নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ দেশে মহা-সমারোহে ভাষা সৈনিকদের স্মরনে এবং দিবস পালনে সারাদেশ ব্যাপি শুরু হচ্ছে আমার ভাষায় উৎসব।(এটা বলাতে আবার কেউ কেউ ক্ষেপে যেতে পারেন,তাই তাদের কাছে আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি।) কারন যত কালো পতাকা,ফুল,মিছিল আর সভা কালই সবাই ভুলে যাবে। আজও এর বিরোধিতা করার মত অল্প কিছু লোক আছে। থাকবেও সারাজীবন। তবে এতো নগন্যপর্যায়ে যে গননার মাঝেই আসবে না। আমরা আমাদের গর্বিত বিশেষ দিনগুলি যেমন স্বাধীনতা,বিজয় দিবস। কিন্তু এইদিনগুলিকে সম্মিলিত শক্তিতে,পরিনত করতে যেমনটি হচ্ছে আরবদেশগুলিতে। একই কাতারে মিছিল করে বুকের রক্তের বিনিময়ে আমাদের মতই তাদের অর্জনগুলিও সফলতার মুখ দেখতে পারছে না। আসুন একটু চোখ বুলিয়ে নেই সেই দেশগুলিতে,কি হচ্ছে সেখানে।
আরব স্পীং বা বসন্তের সুতিকাগার থেকেই দেখি না কেন। বেন আলিকে তাড়ানোর পর নির্বাচনে যে দল ক্ষমতায় এলো,আজ তাদের বিরুদ্ধেই চলছে আন্দোলন। বিরোধীদলের নেতা প্রকাশ্যে গুলি খেয়ে পড়ে থাকে। বিভিন্ন সংস্কার এনেও দমানো যাচ্ছে না। মিসর এলো তারপর। ক্ষমতাসীন দলের বিরুদ্ধে ক্ষমতা একিভুত করার অভিযোগে আমার বিদ্রোহ ও মূত্যু। শেষ পর্যায়ে যে কে সেই। অর্থাত আবার সামরিক বাহিনীর হাতে ক্ষমতা। আর লিবিয়ার আসল সরকার যে কে তা খুজে বের করতে অনুবীক্ষনযন্ত্র লাগবে। গোত্রে গোত্রে দ্বন্ধ,বেতনের দাবীতে মন্ত্রনালয়,বিমান বন্দর দখল, পুলিশ ও সেনাকর্মকর্তাদের খুন তো সাধারন ঘটনা। যেখানে খোদ আমেরিকান রাষ্ট্রদুত, কর্মচারীও রক্ষা পায় নি। পায় প্রথম এবং প্রধানমন্ত্রীও। যদিও তাকে খুন না করে অপহরনের পর মুক্তি দেয়া হয়েছিলো। সিরিয়ায় তিন বছর পরও গৃহযুদ্ধের অবসান ঘটার সম্ভাবনা কিছুদিন আগে জেনেভাতে শেষ হয়ে গেল। এই যুদ্ধ এখন আঞ্চলিক পরাশক্তির পরীক্ষাক্ষেত্র।মাঝখান থেকে "পাটা-পুতায় ঘষাঘষি মরিচের দফা শেষ" এর মত সাধারন মানুষের দূর্ভোগ আর রক্ত ঝড়ছে।
অথচ প্রথম প্রথম এই আরব বসন্ত বা স্পীং যাই বলি না কেন নিয়ে পৃথিবীর তাবৎ দেশের মিডিয়ায় সুনামীমার্কা খবর ও আলোচনার ঝড় বয়ে গেছে। যেন এরা একলাফেই সবপেয়ে যাবে।
আজ এটা দিবালোকের মত পরিস্কার যে আরব স্পীং এর মূল লক্ষ্য গনতন্ত্র, ন্যায়বিচার আর জীবনযাত্রার উন্নতি ছিলো না, এরভিত্তি ছিলো ঘৃনা আর সেক্টারিয়ান,গোত্রভিত্তিক ঘৃনা। আর ছিলো আন্তর্জাতিক রাজনীতির প্রয়োজনে কিছু পুরানো মিত্রকে সরানো। তাই আজ সেখানে দেখা যাচ্ছে যুদ্ধ চলছে নিজেদের মাঝে,নিজের দেশের সাথেই।আরবরা আজ পূর্বের যেকোন সময়ের চাইতেও বিভক্ত। শক্তি প্রদর্শনে,প্রভাব বিস্তারে চলছে অন্যের রক্তের হলিখেলা। নিজেদের যে ক্ষতি তারা নিজেরা করছে, তা তাদের শত্রুরাও মনে হয় করতে পারো না। (আমাদের সাথে মিলিয়ে দেখুন। যে চেতনায় আমরা মায়ের ভাষা অর্জন করেছি, হিন্দু,মুসলিম,খৃষ্টান,বৌদ্ধ জাতিধর্ম মিলেমিশে,কাধে কাধ মিলিয়ে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি। আজ কোথায় সেই একাত্বতা, চেতনা?? কেউ বলতে পারবেন আমরা আজ কতটা বিভক্ত?
আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন। কারো দয়ার বা করূনার নয়।। আর এই অর্জনে সাড়ে সাতকোটি মানুষেরই অংশগ্রহনে।
২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৩:০৮
সচেতনহ্যাপী বলেছেন: আমি জানি আপনি জেগে আছেন।জিয়া বা মুজিব কি করেছে. তা আমার প্রশ্ন ছিলো না বা লেখার লক্ষ্য ছিল না।। এটা আশা করি বুঝতে পেরেছেন।। আপনাকে আমি সন্মান করি আমার প্রথম পাঠক এবং মন্ত্যব্যকারী হিসাবে।। ধন্যবাদ।।
২| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৬
পাঠক১৯৭১ বলেছেন: শিরোনামে "আরব স্প্রিং" হবে
৩| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ ভোর ৪:০৫
সচেতনহ্যাপী বলেছেন: তা ভুল হতেই পারে। আমি মানুষ।।
৪| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৫৫
পাঠক১৯৭১ বলেছেন: শুদ্ধ করে দেন!
৫| ২২ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১২:০৩
সচেতনহ্যাপী বলেছেন: আমি আসলে আমাদের গর্বিত দিনগুলির চেতনাকে ধরে রাখতে যেয়ে ধান ভানতে শীবের গীত গেয়ে ফেলেছি। তবে তা প্রাসংগিক বলেই আমার ব্যক্তিগত ধারনা। ধন্যবাদ।@পাঠক
৬| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:১৬
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: @পাঠক১৯৭১ বলেছেন: বাংলার স্বাধীনতা যারা এনেছিলেন, তাঁদের যে ভাবনা ছিল উহাকে তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব ভুলক্রমে হত্যা করেছেন পাকিস্তানী আদলে সরকার গঠন করে।
বাকী সব ইতিহাস; জিয়া গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছে, সেটা চলছে। আরবেও ক্যাপিটেলিজমের ট্যাংক চলছে।
৭| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: এখানে আমি আমার কথা বলেছি, আপনিও আপনারটা।। ধন্যবাদ।
৮| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১০:৫০
মনিরা সুলতানা বলেছেন: আমাদের স্বাধীনতা আমাদেরই অর্জন। কারো দয়ার বা করূনার নয়।। আর এই অর্জনে সাড়ে সাতকোটি মানুষেরই অংশগ্রহনে।
সহমত ... লেখায় ++++++++++
৯| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: বোন আপনারা দেশে থেকে এবং আমি প্রবাসে থেকে এটা অনুভব করি।। কিন্তু এখানকার ভারতীয়রা সেটা মানতেই রাজী না।। বাস্তবে কোন সচেতন ভারতীয়র সাথে আপনি আলাপ করলেই এর সত্যতা খুজে পাবেন।। যা আমরা মর্মে মর্মে উপলব্ধি করি।
©somewhere in net ltd.
১| ২১ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ২:৫৪
পাঠক১৯৭১ বলেছেন: বাংলার স্বাধীনতা যারা এনেছিলেন, তাঁদের যে ভাবনা ছিল উহাকে তাজুদ্দিন সাহেব ও শেখ সাহেব ভুলক্রমে হত্যা করেছেন পাকিস্তানী আদলে সরকার গঠন করে।
বাকী সব ইতিহাস; জিয়া গলাকাটা ক্যাপিটেলিজম চালু করেছে, সেটা চলছে। আরবেও ক্যাপিটেলিজমের ট্যাংক চলছে।