নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আসলেও দেখলাম তাই। সিগারেট কিনতে বাকালা মানে দোকানে যেয়ে দেশে যে ব্রান্ড খেতাম Wills সেটা নেই। আছে শুধু ট্রিপল ফাইভ আর বেনসন। সাদেক বললো ওটা পাবেন না এরমধ্যে থেকেই কিনতে হবে। এক প্যাকেট নিয়ে ১০দিনারের নোটটা বাড়িয়ে দিতে মিসরীয় দোকানদার হরবরিয়ে কি যেন বললো (অন্ততঃ তখন আমার কাছে আরবী ভাষাটা এমনই লাগছিলো)। সাদেক আবার ২মাসের পুরানো বলে অল্প-স্বল্প কিছু বঝতো বলে আমাকে টাকাটা ফেরত নিতে বলে ২০০ না ২৫০ পয়সা মানে ফিলস দিয়ে দাম মিটিয়ে দিল। এত অল্প দাম! ১০০০ ফিলসে এক দিনার মানে টাকা।
বাসায় মানে ব্যারাকে ফিরে দেখি হুলুস্থুল কারবার। হাড়ি-পাতিলের ঠোকাঠুকি,প্লেটের –পানির আওয়াজ, এরমাঝে আবার কারো কারো কথা-তর্কের মাঝে ভাসছে রসিক গায়কের হেড়েগলার গান। এক রান্নাঘরে ১০/১২জন!! দেশে যার অভিজ্ঞতা আমার ছিলো না। জানলাম নীচের ৫রুমের জন্য একটাই রান্নাঘর। দোতালারও একই অবস্থা। রুমে ঢুকে দেখি এককোনায় রাখা পুরানো একটা টিভিতে আরবী গান চলছে তারই মাঝে পাল্লা দিয়ে চলছে ২০,১৮,ডাবল,রিডাবলের হৈচৈ। দেশে আমরা যাকে “গামছা বিছানো”মানে টোয়েন্টি নাইন খেলা চলছে। বেশীর ভাগ রুমেই একই দৃশ্য। আমাকে কেউ কেউ নিজের আসন ছেড়ে দিতে চাইলে সবিনয়ে খেলতে জানি না বলে প্রত্যাখান করলাম। কোথায় ফ্লাস,রামী,কাচ্চু আর ব্রিজ!! আর কোথায় এটা?? যাক এসব এক/দেড় ঘন্টার মাঝেই রান্নাঘর থেকে একে একে আসতে লাগলো ভাত তরকারির পাতিল। দেখে একজন প্লেটগুলি নিয়ে ধুতে চলে গেল আর বাকীরা খেলাবন্ধ করে মাঝে পেপার বিছিয়ে দুই লাইনে মুখোমুখি বসে পড়লো। খাওয়ার মাঝেই গল্পচ্ছলে জানলাম রুমের ৮জনই একসাথে খায়।বাজার মিলে-মিশে সবাই করে।রান্না দিন ভাগ করে দেওয়া আছে। দুজন করে। যাদের সিরিয়াল পড়বে তারাই সেদিনের খাদ্যমন্ত্রী। (কয়েকমাস পর একক সংসার ভেঙ্গে কয়কটা হয়েছিলো। রান্না আর বাজারের অভিযোগে)। আমাকেও জুড়ে দেওয়া হলো বেজোড় ছেলেটার সাথে। মাসের শেষে একজনের কাছে রাখা হিসাব দেখে সব সমান ভাগে পড়বে। বেশী হলে ফেরত দেয়া হবে,কম হলে নেয়া হবে।
বেশ হাসি-খুশীর মাঝেই খাওয়া শেষ করার পর সবাই আমাকে ঘিরে বসে পড়লো আড্ডায়। তবে প্রায় সবারই মূল প্রশ্ন ছিলো দেশের হাল হকিকত। আইন-শৃখলা পরিস্থিতি। তবে আজকের মত দলীয় রেশারেশির কনমাত্রও ছিল না। ঢাকার যারা তারা নিজ নিজ এলাকার কথা জানতে চাইলে,যতটুকু জানতাম তাই বললাম। এতেই মনে হলো দেশ থেকে প্রায় ৬০০০মাইল দুরে থেকেও আমার চোখ দিয়েই যেন ওরা সব দখতে পেলো। একদিনেই মিশে গেলাম সবার মাঝে। নিজের বন্ধুদের বাহিরে যে কাউকে এতো অল্প সময়ে কাউকে আপন করে নেওয়া যায়,আমার অন্ততঃ এটা জানা ছিল না। সুদুর প্রবাসে শুধুমাত্র একদেশের মানুষ হবার সুবাদে মুহুর্তেই কাছাকাছি চলে এলাম সবাই।বলাই বাহুল্য কথায় হোক বা নুতন মানুষকে দেখাই হোক পাশের সবকটি রুমের কেউ না কেউ উপস্থিত ছিল। কথায় কথায় রাত গভীর হয়ে যাওয়াতে একজন ডিউটির কথা মনে করিয়ে দেওয়াতে ঘোর ভাঙ্গলো সবার। চললো ঢালাও বিছানা। শুনলাম কোম্পানী নুতন বলে খাট তৈরী হচ্ছে,চলে আসবে দু/তিন দিনের মাঝেই। সাথে প্রতিটি রুমের জন্য একটি করে এসি। শুয়ে পড়লাম প্রায় সবাই। ঘুমিয়ে পড়লোও কয়েকজন প্রায় সাথে সাথেই। আর এই অভ্যাসটা ছিল না বলে জেগে রইলাম শুধু একাই।
মাথার মধ্যে এলোমেলো ভাবনা। ভাই-বোন,স্ত্রী-কন্যার কথা। সেই কৈশর থেকে একসাথে বড় হওয়া বন্ধুদের কথা। এলাকার কোনার এক বিল্ডিংএর আলো-আধারী মাঠে রাত ১১/১২টা কখনো বেশী,আড্ডা দেয়া। সেই তর্ক-বিতর্ক,(তবে শর্ত ছিল আর যাই হোক নিজেদের মাঝে থাকবে না রাজনৈতিক বিরোধ আর....। কিন্তু রতনরা সে শর্ত ভেঙ্গে আবার মাফ চেয়ে নিজেদের রক্ষা করেছিলো)।। রাগ আবার সব ভুলে হোটেলে বসে পুরো হোটেল গরম করে চা খাওয়া। মহল্লার দোকানে বাকী খাওয়া না দিলে ভয় দেখানো আরও অনেক কিছুই, সব সেলুলয়েডের পর্দার মত চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো। মিটিং-মিছিল, আর নেতাদের বড় বড় মহৎ বানী কানে ভাসতে লাগলো। মনে মনে বললাম তোমাদের জন্যই আজ আমাকে নাড়ীর বাধন কেঁটে সব ফেলে এই অজানা,অচেনা পরিবেশে এসে পড়তে হলো। আমার ক্ষমা তোমরা কোনদিনও পাবে না। আমি ফারুকের মত সাহসী হলেও অতটা নই যে,তোমাকে খুন করতে যাবো। তাই বিড়ালের মতই চলে এলাম। মিউ মিউ করতে করতে। আপনি বাঁচলে বাপের নাম। তাই আগে নিজেকে তো রক্ষা করি। মনে পড়ে গেলো এক প্রবীন রাজনীতিবীদের কথা,যার সাথে কথা হয়েছিলো বেঙ্গলের সেগুন বাগিচার অফিসে। বলেছিলেন তখন না মানা একটি অমোঘ বাক্য “prostitution is better then politics”. তখন ভুয়া আবেগ আর আদর্শের মোহজ্বালে পড়ে বুঝি নি, এমনকি বুঝতেও চাই নি।। কিন্তু আজ এতগুলো বছর পরও উনার সেদিনের প্রতিটি আলাপচারিতা কানে বাজছে। কিন্তু শুধরাবার সময় নেই।। ……………চলবে…………..।।
২| ০৭ ই মে, ২০১৪ রাত ১:৩১
সচেতনহ্যাপী বলেছেন: লিখতে যখন শুরু করেছি পরের অংশটুকুও আসবে।। কান টানলে যেমন মাথা আসে।।
৩| ০৭ ই মে, ২০১৪ সকাল ৮:২৯
আজীব ০০৭ বলেছেন: চলুক.........।
০৮ ই মে, ২০১৪ রাত ১:০৮
সচেতনহ্যাপী বলেছেন: চেষ্টা করবো। ধন্যবাদ।।
৪| ০৭ ই মে, ২০১৪ রাত ১০:২১
উড়োজাহাজ বলেছেন: হুম! ভাল লাগছে। রাজনীতিও করতেন? আমার সব চেয়ে ঘৃণার বিষয়।
০৮ ই মে, ২০১৪ রাত ১:১৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ। আর রাজনীতিকে আপনার মতই আমিও ঘৃনাই করি। অনেক গভীর থেকে দেখেছি,জেনেছি বলে।যে কারনেই প্রবীন সেই রাজনীতিকের সেদিনের আলাপের প্রতিটি কথাই কানে বাজছে।বাড়তি একটা ধন্যবাদ পাওনা হলেন অন্ততঃ এখানে মনের মিলের জন্য।।
৫| ১৪ ই মে, ২০১৪ সকাল ১১:৫৬
একজন ঘূণপোকা বলেছেন:
চলুক, ভালো লাগছে!!
১৫ ই মে, ২০১৪ রাত ১২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি। আপনাদের প্রেরনাই আমার পাথেয়।।
৬| ১৮ ই মে, ২০১৪ বিকাল ৩:২১
আমি ইহতিব বলেছেন: কিছু মানুষের নোংরা রাজনিতীর খেসারত দিতে হয় কত শত জনকে। এমন আরেকটি উদাহরণের কথা জানলাম আপনার লেখা থেকে। তাও ভালো সময় থাকতে এসব ত্যাগ করে দূরে চলে গিয়েছিলেন। পরের পর্বে যাচ্ছি।
৭| ১৮ ই মে, ২০১৪ রাত ১০:৪০
সচেতনহ্যাপী বলেছেন: বোনটি বলুন ভবিষ্যৎ তো দুরের কথা প্রানটি বিতে দিতে হয়ছে কতজনকে তার হিসাব আছে??
বেচে গেছি আমাদের এই নোংরা রাজনীতির কবল থেকে মুক্তি পেয়ে।। না হলে আমার হাড়গোড়ের চিন্হও থাকতো না।। আমি আমাদের রাজনীতিকে দেখেছি খুব কাছ থেকে।।
মনের কথা বলার আগে বুঝার জন্য অ-নে-ক ধন্যবাদ।। কথায় আছে না বুদ্ধিমান/বুদ্ধিমতির জন্য ইশারাই যথেষ্ট।।
৮| ২২ শে মে, ২০১৪ বিকাল ৫:৫০
বিদ্রোহী ভৃগু বলেছেন: এক প্রবীন রাজনীতিবীদের কথা,যার সাথে কথা হয়েছিলো বেঙ্গলের সেগুন বাগিচার অফিসে। বলেছিলেন তখন না মানা একটি অমোঘ বাক্য “prostitution is better then politics”. তখন ভুয়া আবেগ আর আদর্শের মোহজ্বালে পড়ে বুঝি নি, এমনকি বুঝতেও চাই নি।। কিন্তু আজ এতগুলো বছর পরও উনার সেদিনের প্রতিটি আলাপচারিতা কানে বাজছে
++
২৩ শে মে, ২০১৪ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: সেই ৩০/৩৫ বছর পরও কি আমরা সরে আসতে পেরেছি??
আর ধন্যবাদতো পাওনা হলেন প্লাসের জন্য। এটা আমি উনাকেই উৎসর্গ করলাম। কিছু মনে করলেন না তো??
©somewhere in net ltd.
১| ০৭ ই মে, ২০১৪ রাত ১:০৬
আবু শাকিল বলেছেন: পরের কিস্তির অপেক্ষায় রইলাম ।