নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের গর্বের বিশেষ কোন দিন এলেই শুরু হয়ে যায় বাকযুদ্ধ। মুজিব না জিয়া আমাদের মুক্তির পথপ্রদর্শক? আমার হিসাবমতে ৭১এর পূর্বে শেখ মুজিব পরবর্তী সময়ে জিয়ার ঘোষনা অনুপ্রেরনাদায়ক।। কারন হিসাবে আমি আমার অভিজ্ঞতা বর্ননা করছি। ৭ই মার্চের ভাষন আমাদের অনু্প্রেরনা দিয়েছে স্বাধীনতার আর জিয়ারটা মুক্তিযুদ্ধের।। তাই আজ কারো অবদানই ছোট করে করে দেখার নয়। যদিও এম এ হান্নান সাহেব শেখ মুজিবের পক্ষে যা বলেছিলেন তা আমাদের শ্রুতিগোচর হয় নি। স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রথম প্রচার আমার কাছে আসে জিয়ার নামে তাই। এব্যাপারে দ্বিমত দেখা দিতে পারে। কিন্তু আমার প্রশ্ন না শেখ মুজিব না জিয়াউর একা দেশ স্বাধীন করেছেন?? বাকী সব মুক্তিযোদ্ধাদের নাম কেন আমরা নেই না?
কেউ কি স্বাধীন বাংলা নিউক্লিয়াস নামের দলের কথা জানেন?? যারা ১৯৬৫ সালের পর থেকেই এইদেশ স্বাধীন করার নামে সংগ্রামের সুচনা করেছিলেন। এলিফ্যান্ট রোডের বলাকা টেইলার্সে তৈরী করেছিলেন স্বাধীন বাংলাদেশের পতাকা, যা নিয়ে সেই সময়ে ঢাকা ভার্সীতেও মিছিল হয়েছিলো?? ন আমি প্রমান দিতে পারবো না, কিন্তু এটা সত্যি এবং বাস্তব। এই দলটির প্রাথমিক নেত্বৃতে ছিলো সিরাজ সিকদার,শেখ ফজলুল হক মনি এবং আবদুর রাজ্জাক( আমার জানামতে)।। কি ছিলো তাদের কাজ এবং চিন্তাধারা? ছিলো বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র এবং নিজস্ব পতাকা। এই পতাকাই প্রথমদিকে (৭১ এবং পরবর্তী সময়ে ব্যবহৃত হতো, যা ম্যাপের বৈশম্যের কারনে বর্তমান পতাকায় রূপ নেয়)।
ধান ভানতে শীবের গীত গাইছি। কিন্তু এটা প্রসংগত।।
এখন আমার প্রশ্ন হলো সে সময়ে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলো তারা সবাই কি আওয়ামী লীগার??( বিএনপির তখন জন্মই হয় নি)। না দেশের আপামর জনতা তথা হিন্দু,মুসলিম,খৃষ্টান,বৌদ্ধদলের সমবেত প্রচেষ্টা তথা প্রতিরোধ তথা মুক্তিযুদ্ধে যোগদান?? জবাব যদি ইতিবাচক হয় তাহলে আজ কেন আমরা এতো বিভক্ত?? এতো অচ্ছ্যুৎ?? কেন আজ বিশেষ দিবস এলেই শুধু মুজিব বা জিয়ার নাম নিতে হবে?? বাকীরা কোথায় যাবে??
আজ দলকানাদের ভীড়ে হয়তো আমার কোন প্রশ্নের জবাব পাবো না, কিন্তু ইতিহাস মুছে ফেলা যায় ক্ষনিকের জন্য,চিরস্থায়ীভাবে না।। একদিন না একদিন তা প্রকাশ পাবেই স্বরূপে, হয়তো সেদিন আজকেঃর আমরা কেউ থাকবো না।।
২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: "আমার পরিচয় একটাই আমি বাংলাদেশী। আমি আওয়ামী লীগার না বিএনপিও না।" - এটাই হোক আমাদের শেষ কথা।
কিন্তু ভাই কয়জন এটা নিয়ে ভাবে?? গত কয়েকদিনের পোষ্টগুলি পড়লেই বুঝতে পারবেন। আমরা ব্যস্ত বিশ্বরেকর্ড আর কে স্বাধীনতা এনে দিয়েছে??যেন আর কারো অংশ নেই!! সেলুকাস............।
২| ২৮ শে মার্চ, ২০১৪ বিকাল ৪:৫২
মদন বলেছেন: আমাদের দেশে প্রতি ৫ বছর অন্তর ইতিহাস পরিবর্তন হয়
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: তা একদম ঠিক কিন্তু আমি বলছিলাম পৃথিবীর ইতিহাসের কথা।ধন্যবাদ সময়োপযোগী মন্তব্যের জন্য।
৩| ২৯ শে মার্চ, ২০১৪ রাত ২:১৮
নিশাত তাসনিম বলেছেন: যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের কোন অবদান আছে নাকি যে তাদের স্মরণ করবো? যত অবদান সব মুজিব-অথবা জিয়ার। বাকি মুক্তি যুদ্ধাদের স্মরণ করার সময় কোথায়?
২৯ শে মার্চ, ২০১৪ ভোর ৪:১৮
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাই মনের কথাটি বলার জন্য। সেই অধিকারেই দেশটা একজনের স্বামীর আর অন্যজনের পিতার।। আর আমরা মানে জনগন ছাগলের তিন নম্বর বাচ্চা।
৪| ২৯ শে মার্চ, ২০১৪ সকাল ১০:০৯
আমিনুর রহমান বলেছেন:
পোষ্টে +++
কত ইতিহাস এই দলের কামড়াকামড়িতে মুছে যাচ্ছে।
২৯ শে মার্চ, ২০১৪ রাত ১১:১৮
সচেতনহ্যাপী বলেছেন: প্লাস এর জন্য অনেক ধন্যবাদ।
আর ইতিহাস মুছে যাচ্ছে কোথায়?? আমরা তো সব সমস্যার সমাধান করে এখন প্রতিদিনই নুতন নুতন ইতিহাস সৃষ্টি করছি।
©somewhere in net ltd.
১| ২৮ শে মার্চ, ২০১৪ ভোর ৫:০৪
সীমানা ছাড়িয়ে বলেছেন: সুন্দর পোস্ট।
মুজিব, জিয়া, স্বাধীনতার ঘোষনা, ভারত, পাকিস্তান - এইসব নিয়া রাজনীতিবীদদের নোংরা খেলা আর আজাইরা ক্যাচাল আর ভাল্লাগে না। এইসব নিয়া সারা বছর ক্যাচাল করলে দেশ এগিয়ে যাবে কিভাবে?
"আমার পরিচয় একটাই আমি বাংলাদেশী। আমি আওয়ামী লীগার না বিএনপিও না।" - এটাই হোক আমাদের শেষ কথা।