নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাৎসরিক ছুটিতে দেশে গিয়েছিলাম বরাবরের মতই।। তবে আমার সব ভাই-বোন তথা বেশীর ভাগ আত্মীয়-স্বজনের বসবাস বৃহত্তর ঢাকায় হওয়াতে এর বাহিরে তেমন যেতে পারি নি।। বলা যায় সময়ও পাই নি।। শুধু একবার গিয়েছিলাম গ্রামের বাড়ী বিক্রমপুরে।। (মুন্সীগঞ্জ না বিক্রমপুরের পরিচয়ই আমি সাধারনতঃ দিয়ে থাকি)।। সেখানে মোবাইলে কিছু ছবি তুলে ছিলাম,আপলোড করতে পারলে শেষে দিয়ে দেবো।।
যতবারই যাই, সেই চিরচেনা ঢাকাকে আবার চিনতে হয় নূতন করে।। কতসব পথ,সুউচ্চ ইমারত,ঝলমলে মার্কেট,আর বিচিত্র নামের সব ফাষ্টফুডের দোকান।। দেখি আর গ্রামের সহজ মানুষদের মত পথের দিকে তাকিয়ে থাকি।। কোনটাকে চিনি,কোনটা চেনাচেনা আবার কোনটা একবারেই অচেনা।। আধাসমাপ্ত ফ্লাইওভার দিয়ে পুরো ঢাকা ঘেরা।। স্বভাবতঃই পথগুলিতে অসহ্য রকম যানজট।। কাউকে সময় দিয়ে নির্দিষ্ট সময়ে পৌছানে অসম্ভব কল্পনা।। ভাবছিলাম ১/২ ঘন্টা পিছিয়ে দিলে হয়তো সঠিক সময়ে পৌছানো যাবে!!
আর বৃষ্টির পর পথের দুপাশের অবস্থা দেখেতো ফুটবল নিয়ে নেমে যেতে ইচ্ছে করছিলো, বয়সটা বাধা দিলো।। তবে এটা ঠিক যে কাজ সম্পুর্ন হলে এই সমস্যা কমে যাবে বেশীর ভাগই।। ঢাকা সত্যিই তিলোত্তমা হয়ে উঠবে।। (পাতালরেলের পথে কোলকাতায় যতদুর মনে পরে ধর্মতলাসহ অনেকস্থানে এমন দৃশ্যই দেখেছিলাম)।।
আর আবর্জনার ভাগাড় বললেও আগের থেকে কাজ কিছু হচ্ছে এটা অস্বীকার করবো না।। পথে পথে ডাষ্টবিনগুলি দেখে মনে পড়ে গেল ৭১য়ের পূর্বে প্রতিটি বিল্ডিংয়ের সামনে দুটো করে পাকা ডাষ্টবিন ছিল।। যাতে নির্দিষ্ট সময়ে ময়লা ফেললে সকালে স্যুইপাররা ড্রামে করে নিয়ে যেতো।। কিন্তু তা আমাদের মানষিকতাকে বদলাতে পারে নি।। আজ এতো বছর পর সব বদলালেও এটা বদলাতে পারে নি।। ফলাফল কিছু এলাকা বাদে পুরোটাই…..।।
সঙ্গতঃ কারনে একটি কথা না বললেই নয় দেশের উন্নতির সাথে সাথে উন্নতি হয়েছে অপরাধেরও।। গুম+মুক্তিপন, বাংলাদেশ ব্যাংকের, সুইফট কোড হ্যাকড করে বিলিয়ন ডলার লুট,ফ্লাইওভারের নকশায় গলদ।। আর আশংকাজনক ভাবে শিশুহত্যার হার।।
এবার আসি পরিচিতজনদের কথায়।। কেন যেন মনে হলো আমরা যা বিশ্বাস করি তা মনে আনি না আর অথচ বিশ্বাস এবং তা প্রকাশই তো স্বাভাবিক,তাই না।।অথচ কেন যেন মনে হলো যাবিশ্বাস করি তা প্রকাশ না করে,করি ঠিক তার উল্টোটা।। সত্য প্রকাশে বা মনের বিশ্বাসকে অকপটে প্রকাশ করার যে পরিনাম কি হতে পারে, তা আমাদের কারোরই অজানা নয়।। এইযে আজ আমরা এদল,সেদল নিয়ে হৈচৈ করছি,প্রয়োজনে জান নিতে বা দিতেও প্রস্তুত,তাদের যদি প্রশ্ন করি দয়া করে দেশের গনতন্ত্রের চেয়ে দলের ইতিহাস এবং গনতন্ত্রকে উন্নত করছেন না কেন?? তাহলেই হৈহৈ রৈরৈ পরে যাবে।। তাহলে আমরা পরবর্তি প্রজন্মের কাছে হিংসা,ঘৃনা,প্রতিহিংসা আর জিঘাংসাই রেখে যাবো,যা দিয়ে তারা আমাদেরই মত পিছিয়ে থাকবে আর এর থেকে সৃষ্ট ঘৃনার দায় থেকে কি আমাদের আত্মাও মুক্তি পাবে?? কে যায় অত ভাবতে??
এবার বন্ধুদের কথায় আসি।। দেখা হয়েছে মুষ্ঠিমেয় কয়েকজনের সাথে।। কেউ ব্যস্ত সাংসারিক ঝামেলায়,কেউ বা শ্রেফ এড়িয়ে গেছে।।অনেকে গেছে হারিয়ে।। যাদের সাথে দেখা হলো যাও একেবারে ফরম্যালি।। হাসি-ঠাট্টা সব মেপে মেপে।। কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়।। কতদিন পর দেখা,শুনি সব।।মন চাইলে।। হ্যাঁ আমিও বদলেছি কিন্তু মনে নয়।।সামাজকতায় ও বয়সে।। ভাবছি জগজিৎ সিংয়ের সেই গানটির আবেদন, ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শহরত ভী লে লো,মাগার মুঝকো লৌটা দো ওয়ো কাগাজ কি কিস্তী,ওয়ো বারিষ কি পানি।। [/sb
সত্যি, আমাদের জীবনটা এখন অনেক যান্ত্রিক হয়ে গেছে। এই কিছুদিন আগেও বিদেশ থেকে বন্ধুরা এলে কত না হৈচৈ করতাম! এখন বেশীরভাগ সময়েই টেলিফোনে সৌজন্য আলাপ সেরে ফেলি, যেন যেটুকু না করলেই নয়। কালে ভদ্রে হয়তোবা কারো উপলক্ষে পার্টিও হয় এক আধটা, কিন্তু সেই উচ্ছ্বলতা দিনে দিনে কমে যাচ্ছে। এখন শারীরিক হালচালটা জানতেই বেশী উতলা হই, ছেলেমেয়েদের সাফল্যের কথা কান পেতে শুনি, আর কায়মনোবাক্যে কামনা করি একে অপরের শান্তি ও কল্যাণ।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:০৯
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই তাই ভাই।। সেই চেনা যানজট,ভীড়ের ঢাক্কা,হর্নের বিচিত্র আওয়াজ বিরক্তির সাথে চেনারূপটাকেও জাগিয়ে দিয়েছিলো।। ধন্যবাদ ভাইটি।।
২| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:২৩
রাবেয়া রাহীম বলেছেন: মনে হোল যেন ঢাকা ঘুরে এলাম।
বিশ্বের সব চেয়ে আধুনিক শহরে থাকি তারপরেও কখনো মনে হয়নি প্রাণের শহর এটি ,
ঢাকা আমার প্রানের শহর। ধন্যবাদ লেখক । খুব সুন্দর ।
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩১
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই বোনটি সত্যি কথা।। এখানে (কুয়েতে) ঢাক্কা লাগাতো দুরের কথা,অহেতুক হর্ন বাজালেও ফিরে ড্রাইভারের চেহারা দেখি।।
আমার নাড়ির শহর ঢাকা।।
প্রশংসার জন্য ধন্যবাদ।।
৩| ১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৩৩
চাঁদগাজী বলেছেন:
বড় সংখ্যাক মানুষের অধিকার কেড়ে নিয়ে সামান্য সংখ্যক সুখের অট্টালিকা গড়েছে
১১ ই মার্চ, ২০১৬ রাত ৩:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: আগে ২২ পরিবারের শুনেছি এখন গুনতেও ভুল হয়ে যাবে-তাই না??
৪| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৪২
শামছুল ইসলাম বলেছেন: কেমন যেন অতীতমুখী হয়ে গেলাম। আপনার লেখার সূত্র ধরে চলে গেলাম '৭১-এঃ
//পথে পথে ডাষ্টবিনগুলি দেখে মনে পড়ে গেল ৭১য়ের পূর্বে প্রতিটি বিল্ডিংয়ের সামনে দুটো করে পাকা ডাষ্টবিন ছিল।। যাতে নির্দিষ্ট সময়ে ময়লা ফেললে সকালে স্যুইপাররা ড্রামে করে নিয়ে যেতো।।//
আবেগী মনটা আপনার সাথে ঢাকা ঘুরে ঘুরে ক্লান্ত হলে কিন্তু দেখা পেল না অকৃ্ত্রিম, নির্ভেজাল বন্ধুত্বেরঃ
//যাদের সাথে দেখা হলো যাও একেবারে ফরম্যালি।। হাসি-ঠাট্টা সব মেপে মেপে।। কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়।। কতদিন পর দেখা,শুনি সব।।//
মন ছুঁয়ে যাওয়া ঢাকার বর্ণনায় সচেতনহ্যাপী ভাইকে ধন্যবাদ।
(ঢাকা আমারও খুব প্রিয় শহর।)
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৩
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ প্রিয় পাঠক।। বিশ্বাস করূন সুযোগ পেলেই শত ঢাক্কা আর ভীর ঠেলে হেটে বেড়িয়েছি,সেই সুখ পেতে।।
আর কবি বা লেখক হলে হয়তো আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতাম রূপসী ঢাকাকে।। দুর্ভাগ্য সীমাবদ্ধতার মাঝেই থাকতে হয়েছে।।
আমার জন্ম ইসলামপুরে বড় হয়েছি শাহজাহানপুরে।।সুতরাং বুঝতেই পারছেন...।।
৫| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৭:৫১
ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: এত গুলো মানুষের শহর নিয়মে আসতে সময় লাগবে, বেঁচে থাকুন সুন্দর সময় পর্যন্ত সেদিন আরেকটা পোস্ট দিবেন দেশ নিয়ে সেই আশায় থাকলাম
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: আশা তো করি,তবে তখন থাকবো কি না সন্দেহ।। তবু পরবর্তি জেনারেশন যেন ভাল থাকতে পারে এই কামনায়।।
৬| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:০৫
জুন বলেছেন: আপনার লেখা বিষয়টি মনকে আদ্র করে তুল্লো সচেতনহ্যাপী। বহুদিন পর বন্ধুদের সাথে দেখা হলো সেই আগের আবেগটার দেখা মিল্লো না। এমনটা প্রায় সবার সাথেই হয়।
আপনার মতই আমার প্রিয় ঢাকা। বাবার দেশ দোহার, মা এরএর দেশ মাওয়া। তবে আমাদের জন্ম কর্ম সব এই প্রিয় ঢাকায়। এর বর্তমান দুর্দশা নিয়ে মানুষ তাচ্ছিল্য করে তখন খুব কষ্ট হয়। সেই অপুর্ব শহর ঢাকাকে এমন আস্তাকুড়ে কারা পরিনত করলো তা কেউ বলে না। সবাই একে যেন ব্যাবহার করছে। যাবার সময় ছেড়া চটিজুতোর মত ফেলে চলে যাচ্ছে নিজ নিজ শহরে। আমার এটাতে অনেক কষ্ট হয়।
অনেকদিন পর আপনার লেখা পেয়ে ভালোলাগলো।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: বুঝি কেন আর সেই আবেগ নেই।। ডলারে ফোন করি প্রায় সবাইকেই।। কিন্তু ফোনের মাঝেও কেমন যেন একটা ব্যস্তভাব!! অবশ্যই ২/১জন বাদে।।
আমাদের বাড়ী পার হয়েই দোহার যেতে হয়।। মরিচার উল্টোদিকের গ্রামটাই আমাদের।। আর খারসুল/ আগলায় আমার অনেক আত্মীয় থাকেন।। নানাবাড়ী মিটফোর্ডের পাশেরই বংশীবাজার।। আমারও জন্ম এবং বড় হওয়া ঢাকাতেই।।
বড় প্রশ্নটা তুলে ধরেছেন আসলে যারা ঢাকাকে নোংরা আর জনবহুল করছে,তাদের কত শতাংশ স্থানীয়?? আসলেই ঢাকা মার মত নীরবে সব সহ্য করছে।।
দেশে যেয়ে কম্পিউটারে হাত দিয়ে পরিজনদে গনপিটুনী আর বকা খেতে চাই নি বলে দেরী হলো।।
অনেক ধন্যবাদ বোনটি।।
৭| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪২
টরপিড বলেছেন: জঘন্য যানজট, অসহ্য ধূলাবালি, ছিনতাই আতঙ্ক, পদে পদে হয়রানি, লোকজনের ভীড় এসবই খারাপ। তারপরেও কেবল টানে, খালি পিছন টানে।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫১
সচেতনহ্যাপী বলেছেন: নাড়ির টান বলে একটা কথা আছে না, তাই কেবলই টানে।।
৮| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৫৯
সাগর মাঝি বলেছেন: কি সৌভাগ্য আপনার। মন চায়, তবুও যেতে পারি না। পোড়া কপাল নিয়া জন্মছি এই ভবে।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৫
সচেতনহ্যাপী বলেছেন: মনেপ্রানে কামনা করি এই সৌভাগ্য আপনারও হোক।। কষ্ট কিন্তু আমিও অনেক করে আজ এখানে এসেছি।। লেগে থাকুন ভাগ্যদেবী মুখ তুলবেনই।।
৯| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:০৬
খায়রুল আহসান বলেছেন: ভালো লাগলো আপনার লেখাটা পড়ে। সত্যি, আমাদের জীবনটা এখন অনেক যান্ত্রিক হয়ে গেছে। এই কিছুদিন আগেও বিদেশ থেকে বন্ধুরা এলে কত না হৈচৈ করতাম! এখন বেশীরভাগ সময়েই টেলিফোনে সৌজন্য আলাপ সেরে ফেলি, যেন যেটুকু না করলেই নয়। কালে ভদ্রে হয়তোবা কারো উপলক্ষে পার্টিও হয় এক আধটা, কিন্তু সেই উচ্ছ্বলতা দিনে দিনে কমে যাচ্ছে। এখন শারীরিক হালচালটা জানতেই বেশী উতলা হই, ছেলেমেয়েদের সাফল্যের কথা কান পেতে শুনি, আর কায়মনোবাক্যে কামনা করি একে অপরের শান্তি ও কল্যাণ।
কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়। -- হায়! এসবের দিনগুলি বোধহয় শেষই হয়ে গেলো..
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:০০
সচেতনহ্যাপী বলেছেন: প্রথম প্যারাটিতে তো পুরোই বাস্তবতা তুলে ধরেছেন।। এখন আমরা কথা বলি কার সন্তান কি করছে,কার চাকুরী বা ব্যাবসা কেমন চলছে আর কুশলাদি।। এতেই আড্ডা শেষ।। শুধু হারিয়ে গেছে সেই জমানো আড্ডা আর আন্তরিকতা।।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:২৯
সচেতনহ্যাপী বলেছেন: আপনার মন্তব্যের ভাল লাগা অংশটুকু আমার লেখায় যোগ করলাম।। আশা করি ভুল বুঝবেন না।।
১০| ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১১:৫৫
বিজন রয় বলেছেন: দেশেই থাকলে পারেন।
ধন্যবাদ আবার আসবেন।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:০৮
সচেতনহ্যাপী বলেছেন: কেউ শখ করে বউ-বাচ্চা আর পরিজনদের ফেলে প্রবাসে একা থাকে না।। বছর ফুরোলেই আবার যাবার ইচ্ছে আছে।। ধন্যবাদ।।
১১| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১২:৩৬
সুমন কর বলেছেন: দেশে এসে ঘুরে গেছেন শুনে খুশি হলাম। আর ঢাকা নিয়ে আপনার হতাশার কারণ অযৌক্তিক নয়। শেষ প্যারা অবশ্যই মন ছুঁয়েছে। +।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:১৩
সচেতনহ্যাপী বলেছেন: ছোট কথাকটি মন ছুয়ে গেল।। আপনি কেমন আছেন। শুভকামনা রইলো।।
১২| ১১ ই মার্চ, ২০১৬ দুপুর ১:৫৯
কামরুন নাহার বীথি বলেছেন: এবার বন্ধুদের কথায় আসি।। দেখা হয়েছে মুষ্ঠিমেয় কয়েকজনের সাথে।। কেউ ব্যস্ত সাংসারিক ঝামেলায়,কেউ বা শ্রেফ এড়িয়ে গেছে।।অনেকে গেছে হারিয়ে।। যাদের সাথে দেখা হলো যাও একেবারে ফরম্যালি।। হাসি-ঠাট্টা সব মেপে মেপে।। কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়।। কতদিন পর দেখা,শুনি সব।।মন চাইলে।। হ্যাঁ আমিও বদলেছি কিন্তু মনে নয়।।সামাজকতায় ও বয়সে।। ভাবছি জগজিৎ সিংয়ের সেই গানটির আবেদন, ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শহরত ভী লে লো,মাগার মুঝকো লৌটা দো ওয়ো কাগাজ কি কিস্তী,ওয়ো বারিষ কি পানি।। -----
হৃদয় ছুঁয়ে গেল আপনার লেখার এই শেষ অংশটুকু!!!!!
বয়সের সাথে অনেক কিছুই বদলায়, কিন্তু বন্ধুত্ব টিকিয়ে রাখা যায় ইচ্ছে করলেই!!!
আমি যেটা করি ----- মাঝে মধ্যেই টেলিফোন করি বান্ধবীদের কাছে, যাদের সাথে বছরে একবারও দেখা হয়না।
টেলিফোন করতে দেরী হলে, ওপাশ থেকে চরম গালাগালি!!!
এটুকুই প্রশান্তি!!!!
অনেক ধন্যবাদ ভাই!!!
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: হয়তো বদলায় সব কিন্তু আমি অনাবিল বন্ধুত্বে বিশ্বাসী।। যেখানে বয়স কোন ব্যাপারই না।। তারপরও হতাশ হতে হয়।। আমি পয়সা খরচ করে ফোন করি কিন্তু রিসিভাররা যেন সর্টহ্যান্ডে কথা বলেই রেখে দিতে চায়।। (খুউব কাছের কয়েকজন ছাড়া)।।
টেলিফোন করতে দেরী হলে, ওপাশ থেকে চরম গালাগালি!!!
এটুকুই প্রশান্তি!!!! এখানে আপনি ভাগ্যবতী।।
১৩| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৮
প্রামানিক বলেছেন: ১৯৯৪ সালে মুন্সীগঞ্জ বাস থেকে নেমে এক রিক্সাওয়ালাকে বললাম, ভাই আমাকে বিক্রমপুর নিয়ে চলেন।
রিক্সাওয়ালা আমার মুখের দিকে তাকিয়ে থেকে বলল, ভাই এই নামে তো কোন জায়গা নাই।
আমি রিক্সাওয়ালার কথায় টাসকি খাইয়া কইলামা, কন কি! সারা জীবন বিক্রমপুরের নাম শুইনা আইলাম আর আপনি কন বিক্রমপুর বইলা কোন জায়গা নাই।
রিক্সাওয়ালা আমার কথায় ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল।
এবার আপনি আমারে জবাব দেন, বিক্রমপুর কোন হানে? আমি বেরাইবার যামু।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩১
সচেতনহ্যাপী বলেছেন: বোধহয় একটু ভুল হয়ছে ঢাকা থেকে বাসে বললে হয়তো সঠিক হতো।। কিন্তু প্রকারান্তরে বিক্রমপুর নেমে বিক্রমপুর যেতে চাইলে তো হবে না।। গ্রামের নাম বলতে হবে ।।
১৪| ১১ ই মার্চ, ২০১৬ বিকাল ৫:২৯
ফেরদৌসা রুহী বলেছেন: অনেকদিন পর গেলে চেনা সব কিছুই অচেনা মনে হয়।
আমিও অনেকদিন পর গিয়ে দেখি পুরাই অন্যরকম।
এবার বন্ধুদের কথায় আসি।। দেখা হয়েছে মুষ্ঠিমেয় কয়েকজনের সাথে।। কেউ ব্যস্ত সাংসারিক ঝামেলায়,কেউ বা শ্রেফ এড়িয়ে গেছে।।অনেকে গেছে হারিয়ে।। যাদের সাথে দেখা হলো যাও একেবারে ফরম্যালি।। হাসি-ঠাট্টা সব মেপে মেপে।। কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়।। কতদিন পর দেখা,শুনি সব।।মন চাইলে।। হ্যাঁ আমিও বদলেছি কিন্তু মনে নয়।।সামাজকতায় ও বয়সে।। ভাবছি জগজিৎ সিংয়ের সেই গানটির আবেদন, ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শহরত ভী লে লো,মাগার মুঝকো লৌটা দো ওয়ো কাগাজ কি কিস্তী,ওয়ো বারিষ কি পানি।।
হুট করে ডাকলে অনেকেই এড়িয়ে যায়, সম্পর্ক আলগা হয়ে যায়। আমি চেষ্টা করি ফোনে যোগাযোগ রাখতে।
১২ ই মার্চ, ২০১৬ রাত ১:৩৪
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর গেলে চেনা সব কিছুই অচেনা মনে হয়। আসলেই তাই।।
আমিও ফোনে যোগাযোগ করলে কিন্তু রিসিভাররা যেন সর্টহ্যান্ডে কথা বলেই রেখে দিতে চায়।। (খুউব কাছের কয়েকজন ছাড়া)।।
ধন্যবাদ।।
১৫| ১২ ই মার্চ, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
অলওয়েজ ড্রিম বলেছেন: ভাল লেগেছে লেখা। বিশেষকরে মনটা ভিজে গেল নিচেরটুকু পড়ে:
কিন্তু কেউ পিছন থেকে এসে ধুম করে কিল দিয়ে বললো না,কোথায় কি করছিস?? আধকাপ চা,আধা ডালপুড়ি বা পরোটা বা সিগারেটের শেসাংশ এগিয়ে বললো না, নে খা।। খাইয়া আরাম কইরা বয়। -- হায়! এসবের দিনগুলি বোধহয় শেষই হয়ে গেলো..
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৩৯
সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই স্বাগতম।। বয়স হলেও মনটা তো আর বুড়ো হয় না।। গহীনে সেই যৌবনের কথাই উজ্জলতায় ভাস্বর-তাই না??
১৬| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫২
উল্টা দূরবীন বলেছেন: শেষটা একেবারে প্রাণ ছুঁয়ে গেলো।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:০৭
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। বয়সের সাথে মনটাও বুড়ো হয় না বলে, মনছুয়ে যাওয়া।।
১৭| ১৩ ই মার্চ, ২০১৬ রাত ১:৫৭
খায়রুল আহসান বলেছেন: আমার মন্তব্যের কিয়দাংশ যোগ করে যদি আপনার মূল লেখাটা আরেকটু সমৃদ্ধ হয় মনে করেন, তবে তাতে আমার কোনই আপত্তি নেই। জানিয়ে করেছেন, সেজন্য ধন্যবাদ।
১৩ ই মার্চ, ২০১৬ রাত ২:০১
সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।।
১৮| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:১৬
মনিরা সুলতানা বলেছেন: কাল রাতে আমি মন্তব্য করেছিলাম এখন দেখি সেটা নেট জটিলতায় পোস্ট হয় নাই
ভাল লাগলো আপনার সত্যি কথন আমাদের ঢাকা কে নিয়ে বন্ধুত্ত নিয়ে ।
বিক্রমপুরের ছবি পোস্ট করবেন কবে সেই অপেক্ষায় রইলাম ।
শুভ কামনা
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: অনেকদিন পর এলেন বলে স্বাগতম।। এটাতে তো পুরো ফুটিয়ে তুলতে পারি নি, নিজ অপারগতায়।। আর বন্ধুত্বের সাথে শত্রুতার মিশেল দিতে মন চায় নি।।
লজ্জার কথা ছবিগুলি আপলোড করতে গেলেই দেরীতো হয়ই আবার ছবি না এসে লিংকের মত একটা ব্যাপার আসে।। আসলে আমি কখনো ছবিব্লগ দেই নি বলে,তাই একটু পরামর্শ পেলে ভাল হতো।। ধন্যবাদ।।
১৯| ১৩ ই মার্চ, ২০১৬ সকাল ১১:২২
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
শুধু এটুকুই একজন মানুষের ( আমি " মানুষ " শব্দটি বলছি ) মনে নিত্যদিন গুমরে গুমরে মরে --------------
ইয়ে দৌলত ভি লে লো, ইয়ে শহরত ভী লে লো,মাগার মুঝকো লৌটা দো ওয়ো কাগাজ কি কিস্তী,ওয়ো বারিষ কি পানি।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৪
সচেতনহ্যাপী বলেছেন: প্রথমেই ধন্যবাদ।। যৌবনের সেই উত্তাল,বেপরোয়া দিনের শেষে যখন সন্ধ্যে নেমে আসে,তখনই এটা ভাবার সময় হয়।।
২০| ১৩ ই মার্চ, ২০১৬ বিকাল ৪:৩২
হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।
১৪ ই মার্চ, ২০১৬ রাত ১২:৫৬
সচেতনহ্যাপী বলেছেন: আপনার ভাল লাগাই তো আমাদের প্রেরনা।। ধন্যবাদ।।
২১| ১৫ ই মার্চ, ২০১৬ সকাল ১০:৩১
কান্ডারি অথর্ব বলেছেন:
এক যান্ত্রিক নগরে বেঁচে আছি নগর যন্ত্রণা নিয়ে।
১৬ ই মার্চ, ২০১৬ রাত ১:০৬
সচেতনহ্যাপী বলেছেন: এই যান্ত্রিক নগর আমাকে আশ্রয় দেয় নি সেই '৭৭ থেকে।। তবুও জন্মস্থান বলে কথা।।
ভাল আছেন তো??
২২| ২১ শে মার্চ, ২০১৬ দুপুর ১২:৫৫
আবু শাকিল বলেছেন: সরকারের চেয়ে বাক্তির কাছে টাকা-পয়সা অনেক অনেক বেশি।
ঢাকার থেকে গ্রামে পাকা বাড়ি গুলাই দেখলে বোঝা যায়।
আমরা কত উপরে চলে গেছি।
তুলনামূলক শহরের চেয়ে গ্রামে এসেছে ব্যাপক পরিবর্তন।
শহরে গ্রামে আপনি যা খোজতে চান এবং আশা করেন তা বিরল।
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: রিজার্ভতো ২৮ বিলিয়ন ছাড়িয়ে গিয়েছিলো বলে হ্যাকিং এর মাধ্যমে কমিয়ে আনা দেখে আপনার কথা না মেনে পারছি না।।
উপরে উঠতে উঠতে তো আমরা নীচের দিকে শুধুই কুড়েঘর দেখতে পাচ্ছি।। মানুষজনকে তো নয়ই।।
তুলনামূলক শহরের চেয়ে গ্রামে এসেছে ব্যাপক পরিবর্তন। অর্থের তারল্যে লোকসংখ্যার ভারে।। ধানি জমিগুলিতেও প্রজেক্টের নামে ইমারত হচ্ছে।। এরপর....যে সবুজ,খাল-বিল, নদী আর গ্রাম্য সরলতা নিয়ে আজ আমরা গর্ব করছি, তার ছবিই কি ভবিষ্যতে যাদুঘরে দেখতে পাবো??
©somewhere in net ltd.
১| ১১ ই মার্চ, ২০১৬ রাত ২:৫৮
মহা সমন্বয় বলেছেন: প্রাণের শহর ঢাকা শহর।