![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখকদের লেখক- তথা বাংলা ‘লেখকগুরু’ কমলকুমার মজুমদারের আজ জন্মশত দিন।১৯১৪ সালেরই এই দিনে তিনি কলিকাতা মেডিক্যাল কলেজে জন্মগ্রহণ করছিলেন।শিল্প সংস্কৃতির নানান করণকৌশলে তিনি কাম করলেও মূলত কথাকার হিসেবে তাঁর সমধিক পরিচিতি।আটটি উপন্যাস, অর্ধশত শতাধিক গল্প লিখে আর হাজার হাজার উপকথা, রহস্য সৃষ্টি করে তিনি বাংলা সাহিত্যে প্রবাদপুরুষ হয়ে আছেন।তিনি যেমন নানা গল্প সৃষ্টি করেছেন তেমনি তাঁকে নিয়াও গল্প, উপকথার অন্ত নাই।
তাঁর জন্মশত বছরে নানা মাত্রায় তিনি উদযাপিত হয়ে আসতেছে নানা প্রান্তে। কমলকুমার চর্চার সূচনা হইছিল প্রথম বাংলাদেশেই রফিক কায়সারের ‘কমলপুরাণ’ গ্রন্থ রচনার মধ্য দিয়া। বাংলাদেশে তাঁকে নিয়া প্রথম পিএইচ ডি গবেষণা করছিলেন শোয়াইব জিবরান। তারপর কমলকুমার চর্চা একাডেমিয়া ও একাডেমিয়ার বাইরে নানান মাত্রায় চলতেছে।
তাঁর জন্মশত বৎসর হিসেবে এ বছর বাংলা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় আয়োজন করছিল জমজমাট কমলকুমার জন্মশতবর্ষ সেমিনারের। সাহিত্যপত্র ‘খড়িমাটি’ চট্টগ্রামে আয়োজন করেছিল জন্মশতবর্ষ সভার। আলোকিত বাংলাদেশ ইতোমধ্যে প্রকাশ করছে কমলকুমার স্মরণ সংখ্যা, বিশেষ আয়োজন প্রকাশ করতে যাইতেছে প্রথম আলো।তিনটি লিটল ম্যাগাজিনের কমলকুমার সংখ্যা প্রকাশিত হইতেছে আসছে বইমেলায়।আগামী মাসে তাঁর রচনাসমূহের চলচ্ছিত্র রূপায়ণ নিয়া হইতে যাইতেছে ‘কমলকুমার ফিল্ম ফ্যাস্টিভল’।চ্যানেল ২৪ নির্মাণ করতেছে বিশেষ অনুষ্ঠান, এনটিভি আজ সন্ধ্যায় প্রচার করতে যাইতেছে এ উপলক্ষের আয়োজন।বাংলা বিভাগ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজ হইতেছে বিশেষ সেমিনার।
কমলকুমার মজুমদার জন্মশতবর্ষ উদযাপন পরিষদ বছরের শেষে আয়োজন করতেছে জন্মশতবর্ষ উৎসব- প্রকাশ করতেছে জন্মশতবর্ষ স্মারকগ্রন্থ।
জন্মশতবর্ষের প্রণাম আজ বাংলা লেখকগুরুরে।
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৪ সকাল ১০:৪১
মামুন রশিদ বলেছেন: ‘লেখকগুরু’ কমলকুমার মজুমদারের জন্মশত দিনে জানাই বিনম্র শ্রদ্ধা । কমলকুমার গবেষক শোয়াইব জিবরান ভাইকেও শুভেচ্ছা ।