![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ আগে থেকেই ভূমিকাটা শুরু করি।। '৫২তে শুরু হয় ভাষা আন্দোলন।। ক্রমেই তা '৬৬ সালে এসে পরিনত হয় স্বাধীনতার আন্দোলন এবং এর প্রস্তুতিতে।। যতটুকু জানি,সে সময় স্বাধীন বাংলা নিউক্লিয়াস নামে একটি সংঘটন গোপনে ট্রেনিংও শুরু করে।। এমন কি বলাকা ভবনের এক অবাংঙ্গালী টেইলার্স থেকে '৭১এর আসল পতাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চপাষ্টও হয়(এখানে ভুল হলে দয়া করে ধরিয়ে দেবেন)।।
সেই অতীত আজ নিভৃত।। সবাই ভুলে গেছে সিরাজুল আলম খাঁন,আবদুর রাজ্জাক,ফজলুল হক মনির কথা।। আর সিরাজ শিকদারেরতো প্রশ্নই উঠে না!!
অতীত চিন্তার বিষয় না,যতটা ভবিষ্যতের।।কিন্তু আমরা কয়জন এটা নিয়ে ভাবি??
কিন্তু শিকড়ের গভীরতায় আমাদের বাঙ্গালিত্ব বেশ বেঁচেবর্তেই আছে।। আজ আমরা কিন্তু প্রকারান্তরে তাকেই অস্বীকার করছি।।সুতরাং টিকে থাকা শুধু সময়ের ্যাপার।।
কিন্তু কে ভাবছে এটা নিয়ে?? যাদের নেতৃত্ব দিয়েছি তরা তো নয়ই,আমরা নিজেরাও প্রশ্নবিদ্ধ।।
বর্তমানই সার।। ভবিষ্যৎ বলতে শুধু ছেলে-মেয়ে পর্যন্ত!!তারপরের কথা আমাদের ভাবনাতেই নেই।। কিছুই না।।
সারাবিশ্ব যেখানে এগিয়ে চলছে আগে,তখন আমরা বুতাম উল্টোকরে লাগিয়ে এগোচ্ছি।। জেনরেশনের পরবর্তি জেনারেশন নিয়ে যে জাতির কোন ভাবনা নেই, তাদের জন্য শুধুই হতাশা!! ভাবছি প্রকৃতিপ্রদত্ত সব থাকা সত্বেও শুধুমাত্র ভুল পের নির্দেশনায় আমরা আমাদেরই নষ্ট করছি।।অভাব শুধু মাঝির,যে তার ফুটোনৌকাতেও কৌশলে পার করে দেবে
কিন্তু সবার আগে আমি।। আমার স্বচ্ছলতা আর নিরাপত্তা আগে বিকাশ ঘটাতে হবে।। নিকটজনের তো থাকতেই হবে।।।।
যা কোনদিনও মিটবে না।।
আমি দেখেছি একবেলা খাওয়া মানুষকে আজ দশজনের খাবার অপচয় করতে।।
কোন প্রশ্ন-উত্তরের বালাই নেই।। থাকে শুধু মনের মনে অনেক অব্যক্ত কথার জ্বালা।।
তাইতো আজ নিজেকে একঘরে করে রেখেছি,নিজের ইচ্ছেতেই।। নজরুলের ভাষায়,বন্ধু বড় বিষজ্ব।লা এই বুকে।।
দেশের কোন দোষ নেই,থাকতেও পারে না।। যতদোষ এই আমাদের মাঝে।।কটু আগে থেকেই ভূমিকাটা শুরু করি।। '৫২তে শুরু হয় ভাষা আন্দোলন।। ক্রমেই তা '৬৬ সালে এসে পরিনত হয় স্বাধীনতার আন্দোলন এবং এর প্রস্তুতিতে।। যতটুকু জানি,সে সময় স্বাধীন বাংলা নিউক্লিয়াস নামে একটি সংঘটন গোপনে ট্রেনিংও শুরু করে।। এমন কি বলাকা ভবনের এক অবাংঙ্গালী টেইলার্স থেকে '৭১এর আসল পতাকাসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্চপাষ্টও হয়(এখানে ভুল হলে দয়া করে ধরিয়ে দেবেন)।।
সেই অতীত আজ নিভৃত।। সবাই ভুলে গেছে সিরাজুল আলম খাঁন,আবদুর রাজ্জাক,ফজলুল হক মনির কথা।। আর সিরাজ শিকদারেরতো প্রশ্নই উঠে না!!
অতীত চিন্তার বিষয় না,যতটা ভবিষ্যতের।।কিন্তু আমরা কয়জন এটা নিয়ে ভাবি??
কিন্তু শিকড়ের গভীরতায় আমাদের বাঙ্গালিত্ব বেশ বেঁচেবর্তেই আছে।। আজ আমরা কিন্তু প্রকারান্তরে তাকেই অস্বীকার করছি।।সুতরাং টিকে থাকা শুধু সময়ের ্যাপার।।
কিন্তু কে ভাবছে এটা নিয়ে?? যাদের নেতৃত্ব দিয়েছি তরা তো নয়ই,আমরা নিজেরাও প্রশ্নবিদ্ধ।।
বর্তমানই সার।। ভবিষ্যৎ বলতে শুধু ছেলে-মেয়ে পর্যন্ত!!তারপরের কথা আমাদের ভাবনাতেই নেই।। কিছুই না।।
সারাবিশ্ব যেখানে এগিয়ে চলছে আগে,তখন আমরা বুতাম উল্টোকরে লাগিয়ে এগোচ্ছি।। জেনরেশনের পরবর্তি জেনারেশন নিয়ে যে জাতির কোন ভাবনা নেই, তাদের জন্য শুধুই হতাশা!! ভাবছি প্রকৃতিপ্রদত্ত সব থাকা সত্বেও শুধুমাত্র ভুল পের নির্দেশনায় আমরা আমাদেরই নষ্ট করছি।।অভাব শুধু মাঝির,যে তার ফুটোনৌকাতেও কৌশলে পার করে দেবে
কিন্তু সবার আগে আমি।। আমার স্বচ্ছলতা আর নিরাপত্তা আগে বিকাশ ঘটাতে হবে।। নিকটজনের তো থাকতেই হবে।।।।
যা কোনদিনও মিটবে না।।
আমি দেখেছি একবেলা খাওয়া মানুষকে আজ দশজনের খাবার অপচয় করতে।।
কোন প্রশ্ন-উত্তরের বালাই নেই।। থাকে শুধু মনের মনে অনেক অব্যক্ত কথার জ্বালা।।
তাইতো আজ নিজেকে একঘরে করে রেখেছি,নিজের ইচ্ছেতেই।। নজরুলের ভাষায়,বন্ধু বড় বিষজ্ব।লা এই বুকে।।
দেশের কোন দোষ নেই,থাকতেও পারে না।। যতদোষ এই আমাদের মাঝে।।
২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:০৬
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম কথাটির সাথে একমত।। কিন্তু তখন যে নিউক্লিয়াস নামের অস্তিত্ব ছিল,না ছিল না?? এটা জানলেন কি করে?? দয়া করে বলবেন কি??
২| ২৮ শে মার্চ, ২০১৫ রাত ১২:০৫
অন্ধবিন্দু বলেছেন:
সচেতনহ্যাপী,
আশা হারাবেন না। নজরুল বলছেন-
“খালেদ ! খালেদ ! দু’ধারী তোমার কোথা সেই তলোয়ার
তুমি ঘুমায়েছ, তলোয়ার তব সে ত নহে ঘুমাবার !”
২৮ শে মার্চ, ২০১৫ রাত ২:০৮
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু।। তলোয়ার ঘুমায় না,শুধু থাকে খাপে।।
অনেকদিন পর পেলাম!!
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৫ ভোর ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
বাংলাদেশ হবে, এই রকম কোন প্ল্যান ছিল না।
নিউক্লিয়াস, ইলেকট্রন, প্রোটন, এ ধরণের সুন্দর নাম দিয়ে অনেক কিছু বাংগালীরা বলে; ওগুলো কথার কথা।