকে। দেখি সে আমার ডান হাত পুরোটাই মুছে ফেলেছে। আমি আর্তনাদ করে উঠি। বাবা এখন আমার কী হবে? আমি কী করে কবিতা লিখব? আমার তো হাতই নেই! তার মাকে ডাকি। মা বলে ছি বাবা আব্বুকে বিপদে ফেলে না । তাড়াতাড়ি হাত এঁকে দাও। তার একটু মতি হয়। সে কাঠ পেন্সিল নিয়ে আসে। দ্রুত হাত এঁকে দিতে থাকে। সবকিছু ঈশ্বরের মতো যত্ন করে আঁকার সময় নেই তার। হয়ত আঁকলো না সবগুলো আঙ্গুল। দিল না হাতের রঙ। তবু হাতখানা তো ফেরৎ পাওয়া গেল। বলি, বাবা আরো কী কী যেন মুছে ফেলেছিলে, এঁকে দাও প্লিজ। তার কি আর হয় সময়। ততোক্ষণে অন্য খেলায় মগ্ন। কিন্তু আমার তো মনে হয় সে আমার মুখের কী কী যেন মুছে ফেলেছিল। হয়ত ভ্রু, কপাল। কাল সকালে আয়নায় দেখতে হবে।
২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৫৭
মামুন রশিদ বলেছেন: হাহাহা, ভালো লেগেছে ।
৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১২:৪৫
ডরোথী সুমী বলেছেন: আমার ছেলেদের কথা মনে পড়ে গেল। ওরা কিছুতেই ওদের বাবাকে আমার হাত ধরতে দেবেনা। ছোটটা রীতিমতো বাবার সাথে এই নিয়ে মারামারি করে আর বড়টা কৌশলে আমার হাত থেকে বাবার হাতটা ছাড়িয়ে নেয়। এতে ওদের বাবাও মজা পেয়ে বারবার একই কাজ করে আর ওরাও ক্ষেপে যায়। ভীষণ ভাল লাগে ওদের এই খুনসুটি। লেখা ভাল লেগেছে। শুভ কামনা।
©somewhere in net ltd.
১|
২৪ শে নভেম্বর, ২০১৩ সকাল ১০:৩০
আদরসারািদন বলেছেন: