![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিস্টেম রিস্টোর হল উইন্ডোজের একটি সিস্টেম টুল যা কম্পিউটারের যে কোন সমস্যায় কম্পিউটারকে পার্সোনাল ডেটার কোন ক্ষতি না করেই পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারে । এটি এক ধরনের সময় নির্দেশিত আনডু কমান্ড হিসাবে কাজ করে । সিস্টেম রিস্টোরের মাধ্যমে পিসির বিভিন্ন সমস্যা দূর হয় ।বিশেষ করে কোন সফটওয়ার সেটআপের পর সমস্যা হলে রিস্টোরের মাধম্যে সমাধান করা যায় । সিস্টেম রিস্টোর করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন ।
Start -> All Programs -> Accessories -> System Tools -> System Restore সিলেক্ট করুন । এর ফলে Welcome to System Restore ডায়লগ বক্স আসবে ।
Restore my computer to an earlier time অপশনটি সিলেক্ট করে Next করুন ।
Select a Restore Point ডায়লগ বক্স আসবে । বামপাশে একটি ক্যালেন্ডার দেখা যাবে । সে সকল তারিখে রিস্টোর পয়েন্ট পয়েন্ট আছে সেগুলো হাইলাইট(বোল্ট) অবস্থায় দেখা যাবে । এখান থেকে আপনার পিসি ভাল থাকা অবস্থার একটি তারিখ সিলেক্ট করুন এবং ডানপাশে রিস্টোর পয়েন্টের নাম দেখা যাবে । যে পয়েন্টে রিস্টোর করতে চান তা সিলেক্ট করুন ।
Confirm Restore Point Selection ডায়লগ বক্স আসবে । Next -এ ক্লিক করুন ।
এর ফলে Restoring Setting নামক প্রগ্রেসবার দেখাবে এবং পিসি রিস্টার্ট হবে । সিস্টেম রিস্টোর করাকালীন সময়ে এটি উইন্ডোজ লগইন উইন্ডো প্রদর্শন করবে ।
রিস্টোর প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হলে Restoration has been successful (আর সফলভাবে সম্পন্ন না হলে Restoration was unsuccessful) দেখাবে । OK করুন ।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৯
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
২| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫২
মৃত হাসানের প্রেতাত্মা বলেছেন: ভাই একবার পিসিতে সমস্যা হয়েছিল প্রায় একমাস রিষ্টোর করে চলেছিলাম। আসলে এই পদ্ধতি মোটামুটি অলসদের জন্য। এর থেকে রি ইন্সষ্টল করা ভাল। তবে জানানোর জন্য ধন্যবাদ। মাঝে মধ্যে কাজে দেয়।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৫৮
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: হাসান ভাই , মন্তব্যের জন্য ধন্যবাদ । আমার পিসিতে সিস্টেম রিস্টোর ভালই কাজ করেছে ।
৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৫:০১
বিডি আইডল বলেছেন: সিস্টেম রিস্টোর অত্যন্ত কাজের জিনিষ...ব্যবহার করতে পারলে..
নিজে একটা রিস্টোর পয়েন্ট তৈরি করে রাখতে হবে...আর মাঝে মাঝে চেক করতে হবে...অনেক ভাইরাসই এই অপশন টা বন্ধ করে রাখে
৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ৮:৫৯
বেয়াকুফ বলেছেন: ডিস্ক পার্টিশনের পর কি সিস্টেম রিস্টোর কাজ করে? মনে হয় না।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০৮
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ভাই আপনি যদি একাধিক হার্ডড্রাইভ ব্যবহার করেন এবং আপনার উইন্ডোজ যে হার্ডড্রাইভে আছে সেটি যদি না পার্টিশন করেন তবে কাজ করবে । একটি হার্ডডিক্সের ক্ষেত্রে যদি আপনি সিস্টেম ড্রাইভ ছাড়া অন্যগুলো পার্টিশন করলে কাজ করবে । সিস্টেম ড্রাইভ পার্টিশন হলে এ সিস্টেম রিস্টোর কাজ করবে না ।
৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ সকাল ১০:২৬
বাষ্প বলেছেন: ভালো । ভাইরাস এটাকের পর কি এই জাদু কাজে লাগে?
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:১১
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: এটি ভাইরাস এটাকের পর কাজ করে । তবে সিস্টেম রিস্টোরের পর আপডেট এন্টি ভাইরাস দিয়ে পিসি স্ক্যান করা উচিত ।
৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:০৭
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সিস্টেম রিস্টোর পৃথিবীর সবচেয়ে বড় রিস্কি জিনিস। কারণ, সিস্টেম রিস্টোর অন করা থাকলে প্রতিটা ড্রাইভে system volume information নামে একটা হিডেন/সিস্টেম ফোল্ডার তৈরি হয়, যেটার ভিতরে আপনার কম্পিউটারের চেঞ্জগুলো অটোমেটিক সেভ করে রাখতেছে। যেমনঃ প্রোগ্রাম আনইন্সটল করলেও সেটার কিছু অংশ system volume information ফোল্ডারটার ভিতরে থেকে যায়। এর ফলে আপনার পিসিতে থাকা স্পাইওয়্যার, ট্রোজান, ভাইরাস ইত্যাদি সব প্রোগ্রাম system volume information ফোল্ডারের ভিতরে ঢুকে বসে থাকে। মাঝে মাঝে গাধা উইন্ডোজ নিজেই ভাইরাস গুলোকে এই ফোল্ডারের ভিতরে কপি করে প্রয়োজনীয় প্রোগ্রাম ভেবে।
আর একটা কথা, সিস্টেম রিস্টোর করার পর উইন্ডোজ কখনোই আর আগের মত পারফর্মেন্স দেয় না। অনেক প্রোগ্রাম চলার সময় ইরর দেখায়। তার চেয়ে পিসিতে প্রব্লেম হলে উইন্ডোজ রিইন্সটল করুন, বেশি আলসেমী লাগলে norton ghost কিংবা deep freeze কিংবা hiren boot cd ব্যবহার করে আড়াই মিনিটে উইন্ডোজ ইন্সটল করুন।
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:৫৬
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: ভাই, System volume information folder-এর ভিতরে স্পাইওয়্যার, ট্রোজান, ভাইরাস ইত্যাদি উইন্ডোজ কপি করে নেয় । কিন্তু আপডেট এন্টিভাইরাস ইউজ করে এ ফাইলগুলো ডিলিট করতে পারেন ।
৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: সিস্টেম রিস্টোর বন্ধ করার জন্য মাই কম্পিউটারে রাইট ক্লিক করে প্রোপার্টিজ এ যান। সিস্টেম রিস্টোর এ ক্লিক করুন। turn off system restore in all drives এ ক্লিক করুন।
৮| ২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১২:১২
কুচ্ছিত হাঁসের ছানা বলেছেন: আপনার ভাল প্রচেষ্টার জন্য +
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ দুপুর ১:০১
মোঃ শরিফুল ইসলাম সবুজ বলেছেন: মন্তব্যের জন্য ভাইয়া আপনাকে ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২৮ শে সেপ্টেম্বর, ২০০৮ ভোর ৪:৪৬
পলাশমিঞা বলেছেন: ঠাংকু।