নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমার বিক্ষিপ্ত ভাবনা।।( একান্তই ব্যক্তিগত) ৩

১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ২:৪৬

আসলে গোলাপ আমাদের সবারই প্রিয়ফুল।। কিন্তু এটি চয়ন করতে গেলেও যে কাঁটার আঘাত সইতে হয়, তা আমরা জানি না বা বুঝতে চাই না।। সেই ছেলেবেলয় একুশের প্রথম প্রহরে গোলাপ বা গন্ধরাজের ফুল তুলতে যেয়ে তা টের পেলেও, বাস্তবে নয়।। কারন যৌবন উদ্যম।।
আমাদের লক্ষ্যই থাকতো সেনট্রাল গভর্মেন্ট গার্লস স্কুল।। বয়েজ সেকসনে কোন বাগান ছিলো না।। ছিলো মাঠ আর এক্সারসাইজের ব্যাপার।। কিন্তু গার্ল্স সেকশনে থাকতো ফুলের অফুরন্ত সম্ভার।। স্থানীয় হওয়াতে কয়েকজন যেতো দারোয়ানের সাথে গল্পের বাহানায়,, বাকীরা ফুল চুরির ভূমিকায়।। বেচারা সব বুঝেও কিছুই বুঝতো না।।
চলতো সেই ২১শে ফেব্রুয়ারী থেকে পহেলা বৈশাখ।। বিশেষ করে একুশেই।।
শ্রদ্ধার সাথে, নমনীয়তার সাথেই সেই চুরি করা ফুল অর্পন করতাম, শহীদদের জন্য।। ব্যাক্তিগত লাভ-লোকসানের খতিয়ান ছিলো না।। এই হিসেব-নিকেশেই প্রান দিয়েছে আমার অনেক পরিচিত।। নাম স্বভাবতঃই বিরুদ্ধপক্ষের!!
স্কুলে প্রথম না হলেও পজিসনে থাকতাম।। এস এস সি পরীক্ষার সময় ম্যাজিষ্ট্রের তল্লাশীর সময়ে বলতে পেরেছিলাম, আমরা আইডিয়ালের ছাত্র!! আজ সেই গর্ব আর নেই।।
প্রসঙ্গ থেকে দুরে চলে গিয়েছিলাম।। দুঃখিত।। সেই শ্রদ্ধা আজো যে নেই তা বলবো না।। কিন্তু দেশপ্রেম??
হয়তো প্রশ্নটা অনেক বড়ই হয়ে দেখা দেবে অনেকের কাছে।। আমারই বা তটুকু আছে??v কিন্তু একসময়ে এই সমাজব্যাবস্থা আর শাসনের বিরুদ্ধে প্রতিবাদ আমিই করেছিলাম।। সাথে সাথীও ছিল অনেক।। আর আজ?? অনেকে ব্যাস্ত সংসার,ব্যাবসা,কেঊ বা নির্বিবাদী!!
ঘনিষ্ট বন্ধুও খুন হলে আমরা নির্বিকার!! কতজন যে এভাবেই গেলো!! আমরা কি তার পরিবারের খোজ নিচ্ছি?? না সে সময় আমাদের নেই।।
প্রসঙ্গক্রমে মনে পড়ে গেলো এক বন্ধুর কথা।। যে তার আদর্শে নিজ ভগ্নীপতিকে খুন করেছিলো।। আজ কিন্তু তার জবাব নেই, ভাগনা-ভাগ্নীদের কাছে।। শুধুই কাঁদা ছাড়া।।
এমনই আরো অনেক গল্প আছে, কিন্তু প্রকাশ করার ভাষা হারিয়ে গেছে।। কবে ফিরে পাবো সেই ভাষা?? যার জন্য শহীদ হতে হয়েছে /৫২তে।। প্রান দিতে হয়েছে ‘ ৭১য়ে, ৯০য়ে।।
দেখতে দেখতে বাল্য থেকে আজ মধ্যপ্রান্তে।। তারপরও??
শেষ বোধহয় এই জন্মে দেখা হবে না।।
আর কবে আমরা বড় হবো!!

মন্তব্য ২১ টি রেটিং +৪/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ১৬ ই এপ্রিল, ২০১৬ রাত ৩:৪৩

চাঁদগাজী বলেছেন:



যারা নিজদের '৫২, '৭১ ও '৯০ এর ধারক হিসেবে দাবী করেছিলেন, তারা আসলে অত বড় ছিলেন না; তারা কিছুই ধরে রাখতে পারেননি।

মতিয়া, মেনন, ইনু কি নিয়ে কথা বলেছিলেন, আজ তারা কাদের হয়ে কথা বলছেন?

১৬ ই এপ্রিল, ২০১৬ ভোর ৪:৩৬

সচেতনহ্যাপী বলেছেন: '৫২ কথা বলতে পারবো নাি শুধু ধারনা ছাড়া।। কিন্তু '৭১ থেকে অনেক কিছুই দেখেছি,অভিজ্ঞতাও অনেক না হলেও কিছুটা।।
কর্নেল তাহেরের ভাইদের কথা মনে করে দেখুন।। কাজী আরিফের কথা!!
আর উল্লেখ্যদের কথা না বলাই ভাল।।

২| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৫

শামছুল ইসলাম বলেছেন: আপনার পোস্টে একটা হা হা শুনতে পেলাম - নৈতিকতার জন্যে।

আবার অবুঝের মত নৈতিকতার কারণে (?) মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে, ভেবে অবাক হইঃ

//প্রসঙ্গক্রমে মনে পড়ে গেলো এক বন্ধুর কথা।। যে তার আদর্শে নিজ ভগ্নীপতিকে খুন করেছিলো।। আজ কিন্তু তার জবাব নেই, ভাগনা-ভাগ্নীদের কাছে।। শুধুই কাঁদা ছাড়া।।//

ভাল থাকুন। সবসময়।

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:১৬

সচেতনহ্যাপী বলেছেন: আজ যা পাবেন, সবই লোক দেখানো।। মন-প্রান দিয়ে কেউই এগিয়ে আসে না।।
প্রসঙ্গতঃ বলছি, আজ যেটা নৈতিকতা কালই তা সমাজের বিচারে অনৈকিতা!!
কেন জাসদের সুইসাইড স্কোয়াডের ডঃ আনোয়ারের বক্তব্য দেখেন নি?? তখন তার নীতি ছিলো লীগের বিরুদ্ধাচারন, আজ?? দুই সময়ে আপন দুইভাইকে হারানোর পরও!! বুঝেছেন??

৩| ১৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৭

হাসান মাহবুব বলেছেন: 'কার আগে প্রাণ, কে করিবে দান- তারই লাগি কাড়াকাড়ি'।

এর বদলে হয়েছে,

"কার আগে প্রাণ, কে বধিবে আজ..."

১৭ ই এপ্রিল, ২০১৬ রাত ১২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: শতকষ্টের মাঝেও এক টুকরো হাসি খেলে গেল ঠোটের কোনে।।
বিঃদ্রঃ আগের মালিন্য মানেই " বাপের নম বাচা"।। কারন........।।

৪| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:০৮

বিজন রয় বলেছেন: আপনার ভাবনার সাথে আছি।
+++

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ এতো গুলি প্লসের জন।। (যোগ্য না হওয়া সত্বেও)।।
ভাল থাকুন।।

৫| ১৮ ই এপ্রিল, ২০১৬ সকাল ৯:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: সবকিছু কেমন বদলে যায়!

২০ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: তাই, বদলে যাচ্ছে সবকিছুই।। আমরাও।।

৬| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৯

কালনী নদী বলেছেন: লেখাতে অজস্র নৈতিক প্লাস রেখে গেলাম!
আপনার কঠোর সত্যনিষ্ঠা যেন মেশিনের ভিতরেও মানবতার পরশ বুলিয়ে গেল। এমনি করে একদিন আমরা ঠিকই চিনে নেব একজন আরেকজনকে! অনেক ভালো লেখা হয়েছে।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৫

সচেতনহ্যাপী বলেছেন: আমার কথা কিন্তু শুধু নির্বাক।। যারা বোঝেন তারা ছাড়া আর কেউ না।। আমার পরিবারও আমাকে বুঝতে পারে না।। এতোই কি দূর্বোধ্য আমি?? প্রশ্নটা নিজেকেই।।

৭| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২০

কালনী নদী বলেছেন: দর্বোধ্য? সেটা মোটেই না, বরং সাবলিল ও প্রান্জল! অন্তর দিয়ে অনুভব করলে একসময় আর অভিধান ঘাটতে হয় না- যার মর্মউদ্দার হয় একান্তই বোঝাপড়াতে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার সাথে আমার অনেক মিল আছে যদিও আমি নিজেকে জড়জগতের নদী হিসেবেই ভাবছি, তারপরেও!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ, অন্ততঃ বোঝার জন্য।। আমি কিন্তু সাধারনের মাঝেই একজন।।

৮| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৪

কালনী নদী বলেছেন: আমিও সেই রকম একটা পার্ট নিছি, নিজেরে নদী ভাবছি! ব্যাপারটা কিন্তু আসলে মজার।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৩৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেও মজার।। আমাকে কিন্তু মাইকের সামনে দাড় করালে, মুখে একটি কথাও ফুটবে না।।

৯| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৫

কালনী নদী বলেছেন: এদিক দিয়ে আমি হয়ত একটু ব্যতিক্রম! নিজেকে প্রমান করার সূযোগ পেলে মাইকে দাড়িয়ে মার্চ মাসের ভাষন দিতে কুন্ঠিত হবার কথা না!
আর আপনার এই লেখাটি পড়লেই আমার বিশ্বাস বিপ্লবের উত্তানের শুরু সেটা সময়ের ব্যাপার মাত্র। তাই না? আচ্ছা আপনি ভাই না বোন সে ব্যাপারে কনফিউজ তাই বন্ধু নামেই সম্ভোধন করছি। আশা করি রাগ করবেন না্।

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৪৯

সচেতনহ্যাপী বলেছেন: আমি ভাই।। বা ব্লগবন্ধু।। যেকোন নামেই ডাকতে পারেন।।
ভাল থাকুন সততঃ।।

১০| ২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫২

কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাইটি, আপনিও অনেক সুখে তাকেন এই কামনায় শুভ রাত্রি!

২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৬

সচেতনহ্যাপী বলেছেন: সুখের কথা বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্ন অর্থ ধারন করে।।
আপনিও তাই থাকুন, এই কামনায়।। শুভরাত্রি।।
দেখা না কথা হবে আবার আগামীকাল, এই প্রত্যাশায়।।

১১| ১২ ই মে, ২০১৬ রাত ১:০২

খায়রুল আহসান বলেছেন: এতোই কি দূর্বোধ্য আমি??-- আরেকটু খোলাসা করে কথা বললেই তো আর দূর্বোধ্য থাকেন না।
সিরিজটা ভালো লাগছে।

১৩ ই মে, ২০১৬ রাত ২:৪৪

সচেতনহ্যাপী বলেছেন: আসলে আমার কথাতো লেখাতেই ফুটিয়ে তুলি।। আরও খোলাসা করে বলার কিছু আছে বলে আমি মনে করি না।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.