![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
না মিটিতে আশা ভাঙিল খেলা
আমি অনেক দিন ধরেই Anthony Mascarenhas-এর লেখা Bangladesh : A legacy of blood বইটি খোঁজ করছিলাম।
সামু থেকেই বইটার নামের সন্ধান পেয়েছিলাম। তাই সামুতেই সার্চ দিয়ে দেখলাম বইটি পিডিএফ বা ওয়ার্ডে ডাউনলোড করা যা কিনা। কিন্তু সামুতে অনেক চেষ্টা করেও বইটার ডাউনলোড লিঙ্ক আমি পাইনি। সামুতেও অনেকে দেখলাম পোস্ট দিয়েছেন- কেউ Bangladesh : A legacy of blood এই বইটার সন্ধান দিতে পারেন কিনা।
তবে খুশির খবর হল -অনেক খোঁজাখুঁজির পরে বইটি আমি ডাউনলোড করতে পেরেছি।
আপনাদের কারো যদি প্রয়োজন থাকে তবে ডাউনলোড করে নিতে পারেন।
Bangladesh -A legacy of blood
সবাই ভালো থাকবেন।
রাগে থাকুন, রাগিয়ে রাখুন।
রঙে থাকুন, রাঙিয়ে রাখুন।
***************************************************
আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com
ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৪
সবুজসবুজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ
২| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:১০
শ্যাম সুব্রত বলেছেন: Thanks
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৫
সবুজসবুজ বলেছেন: ওয়েলকাম
৩| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:১৭
শার্লক বলেছেন: পড়ছি বইটা আগেই।
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
সবুজসবুজ বলেছেন: আমার আগে পড়বার সুযোগ হয় নি।এবার পড়ব।
৪| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:২০
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৪৯
সবুজসবুজ বলেছেন:
৫| ১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:২৩
ভুলো মন বলেছেন: আমার আব্বুর কাছে বইটির হার্ডকপিই আছে।
ধন্যবাদ।
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫১
সবুজসবুজ বলেছেন: হার্ডকপি পেলে আমিও সংগ্রহ করে রাখব।
৬| ১৩ ই নভেম্বর, ২০১২ ভোর ৬:৪১
তিতাস একটি নদীর নাম বলেছেন: আমি যখন ১৯৯৪ সালে কলেজে পড়ি তখন বইটি পড়বার সুযোগ হয়েছিল। তারপর বিদেশে আসার পর অনেক খুঁজেছি।
আপনাকে অনেক ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫২
সবুজসবুজ বলেছেন: আপনার প্রয়োজনে লেগেছে জেনে ভালো লাগল।
৭| ১৩ ই নভেম্বর, ২০১২ সকাল ৮:২৭
মাহমুদ গজনবী বলেছেন: অসম্পুর্ন বই। ১১৮ পাতার পর আর পাতা নেই। নাকি ইচ্ছা করে বাদ দেয়া হয়েছে?
১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:৫৬
সবুজসবুজ বলেছেন: মাহমুদ ভাই ,
আমিও আগে খেয়াল করিনি। এখন দেখলাম। ১১৮ পাতার পরে আর নেই।
আমি যেমনটা পেয়েছিলাম তেমনটাই শেয়ার করেছি আপনাদের সাথে।
আবারও খুঁজবো এই বইটি । পেলে শেয়ার করব অবশ্যই।
ভালো থাকবেন।
৮| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪২
আরজু পনি বলেছেন:
এখন নেটে খুব স্লো, শেয়ার নিয়ে রাখলাম আপাতত।
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৭
সবুজসবুজ বলেছেন:
৯| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৩
হাসান রেজভী বলেছেন: ঠিক ১১৭ আর পর আর নেই ...... কারন লি?
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১১:১৮
সবুজসবুজ বলেছেন: আমিও সেটা লক্ষ্য করলাম। আমি যে অবস্থায় বইটা পেয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি।
১০| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫৫
হাসান রেজভী বলেছেন: *কি?
আর অসম্পূর্ণ হলেও শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২০
সবুজসবুজ বলেছেন: আবারও খুঁজবো এই বইটি । পেলে শেয়ার করব অবশ্যই।
ভালো থাকবেন ।
১১| ০৭ ই জুন, ২০১৩ সকাল ৯:৫৫
রাফিও ইসলাম বলেছেন: thanx
২৪ শে জুন, ২০১৩ রাত ১:২৪
সবুজসবুজ বলেছেন: ধন্যবাদ । ভালো থাকুন।
১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৩:২১
সিফাতুল্লাহ বলেছেন: শেষ ৩টা অধ্যায় (জিয়ার অধ্যায়) মিসিং
২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৩৬
সবুজসবুজ বলেছেন: আমিও সেটা লক্ষ্য করলাম। আমি যে অবস্থায় বইটা পেয়েছি সেভাবেই আপনাদের সাথে শেয়ার করেছি।
১৩| ২১ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:৪৩
সিফাতুল্লাহ বলেছেন: আমার কাছে এই বই এর বাংলা অনুবাদটা আছে। চেষ্টা করব শেষ ৩টা অধ্যায় (জিয়ার অধ্যায়) PDF বানিয়ে আপলোড দেয়ার।
১৪| ২৯ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৪
মোহাম্মদ জাকারিয়া বলেছেন:
@ সিফাতুল্লাহ
ভাই, পারলে বাংলা অনুবাদের সম্পূর্ণ বইটাই PDF করে আপলোড করে দিন। আমি এবং অনেকেরই উপকার হবে। সম্ভব হলে আমার মেইলে পাঠিয়ে দিন।
[email protected]
১৫| ৩০ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৫
সাজ্জাদ হোসেন রাকিব বলেছেন: আমার কাছে বইটার একটা অনুবাদ আছে, বাট ওইখানেও জিয়ার অধ্যায়গুলা নাই।
১৯৮৮ সালের বইটা, নাম 'বাংলাদেশঃ একটি রক্তাক্ত দলিল'
১৬| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৬
আনন্দ্ বলেছেন: Thanks for Sharing
১৭| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:২৯
লিখেছেন বলেছেন: very very important book
©somewhere in net ltd.
১|
১৩ ই নভেম্বর, ২০১২ রাত ১:০৯
তারছেড়া লিমন বলেছেন: ধন্যবাদ....................