নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবুজ পাওয়ার

চিত্ত মন্দতম অন্ধ নিরঙ্গম রবে না রবে নারে,,,,,,,চলো যাই আনন্দের বাজারে,,,,,,,,,,,,,,,,,,

সবুজ পাওয়ার › বিস্তারিত পোস্টঃ

পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। শেষ পর্ব

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩১

পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ১ম পর্ব



পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ২য় পর্ব



এবার জাল তোলার পালা, ব্যাস্ততা শুরু।









ভাসতে ভাসতে হার্ডিঞ্জ ব্রিজের কাছে চলে এসেছি।





আবশেষে দেখা মিলল রূপালী ইলিশের, তবে ছোট মাত্র ২ টা।দিনে কম, রাতে বেশি ইলিশ ধরা পড়ে, তবুতো জিবীত ইলিশ দেখলাম, জিবীত ইলিশ দেখার সৌভাগ্য কম লোকেরই হয়।









এবার উজান যাত্রা।

জাত জেলে হলে গান ধরতো

পদ্মার ঢেউরে,,,

মোর শুন্য হৃদয় পদ্ম নিয়ে যা

যা রে,,,,,,,,,

পদ্মার ঢেউরে,,, মোর শুন্য হৃদয় ডাউনলোড





আলাউদ্দীন হলদার শক্ত হাতে নৌকার হাল ধরে আছে। পেছনে হার্ডিঞ্জ ব্রিজ ও লালন শাহ্ সেতু রেখে আমরা চলছি উজানে আবার জাল ফেলার জন্য।





পাশ দিয়ে যাচ্ছে ছোট পাল তোলা ডিঙ্গি নৌকা, এই নৌকা গুলো একটা চালের টিন আর এক টুকরা কাঠ দিয়ে বানানো হয়, এর ভারসাম্য রাখা খুব কঠিন, একটু এদিক ওদিক হলেই ডুবে যায়। আমি একবার একটা ডুবিয়ে দিয়েছিলাম, পানি কম থাকায় আবার টেনে তুলেছি। নৌকা গুলো ওজনে খুব হালকা হয়।









ততক্ষনে পল্টন ঘাটে কিছু নৌকা ভিড়েছে মাছ বিক্রি করে ডিজেল ও প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী কেনার জন্য, তবে নৌকার সংখ্যা খুব কম আবার সব নৌকায় মাছ নেই। ১৯৯৬-৯৭ সালের দিকে দেখেছি এই ঘাটে জেলেরা খুব সস্তাদরে প্রচুর মাছ বিক্রি করে যেত, অনেক জেলে কম দাম দেখে মাছ বিক্রি না করে অন্য ঘাটে নিয়ে যেত বেশি দামে বিক্রির আশায়, আর এখন মাছের দেখা মেলাও ভার।









সালাউদ্দীন ব্যপারী অলস বসে আছে মাছ কেনার আশায়। আগে যখন প্রচুর ইলিশের ধরা পড়ত ও দাম কম ছিলো তখন সাধারন মানুষ এই ঘাটে নিজেদের খাওয়ার জন্য মাছ কিনতে আসত, এখন মাছ ধরা পড়ে কম, দামও সাধারনের নাগালের বাইরে হওয়ায় খুব কম লোকই মাছ কিনতে আসে।এই সালাউদ্দীন ব্যপারীই সব সময় বসে থাকে মাছ কেনার জন্য ।





সালাউদ্দীন ব্যপারীর কেনা মাছ। ছোট ইলিশ ৩০০ টাকা/কে.জি. - বড় ইলিশ ৭০০ টাকা কে.জি. দরে কেনে সালাউদ্দীন ব্যপারী।





সালাউদ্দীন ব্যপারীর কেনা বড় সাইজের দুটি ইলিশ, প্রতিটার কেনা দাম পড়েছে ৫০০ টাকা।





ঘাটে মাছ বিক্রি করতে আসা জেলেরা এই ফাকে গোসল সেরে নিচ্ছে। কেউ গেছে বাজার সদাই করতে।





এই জেলেরা রান্না বান্না সেরে নিচ্ছে। রান্না হচ্ছে ইলিশ মাছ, জেলেরা সব মাছ বিক্রি না করে নিজেদের খাওয়ার জন্য মাছ রেখে দেয়, তাই রান্না করছে এখন।





নদী পার হওয়ার জন্য যাত্রীরা অপেক্ষায় বসে আছে।





আমি যে নৌকায় উঠেছিলাম সেটি আমাকে পল্টন ঘাটে নামিয়ে দিয়ে উজানে যাওয়া শুরু করল আবার জাল ফেলার জন্য। আলাউদ্দীন হলদারের এক হাতে নৌকার হাল অন্য হাতে ইন্জিনের গিয়ার।





সবশেষে আমার ছবি।







পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ১ম পর্ব



পদ্মায় জেলেদের ইলিশ শিকারের ছবি ব্লগ সাথে দুটি পদ্মা নদীর গান। ২য় পর্ব



ধন্যবাদ সবাইকে, তবে আফছোস থেকে গেল ঝাকে ঝাকে ইলিশ দেখাতে পারলাম না, কি করব বলেন নদীতে আগের মত মাছ হয় না।

মন্তব্য ৩৮ টি রেটিং +১৩/-০

মন্তব্য (৩৮) মন্তব্য লিখুন

১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৩৬

নগত টাকা বলেছেন: কি কমু ?
আপনার ছবি প্রমান করে আপনে আমার মত প্রকিতি প্রেমী

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

সবুজ পাওয়ার বলেছেন: জ্বী ভাই,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৪

বংশী নদীর পাড়ে বলেছেন: অবশেষে তাজা ইলিশের ছবি দেখলাম.....

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ দুপুর ২:৪৭

সবুজ পাওয়ার বলেছেন: এর পর তাজা ইলিশের ভিডিও দেওয়ার চেষ্টা করব।

৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:১৮

সাজিদনজরুল বলেছেন: ইয়া আল্লাহ মৃত্যুর আগে আমারে পদ্মার ফরমালিন ছাড়া ইলিশের স্বাদ নিবার তৌফিক দান কর...... আমিন

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৩

সবুজ পাওয়ার বলেছেন: আমিননননননননননন

৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৩:৩৯

আলো আধাঁর বলেছেন: বড় ইলিশ কই ?

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৪

সবুজ পাওয়ার বলেছেন: যাদুঘরে.......................

৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫২

পারমানবিক বোমা বলেছেন: অথচ এই ইলিশ কুত্তালীগ পাঠায় ইন্ডিয়ায় !!!!!!!!!!!!!!

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৫

সবুজ পাওয়ার বলেছেন: সহমত.....

৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৪:৫৮

নীল-দর্পণ বলেছেন: কি ঝকঝকে!! একদম খাঁটি রুপালী ইলিশ।
আপনার উছিলায় এটলিস্ট ছবিতো দেখতে পেলাম :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৭

সবুজ পাওয়ার বলেছেন: আমাদের পরের প্রজন্মের ছেলেদের ইলিশ দেখতে যাদুঘরে যেতে হবে

৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:০০

জেমস বন্ড বলেছেন: :) :) ওয়াহ , রুপালি ইলিশ

নাম হবে - নদী ও নদীর রুপালি ইলিশ মানুষ গুলো B-) B-)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৮

সবুজ পাওয়ার বলেছেন: ইস,,,,,, আগে কোথায় ছিলেন

৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ বিকাল ৫:৩৪

রাতুল_শাহ বলেছেন: অবশেষে তাহলে ইলিশের দেখা মিলল। কিন্তু ভাই টাকা তো নিয়ে আসেনি।

যাহোক শেষ পর্বটা দারুণ হয়েছে ভাই।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩৯

সবুজ পাওয়ার বলেছেন: এরপর তাজা ইলিশের ভিডিও দিব, তখন বাকী চলবে না

৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:২৯

ঝটিকা বলেছেন: আপনাকে দেখে খুব হিংসা হচ্ছে। বিশেষ করে এই পোষ্টটার জন্য। ইলিশ মাছ ধরতে দেখা তাও আবার জেলেদের নৌকায়, দারুন এক অভিজ্ঞতা। ইলিশের ভরা মৌসুমে যেতে পারেন, হয়ত আরো মাছ উঠতে পারে।

আপনার এই একটা পোস্ট এর কারনে আপনাকে অনুসরনে নিচ্ছি।

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

সবুজ পাওয়ার বলেছেন: জ্বী চেষ্টা করব

১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

সৈকত (কচ্ছপ) বলেছেন: সিরাম অইচে ভচ!!!!!!! :D :D ;) ;) ;)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৩

সবুজ পাওয়ার বলেছেন: ধন্যবাদ

১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪০

লিন্‌কিন পার্ক বলেছেন:
ভাললাগা দিলাম :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪২

সবুজ পাওয়ার বলেছেন: ধন্যবাদ

১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৪৯

সবুজ পাওয়ার বলেছেন:

১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৭:৫০

পিনাকপাণি বলেছেন: চমৎকার লাগলো :) :)

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৫

সবুজ পাওয়ার বলেছেন: ধন্যবাদ

১৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:১৭

মোস্তাফিজ বলেছেন: ভাই আপনার মোবাইল নাম্বরটা দিবেন?

১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪৪

সবুজ পাওয়ার বলেছেন: 01716887025

১৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৯:৫৬

তানিয়া হাসান খান বলেছেন: যাহোক শেষ পর্বটা দারুণ হয়েছে ভাই।
আসলেই ....।কিন্তু আপনার না তাজা ইলিশ মাছ ভাজার ছবি দেয়ার কথা ছিল! ;)

১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১২:০৬

রিমন রনবীর বলেছেন: এত ছুডু ছুডু ইলিশ ধরছেন ক্যান, আপনের নামে কেস করুম X(( াপনেগো লাইগাই পদ্মায় ইলিশ কম পাওয়া যায় :-<
আপনার বাড়ি কি পদ্মা নদীতে? :-B

১৭| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ সন্ধ্যা ৬:৩০

শেখ আমিনুল ইসলাম বলেছেন: আমার খুব হিংসা লাগতেছে :((

১৮| ১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ৮:৪১

কাউসার রুশো বলেছেন: মাত্র এ কয়টা ইলিশ ধরা পড়ছে!! :(
কুয়াকাটা গিয়ে ইলিশ মাছ ধরা দেখতে চাইছিলাম। সুযোগ হয় নাই :(

১৫ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১০:২৭

সবুজ পাওয়ার বলেছেন: দিনে কম রাতে বেশি ধরা পড়ে

১৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০০

সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব

২০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০০

ম্যাভেরিক বলেছেন: ভালো লাগল পোস্ট। ছবিগুলো সুন্দর হয়েছে। আমাদের এলাকায় এ জালগুলোকে বলা হয় টোনা জাল।

২১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১২ রাত ১:০১

সবুজ পাওয়ার বলেছেন:
Click This Link
শেষ পর্ব

২২| ১০ ই অক্টোবর, ২০১২ রাত ৩:৫৪

কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পোষ্টে অনেক ভালো লাগা।

২৩| ১৩ ই ডিসেম্বর, ২০১২ রাত ২:২৯

সবুজ পাওয়ার বলেছেন:

২৪| ২০ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৯

সবুজ পাওয়ার বলেছেন: h

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.