নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমাকেই...............।।
কি যেন ভাবতে ভাবতে মনে পরে গেলো তোমার কথা।।সেদিন ভেবেছিলাম,আমিই ঠিক,আজ দোলাচলে।। ভুলটা কি আমিই করেছি,না তোমার বোঝার??এ প্রশ্নের জবাব আজো খজছি।।
সেই দিনটি ছিলো আমার পরম পাওয়ার একটি।।বরাবরই যা ছিলো কামনার।।দেশে যেয়ে ২/৩বার ওর সাথে দেখা করতাম,স্ত্রীর মতেই।।(কারন আমরা একই এলাকার এবং পরস্পরের সাথে পরিচিত বিধায়)স্ত্রী শুধু কেন স্ত্রীর ভাই-বোন,মাও বাধা দিতো না,এব্যাপারে)।।সেদিনটি ছিলো এমনই একটি দিন।।
আমাদের দু’জনের মাঝে গেই বোঝাপড়া থাকায় সেদিন প্রস্তুতি নেয়ার প্রাক্যালে স্ত্রী জামার বোতাম লাগাতে লাগাতে হেসে বললো,যাও আজ তোমার বন্ধন মুক্ত করে দিলাম।। আমি তার কথায় সত্যিই নিজকে মুক্ত মনে করে ছুটে বেড়িয়ে গেলাম।। ভাবার সময়ই নেই তখন,স্ত্রীর মনে ব্যাথা না আনন্দ খেলছে।।
আজিমপুর ওর বাসায় পৌছে পেলামও আন্তরিক অভ্যর্থনা।। যা সেই প্রথমে পেতামও।। ওর বোন এবং বোনজামাই আন্তরিক অভ্যর্থনা জানিয়ে স্বগতভাবেই গ্রহন করে নিলেন।। পরে জানলাম ওর বড়বোনের তাগিদে এই ব্যাবস্থা(যে পুরোই জানতো আমাদের কথা)।। তারই অযুহাতে আমরা বের হলাম হারিয়ে যাবার পথে।।
প্রথমে গেলাম ওদের এক ভাড়াটিয়ার বাসায়।। সেখানে ও পরিচয় দিলো আমার..এটুকু বলতেই ভাড়াটিয়া মহিলা আমার পরিচয় বুঝে নিলো(এভাবেই ও আমাকে পরিচিত করতো,অপরিচিত মহলে।। ওর কথা ছিলো কে কি মনে করলো তা আমার ধর্তব্য নয়।।আমিও মেনে নিতাম।। সেখান থেকে ওর বড়বোন হয়ে ছোটবোনের বাসায় বেড়িয়ে আমরা বেড়িয়ে পড়লাম রাস্তায়।। কথায় কথায় বললাম ভাবীর বাসায় না যেয়ে কি হবে?? ও বললো আসলেও তাই।। ফল-মূল কিনে যেয়ে দেখি ভাবী অনুপস্থিত।। অর্থাৎ বাপের বাড়ী।।পরের গন্তব্য?? বললাম সংসদ ভবন।।অনুমোদন পাওয়ার পর সেখানেই গমন!!
সেই রমনা পার্কের দৃশ্যেরই পুনরাবর্তন।। তারপরই দীর্ঘ একযুগের পর প্রশ্নের সম্মুখিন।। কি ভাবে এটা হলো?? মানে বিয়েটা।। কিছু না লুকিয়ে সব খুলে বললাম।।আমাকে চিনে বলেই আমার কৈফিয়ত বুঝলো।। কিন্তু জবাবে কিছু বললো না।।
তারপর ওর বাসারকাছে এসে সেই হাতধরে হাটার গল্প,হাজারকথা বলার কথা আজো জাগরুক আজো মনে ভাসছে শেষ বেলায় ওর হাতে হাত রেখে বলেছিলাম,ভালো থেকো শুধু আমারই জন্য।। সে কথা দিয়েও রাখতে পারে নি আর দশটি কথার মতই।।
কাল ঈদ,মেয়ে,স্ত্রীর পুরো জ্ঞ্যানেতেই আমার এই প্রকাশ।। সবাই জানে তাই আমারও এই অবস্থা
অনেকে অবাক হলেও আমার কিছুই করার নেই।
অনেক কথাই হয়ছিলো সেদিন।। সব লিখতে গেলে মহাভারত হয়ে যাবে।। সেদিনই প্রথম হাতধরে হেটেছিলাম অনেকক্ষন।। আজ সবই বিস্মৃতির অন্তরালে।। কিন্তু জাগরূগ অন্তরে।।
আজ ভাবছি আমার কি উচিৎ পুরানো দিনকে আবার এমন করে সমনে আনার??? ভাবছি অনেকে বলবেন না,অনেকে হ্যাঁ।।
মাঝখানে আমি বেচারা,হাবুডুবু খাচ্ছি।।
আমার জীবন কথা কিন্তু এর মাঝেই সীমাবন্ধ না।। আরো অনেক বিস্তৃত
আসলে মানুষের জীবন তার ভাবনার চেয়েও অনেক বিস্তৃত।। কিন্তু তা ভাবনায়ও থাকে না।। আমরা সবাই এরমাঝে ঘুরপাক খলেও বুঝি না,অনেক কিছুই।। আমিও এর ব্যাতিক্রম নই
ঈদ-মোবারক,সবাইকে।।
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩২
সচেতনহ্যাপী বলেছেন: হতে পারে।।
২| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৭:০৯
চাঁদগাজী বলেছেন:
ঈদের শুভেচ্ছা রলো
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও।। ভাল থাকুন সদা,এই কামনায়।।
৩| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:০৫
শতদ্রু একটি নদী... বলেছেন: অন্যের কাহিনী শুনতে ভালোই লাগে। নিজের সাথেও অনেক সময় অনেক মিল খুজে নেয়া যায়।
আপনার আর আপনার পরিবারকেও ঈদ মুবারাক!
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৩৬
সচেতনহ্যাপী বলেছেন: হাজারো ঘটনার সাথে ২/৪টা থাকবেই।। যেমন আপনাদের গল্পে আমি পাই।। উপন্যাস পড়াতো ছেড়েছি সেই কবে।। এখন যা পড়ি ছোটগল্পই।।
আপনিও শুভেচ্ছা নিন।।সবাইকে নিয়ে আনন্দে কাটুক দিনটি।।
৪| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:১৮
জুন বলেছেন: আত্মজীবনী নাকি অন্য কারো কথা যাই হোক সচেতনহ্যাপী বলার ভঙ্গীটা ভালোলাগলো ।
ঈদের শুভেচ্ছা আপনিও আপনার পরিবারের সবাইকে ।
তিন বার এসেছে লেখাটি ।
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪০
সচেতনহ্যাপী বলেছেন: নিজেরই কথা।। মাঝে মধ্যে ব্লগেই প্রকাশ করি।। কেন তা জানি না।।হয়তো অবচেতন মন শান্তনা খুজে বলে।।
হ্যাঁ এমন উলোট-পালোট হলো কেন মনে নেই।। ঠিক করছি।।
আপনার জন্যও রইলো ফিরতি শুভেচ্ছা।।
৫| ১৭ ই জুলাই, ২০১৫ সকাল ৯:৪৪
গোল্ডেন গ্লাইডার বলেছেন: ইদ মোবারক
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: ঈদ মোবারক আপনাকেও।। আমাদের ঈদতো প্রায় শেষই হয়ে গেল।।
৬| ১৭ ই জুলাই, ২০১৫ বিকাল ৩:১২
সুমন কর বলেছেন: স্মৃতিচারণ ভালো লাগল।
মাঝখানে আমি বেচারা,হাবুডুবু খাচ্ছি.............
শেষে একই প্যারা দুইবার এসেছে। বেশ কিছু টাইপো আছে।
অগ্রীম ঈদ মোবারক।
১৮ ই জুলাই, ২০১৫ রাত ১২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। না অগ্রীম কোথায়??একদম সময়মতো শুভেচ্ছা পেলাম।। ফিরতি শুভেচ্ছাটুকুও নিতে ভুলবেন যেন।।
ঠিক করে দিচ্ছি।।
৭| ১৯ শে জুলাই, ২০১৫ সকাল ৯:০৯
রূপক বিধৌত সাধু বলেছেন: অামার লেখায় অাপনার মন্তব্যটি বুঝতে পারিনি! একটু ব্যক্ষা করবেন, প্লিজ?
২০ শে জুলাই, ২০১৫ রাত ১২:৫৯
সচেতনহ্যাপী বলেছেন: সমাজের গোল চত্তরে আপনার ভিখারিনীর যেমন চাহিদা ছিল,ছিল মনের ইচ্ছেও।। তেমনই চোরেরও হয়তো তেমনই কিছু ছিল,কারন এটা তার উপার্জনের একমাত্র উপায়।। এটাই বলতে চেয়েছিলাম আর কিছু না।। ধন্যবাদ।।
৮| ২০ শে জুলাই, ২০১৫ রাত ১:৪১
প্রামানিক বলেছেন: কাহিনী ভাল লাগল। ধন্যবাদ
২০ শে জুলাই, ২০১৫ রাত ১:৪৯
সচেতনহ্যাপী বলেছেন: বাস্তব।। ধন্যবাদ।।
৯| ২০ শে জুলাই, ২০১৫ দুপুর ১:৩৯
বোকা মানুষ বলতে চায় বলেছেন: ঘটনা আবছা আবছা বুঝলাম। জুনাপুর মন্তব্যের প্রতিত্তরে বলেছেন, আপনার নিজের জীবনের গল্প। সব পড়ে মনে হয়, পুরানো দিনকে নতুন করে সামনে না আনাই ভালো। আর হাবুডুবু খাওয়া বন্ধ করে জল থেকে উঠে পড়ুন।
২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: আনতে আমিও চাই না,কিন্তু অবচেতন মনের ঝড় সামলাতে পারি না বলে,মাঝে মাঝেই তা প্রকাশ হয়ে যায় বলে আমি দুঃখিত।।
১০| ২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:১৬
হাসান মাহবুব বলেছেন: অদ্ভুত তো!
২২ শে জুলাই, ২০১৫ রাত ১২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: আসলেও!!
১১| ০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯
দেবজ্যোতিকাজল বলেছেন: পৃথিবীতে দূর্লভবস্তু ভালবাসা ।তারপর মনের ঐক্য ।আমি ত কখনও পায়নি ………কেউ পেলে খুশিহই
http://www.somewhereinblog.net/blog/debajyotikajal/30088154
০৭ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪
সচেতনহ্যাপী বলেছেন: পেয়েও ধরে রাখতে পারি নি।। পুরোটা বাগান চয়ন করে সেরা ফুলটিই গলে পড়েছিলাম।। সমাজ মানে নি সাথে ছিল আমার দুর্ভাগ্য।।
আপনি খুজে পেতে এলেখাটিই!! ভাল থাকুন।।
লিংকটি কাজ করছে না।।
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০১৫ ভোর ৫:১৯
চাঁদগাজী বলেছেন:
আমার বিশ্বাস, উনি মন থেকে সুখী হয়েছিলেন।