নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কুয়েতের ভিসা লিংকটি দিয়েই শুরু করলাম।।
কিছুদিন আে আমাদের মিনিষ্ট্রিতে কম্পানীর কিছু নূতন ছেলে এসেছে।। জানতে পারলাম তাদের আসতে দালালকে দিতে হয়েছে প্রায় ৭লাখ টাকা।। কম্পানর বেতন ৬০ দিনার মানে প্রায় ১৬/১৭ হাজার টাকা।। এর থেকে খাওয়া বাবদ ৪/৫ হাজার টাকা বাদ দিলে বাকী টাকা কতদিনে উঠবে?? তবুও আমরা উন্মদ,কিভাবে সন্তানদের বিদেশে পাঠানো যায়!! হায় বাঙ্গালী!!
আমরা একটুও ভেবে দেখি না যে, আমাদের প্রানপ্রিয় সন্তানরা কি করছে?? শুধু দেখি পাশের বাড়র ছেলেটা মধ্যপ্রাচ্যে কাজ করে জিন্স আর সানগ্লাস চোখে দিয়ে দেশে ফিরে!! কিন্তু সে যে কিভাবে রোযগার করে,তা কি কাউকে জানায় বা কেউ জানতে আগ্রহী হয়?? না হয় না।। কারন আমরা বাহ্যিক চাকচিক্যেই আগ্রহী।।
ভাবছি এই সরল-সাধারন ছেলেগুলি এই বিপুল টকা কতদিনে ফেরত পাঠাবে?? পার্টটাইম করতে গেলেও পুলিশ এবং মিনিষ্ট্রি অব লেবারর ভয়।। কারন স্পনসারের বাইরে কাজে ধরা পড়লেই দেশে ফেরত।। তারপরও আমাদের পিতা-মাতারা ব্যাকুল কি ভাবে সন্তানদের প্রবাসে পাঠানো যায়।।
কিন্তু এখানে প্রবাসীদেরও দোষ আছে।। তারা প্রকাশ করে না, কিভাবে ১৮ ঘন্টা কাজ করে (পুলিশ এবং মিনিষ্ট্রি অফ লেবারের আইন অমান্য করে টাকা উপার্জন করে।।)।। দেশের শিক্ষিত বা অশিক্ষিত মানুষ মনে করে এইতো বেশ।। বিদেশ গেলেই টাকার রমরমা!!
কিন্তু না সন্তান না পিতা-মাতা বুঝে তার অতি আদরের সন্তান কি ভাবে টাকা উপার্জন করে তাদের সুখী রাখছে।।
আমি অবাক হলেও হতবাক হই না, কারন আমি জানি আমাদের সমাজের চালচিত্র।। তাই কিছু বলাই বাহুল্য।।
২| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৫:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: লিংক কাজ করছে না।।
৩| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৪৯
চাঁদগাজী বলেছেন:
দেশে মুহিত ও ড: আতিয়ার সব কিছু নয়ে আলাপ করে, কিন্তু চাকুরী সৃস্টি নিয়ে আলাপ করে না। এদের এক সময় দেশ থেকে বের করে দেয়া হবে।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১৪
সচেতনহ্যাপী বলেছেন: সত্যি তাই করা উচিৎ।। কিন্তু আমার ঘাড়ে যে একটিই মাথা।।
৪| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ৮:৫৩
শতদ্রু একটি নদী... বলেছেন: গাজী আঙ্কেল, মুহিতরে আগে বাইর করেন, অসংলগ্ন কথাবার্তা সহ্য হয়না
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১৫
সচেতনহ্যাপী বলেছেন: ঠিক বলেছেন।।
৫| ০৩ রা জুলাই, ২০১৫ সকাল ১০:০১
জাকির হায়দার বলেছেন: লিংক কাজ করছে না।
=<লিংক িঠক মতো িদন
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:১৬
সচেতনহ্যাপী বলেছেন: দিয়েছি ঠিক করে।। ধন্যবাদ।।
৬| ০৩ রা জুলাই, ২০১৫ বিকাল ৩:১৮
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ভালো লিখেছেন, আমার অনেক বন্ধুবান্ধবকেও দেখেছি প্রবাস জীবনের নানান কাহিনী, যে দেশে থাকে সেই দেশের নানান সুনাম সবই বলে কিন্তু তারা যে কি কাজ করে আর কত টাকা উপার্জন করে এবং তা কীভাবে এটা সহজে বলতে শুনি না। আর একারনেই মানুষ মিস গাইডেড হয়ে বিদেশ যাচ্ছে এবং স্বপ্নভঙ্গ হয়ে হতাশায় নিমজ্জিত হচ্ছে। আপনার লিংকটা কাজ করছে না শেষে ] ব্রাকেট না থাকায়।
ছবিতে লিংক এড্রেস দিলাম আর পোস্টেও লিংক দিয়ে দিলাম। কুয়েতের ভিসা।।
ভালো থাকুন সবসময়, শুভকামনা রইল।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:২৬
সচেতনহ্যাপী বলেছেন: বললে বিশ্বাস করবেন হয়তো,কম্পানীর ৯০% ভাগ লোকই এমন কাজ নেই যে করে না।। কারন শুধু একবেতনের উপর নির্ভর করলে সংসার চালানো তো পরের কথা,আসর খরচ তুলতেই দ্বিতীয় জীবনে পারি দিতে হবে।।
কয়েকটা ছেলে (মোচও ওঠে নি ভাল করে) আসার পর সব দেখে হতাশা ব্যক্ত করলে রাগে-দুঃখে তাদের বলি,তোমরা কি তোমাদের বাপ-মার কাছে এতই বোঝা হয়ে গিয়েছিলে?? কাচু-মাচু হয়ে বলে দালালদের প্রলোভনের কথা।। আর কি বলবো বলুন??
ধন্যবাদ লিংকয়ের ব্যাপারে।। ভাল থাকুন সর্বদা।।
৭| ০৩ রা জুলাই, ২০১৫ রাত ৯:১০
প্রোফেসর শঙ্কু বলেছেন: ভাল বলেছেন। বাইরের দিকটাই মানুষের নজর কাড়ে।
০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ১:২৯
সচেতনহ্যাপী বলেছেন: প্রবাসীদের চাকচিক্যই আমাদের চোখ ধাধিয়ে দেয়।। আমরাও কাউকে নিজের কাজের ধরনের কথাও বলি না কাউকে।। যাবার সময় এর/ওর কাছ থেকে যে ঋন নিয়ে যাই, তাও না।।
ধন্যবাদ আমার ব্লগবাড়িতে আসার জন্য।।
৮| ০৪ ঠা জুলাই, ২০১৫ রাত ২:৪০
প্রামানিক বলেছেন: বিদেশে যত কষ্টই করুক না কেন দেশে এসে লোকলজ্জার ভয়েই তা বলে না। ব্স্তবতা নিয়ে লেখার জন্য আপনাকে ধন্যবাদ।
০৫ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। কিন্তু এজন্য যে আরো দশটা পরিবারের ক্ষতি হচ্ছে তা কিন্তু আমরা ভেবে দেখছি না।।
প্রসঙ্গক্রমে আপনাকে জানাচ্ছি,কম্পানীর একটি ছেলে এক ডিরেক্টরের খুব প্রিয় ছিলো।। প্রতি ৩/৪ মাস পরপরই তার বাবা অথবা মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বলে কুয়েতির কাছ থেকে টাকা নিত।। একদিন বন্যার মৌসুমে বসকে কাঁদো কাঁদোমুখে জানালো তার ঘরবাড়ি সব ভেসে গেছে।। বস তাকে বেশকিছু টাকা দিলেও,সন্দেহ হওয়াতে খোজ নিয়ে জানলো সব ভুয়া।। পরিনতি সেই ছেলেটিকে দেশে পাঠিয়ে দেয়ায়।। এবার ভেবে দেখুন কতটুকু নিে নামতে পারি আমরা??
৯| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ৩:১৬
সচেতনহ্যাপী বলেছেন: নোটিসবোর্ডে ১টি মন্তব্য দেখাচ্ছে,জানি না কার।। কারন শো করছে না।। তাই উত্তর দিতে পারছি না বলে দুঃখিত।।
১০| ০৫ ই জুলাই, ২০১৫ দুপুর ১২:৩৪
কান্ডারি অথর্ব বলেছেন:
আশির দশকে এই দেশের মানুষের মধ্যপ্রাচ্যে কাজের জন্য যাওয়ার একটা সুযোগ হয় বলেই এখনও রিজার্ভ চলছে, অসংখ্য পরিবার সমাজে মাথা উঁচু করে বেঁচে থাকতে পারছে। নতুবা এই দেশ আশির দশকের আগেই সোমালিয়ার মত অবস্থায় পরিণত হত এবং সেই পর্যায়ের দিকেই যাচ্ছিলো দেশ।
০৬ ই জুলাই, ২০১৫ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও আমাদের রেমিটেন্সই আমাদের উন্নতির দ্বিতীয় সোপান।।এর জন্য গর্ব সরকারেরও।। এর মাধ্যমেই বেচে আছে আমার পরিবার ও সাথে দেশও।। কিন্তু বিনিময়ে কি যে মূল্য দিতে হচ্ছে,তা ভাষায় বলার নয়।। কিন্তু প্রশ্ন এই টাকা তুলতে যেয়ে আমাদের জীবনের মূল্যবান সময়গুলো যে ব্যায় হবে,তা কি আর ফেরত পাবো?? তারপরও দেশে ফেরার সময়ে কাষ্টমস সহ বিভিন্ন এজেন্সীর লোকেরা উৎপেতে বসে থাকে,কখন কাকে,কিভাবে জবাই করা যয়।। অর্থাৎ এত অবদান থাকা সত্বেও আমরা সেই তূতীয়শ্রেনী ভুক্তই রয়ে গেলাম!!
শুভকামনা আপনার প্রত্যাবর্তনে।। কোথায় ডুব দিয়েছিলেন এবং কেনই বা?? জানতে পারি কি??
১১| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ১:৪৩
কান্ডারি অথর্ব বলেছেন:
থাক না ভাই সেসব ব্যাঞ্জনার কথা।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৩১
সচেতনহ্যাপী বলেছেন: থাক তাহলে।। তবু যে ফিরে এসেছেন এতেই খুশী।।
১২| ০৬ ই জুলাই, ২০১৫ রাত ৩:৩০
মোঃমোজাম হক বলেছেন: প্রবাসের দিল্লীকা লাড্ডু খেয়ে দুইযুগ থেকে গেলাম।
হয়তো তারা তাদের ভাগ্যের চাকা ঘুড়িয়েই দেবে।
তাদের প্রতি দোয়া থাকলো।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ১:৩৭
সচেতনহ্যাপী বলেছেন: লাড্ডুর মজাতো মাত্র সেদিন পেলাম।। যখন দেখলাম আমাদের প্রমোশন,ইনক্রিমেন্ট কিছু হয় না।। ব্যাকিংয়ের জোরে হয়তো বেতন কিছুটা বাড়ে।। ভাগ্যের চাকা ঘুরাবে ঠিকই কিন্তু কতদিন পরে?? এই লাড্ডুর ভাগ আবার সবাই পায় না।। তাই শুধু এদের দেখে কষ্ট লাগায় এই পোষ্ট।। ধন্যবাদ কঠিন বাস্তবতা তুলে ধরার জন্য।।
১৩| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:১৫
উর্বি বলেছেন: কারন আমরা বাহ্যিক চাকচিক্যেই আগ্রহী।।
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:২৮
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও তাই।। কিন্তু জন্য যে কি মূল্য দিতে হচ্ছে তা একমাত্র আমরাই জানি।।
১৪| ০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩১
উর্বি বলেছেন:
০৭ ই জুলাই, ২০১৫ রাত ২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন:
১৫| ১১ ই জুলাই, ২০১৫ বিকাল ৫:০১
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দিন পাল্টাচ্ছে , সেই দিন বেশি দূরে নয় , যেদিন আমরাই জনশক্তি আমদানি করবো ।
দরকার সঠিক নেতৃত্ব ।
১২ ই জুলাই, ২০১৫ রাত ১:২৪
সচেতনহ্যাপী বলেছেন: কিন্তু প্রশ্ন কবে আসবে সেই দিনটি?? ধন্যবাদ।।
১৬| ১২ ই জুলাই, ২০১৫ ভোর ৫:৫৫
চাঁদগাজী বলেছেন:
" কিন্তু আমার ঘাড়ে যে একটিই মাথা।। "
-কয়েক কোটী লোক আছে, যারা দেশের ভালো চায়।
১৩ ই জুলাই, ২০১৫ রাত ১:০৯
সচেতনহ্যাপী বলেছেন: তা চায় ঠিকই।। কিন্তু মত-পথের পার্থক্যের কারনে অবহেলিত।।
©somewhere in net ltd.
১| ০৩ রা জুলাই, ২০১৫ ভোর ৫:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: ://www.somewhereinblog.net/blog/sochetonhappy/29951093 লিংকটি কাজ না করলে এখানে ক্লিক করতে পারেন।।