নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কত কিছুই সামনে চলে আসছে।। একটার পর একটা।। কিন্তু ন্যুজ্বদেহে ভার বহনে অক্ষম।। তাই একবোঝা ফেলে, আরেকটা ধরি।। সেটাতেও অক্ষম বলে আরেকটা!!
সমালোচনার কিছুই নেই।। যাও আছে, গৎবাধা প্রায় আমারই মত।। কোন সন্তান যখন কোন অন্যায় করে, তখন তার নাম কিন্তু প্রথমে আসে না।। আসে তার পিতার নাম।। প্রসঙ্গতঃ আমার বেলায়ও বলা হতো অমুকের ছেলে তমুক।। ইত্যাদি ইত্যাদি।।
দেশ চলছে ভাল মতই।। কারন দু/একটা প্রেস-কন্ফারেন্স ছাড়া আর কোন প্রতিবাদ আছে কি?? কিসের লক্ষন?? অভাগার শেষ আশ্রয় আল্লাহর কাছে বিচার চাওয়া ছাড়া??
বিভিন্ন ব্যাংক থেকে হাজার কোটি, ষ্টক এ্যাকচেঞ্জের টাকা লুট, সর্বশেষ সর্বোৎকৃষ্ট বাংলাদেশ ব্যাংকে হ্যাকিং!! তাহলে কি লাভ এতোসব প্রোকৌশলী আর উপদেষ্টা দিয়ে?
কেন জানি না এরপর একের পর এক ইস্যু তৈরী হচ্ছে।। সমস্যা হচ্ছে, কোনটা ছেড়ে কোনটা ধরবো।। যেটাই ধরি, পরক্ষনেই দেখি তার চেয়ে বড় মাছ!! সেটাকে ধরতে যেয়ে আমও হারাই সাথে বস্তাও।
শেষ পর্যন্ত তো আমাদেরই পরিশোধ করতে হবে, তাই না?? বিদ্যুৎ বা পানির বিল বাড়িয়ে, বিভিন্ন ক্ষেত্রে ট্যাক্স বসিয়ে।। ফলাফল জনজীবনে দূর্গতি।। কারন নিত্য-প্রয়োজনীয় দ্রব্যের মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি।।
যাদের আছেতো সমস্যা নেই, সমস্যা তাদের নিয়ে, যারা সীমিত আয়ের।। আর নিম্নবিত্তের কথা নাই বললাম।।
প্রসঙ্গতঃ মনে পরে গেলো শাহ আজিজের প্রধান মন্ত্রীত্বের সময়ের কথা।। রাজশাহী জেলে পুলিশের গুলিতে বন্দিদের হত্যার কথা।। দেশ জুড়ে তোলপাড়।। প্রধানমন্ত্রী সে সময় বিল আনলেন “উপদ্রুত এলাকা বিল” ।। যাতে একজন সাব ইন্সপেক্টরও গুলির নির্দেশ দিতে পারবেন।। প্রথম শ্রেনীর ম্যাজিষ্ট্রেটের প্রয়োজন হবে না।। স্বভাবতঃই বিরোধীদল প্রমাদ দেখে জেল হত্যা ইস্যু রেখে এর পিছনেই লাগলেন।। কিছুদিন পর মন্ত্রীপরিষদে গৃহিত হলো, এটা কমিটিতে পাঠানো হবে, যুক্তগ্রাহ্যতার জন্য অর্থাৎ বিবেচনার জন্য।। ততদনে জেলহত্যার ইস্যুর মৃত্যু ঘটেছে।। আজো দেখছি সেই খেলাই।। ইতিহাসের পূনরাবৃত্তি।।
ইয়াসমীন ধর্ষন ও হত্যায় যেভাবে ফুসে উঠেছিলো জনগন।। প্রান দিয়েছিলো সাধারন।। আজ তাদের খুজে পাচ্ছি না।। তারা বোধহয় আমারই মত কোমড়ের ব্যাথায় সোজা হয়ে দাড়াতে পাড়ছে না।। পারছে না উঃ আঃ করতেও।। কারন সমব্যাথী কেউ নেই যে।।
সবশেষে ফলাফলের দায়িত্ব নিতে হবে সরকারকেই।। কারন আমাদের ভাল-মন্দের দায়িত্ব ভোটের মাধ্যমে তাদেরকেই দিয়েছি।। সংসারের কর্মাধক্ষ্য যদি পিতা হতে পারেন তবে দেশের কেন তারা হবেন না??
দায়ী আমরাও।। আমাদের সচেতনাতা।। প্রসংগত বলবো পার্শবর্তি দেশ ভারতের কথা।। দেখুন সেখানে নির্বাচন কমিশন কি ভাবে কি করছেন।। ব্লগাররা সচেতন বলেই কিছু বলা বাহুল্য মনে করছি।। মমতার মত একক শক্তিশালী নেত্রীও আজ কোনঠাসা।। কেন?? সেকথা না বললেও চলে।। তবু বলতে হচ্ছে, তার ডান-বা হাতের, অনুগতদের দৌরাত্ব।। আমাদের এখানেও কি তাই দেখতে পাচ্ছি না??
প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪০
সচেতনহ্যাপী বলেছেন: আমগাছ থেকেতো কাঠাল আশাই করি না।। কিন্তু আমতো অবশ্যই করি বা করতে পারি।।
ছাত্রলীগ থেকে জাসদ হওয়া, শেখ সাহেবকে হত্যা, খালেদা জিয়াকে নির্বাচিত করা, ২০০৪ সালে গ্রেনেড হত্যা, ২০১৫ সালে ৯১ দিন বোমা ফেলা; সবকিছুই ফল দিচ্ছে। এগুলো আপনিও বোঝেন যে রাজনীতির কূটকৌশল।। জিয়া হত্যাও কিন্তু বাদ দিতে পারেন না, বাস্তবতায়।।
আপনাকেতো রাজনীতি আর কূটনীতি শেখাতে হবে না।। বোঝেনতো সবই।। পবে হ্যাঁ শুধু এদু'টি দলই নয়, আমাদের সাধারনের ক্ষতি করে চলছে প্রায় সবদলই।। কেউ নেই আমাদের কথা ভাববার।।সুতরাং ভাবতে হবে আমাদেরই।।
২| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৭:২৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ইয়াসমীন ধর্ষন ও হত্যায় যেভাবে ফুসে উঠেছিলো জনগন।। প্রান দিয়েছিলো সাধারন।। আজ তাদের খুজে পাচ্ছি না।। তারা বোধহয় আমারই মত কোমড়ের ব্যাথায় সোজা হয়ে দাড়াতে পাড়ছে না।। পারছে না উঃ আঃ করতেও।। কারন সমব্যাথী কেউ নেই যে।।" সবারই কোমড়ে ব্যথা!
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪২
সচেতনহ্যাপী বলেছেন: আসলেই বাস্তবতায় মিলিয়ে দেখুন।। সত্যি না মিথ্যে??
৩| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৬
বিজন রয় বলেছেন: প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
ধর্ম রেখে যাচ্ছি। ধর্মকর্ম করে তারা খাবে।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৫
সচেতনহ্যাপী বলেছেন: ধর্ম ছিলো ও থাকবেও।। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন প্রতিটি দেশ তাদের পরবর্তি প্রজন্মের কথা ভেবে " সবকিছুই" করছে।। সেখানে আমরা......!!
৪| ২৩ শে এপ্রিল, ২০১৬ সকাল ৯:১৯
রাশেদ রাহাত বলেছেন: তাদের জন্য রেখা যাচ্ছি নতুন আবিষ্কার। "নিকতম ভবিষ্যতে ফরমালিন দিয়ে চাষাবাদ করা হবে।"
তাহলে আর ফরমালিন মেশানোর দ্বায়ে কাউকে দোষি হতে হবে না।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৭
সচেতনহ্যাপী বলেছেন: আরো ভাল হয় রাজনীতিতে ফরমালিন মিশালে।। তাজা থাকবে অনেকদিন।।
৫| ২৩ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫৭
মাঈনউদ্দিন মইনুল বলেছেন:
সমকালীন উদ্বেগগুলোকে লেখায় স্থান দিয়েছেন। এসব বিষয় নিয়ে কী বলবো ভাষা খুঁজে পাই না।
প্রজন্মই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে, এই আশা করছি।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫০
সচেতনহ্যাপী বলেছেন: প্রজন্মই নিজেদের ভবিষ্যৎ নির্ধারণ করবে ঠিক আছে।। কিন্তু সেটা জ্ঞ্যান হবার পর।। তারপরও কিন্তু থেকে যায় যে, প্রতিটি প্রজন্মের প্রথম আদর্শই তার গুরুজন।।
৬| ২৩ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:০৮
গিয়াস উদ্দিন লিটন বলেছেন: মইনুল ভাই ঠিকই বলেছেন , সমসাময়িক উদ্বেগের বিষয়গুলি লিখায় উঠে এসেছে ।
তবে ভরসার কথা হল ''দুঃসময় চিরস্থায়ী নয়।''
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৫২
সচেতনহ্যাপী বলেছেন: ''দুঃসময় চিরস্থায়ী নয়।'' এটাই আশার কথা।। বলেছি না গরীবের ফরিয়াদ শুধু আল্লাহর কাছে।।
৭| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৪
আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,
ঐ ভোটটি দিয়েই বারেবারে যতো গন্ডগোল বাঁধিয়েছেন ।
তাই আজ এই আক্ষেপ করতে হচ্ছে , কোমড় সোজা হচ্ছেনা, আরো বেঁকে যাচ্ছে ।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০০
সচেতনহ্যাপী বলেছেন: আরে আপনি কি বলছেন!! প্রতি ৫বছরে "কতই না গর্বের" ভোট পাই, সেটাকেও আক্রমন?? তাহলে অমুক মন্ত্রী,তমুক এমপি আমার/আমাদের বানানো, এই অহংকার সিগারেটের ধোয়ার মত উড়ে যাবে না?? অন্ন জুটবে কিভাবে?? ৪৫ বছর পরও যখন হচ্ছে না, ধরে নিতে পারেন আর হবেও না।। কোরামিন দিয়ে টিকিয়ে রাখা যায়, বাচানো নয়।।
৮| ২৩ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:৫৯
শামছুল ইসলাম বলেছেন: প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি?? - খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন।
কিন্তু কোন সদুত্তর কারো কাছে আছে বলে মনে হয় না।
ভাল থাকুন। সবসময়।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৩
সচেতনহ্যাপী বলেছেন: রেখে যাচ্ছি বিভক্তি আর পরস্পরের প্রতি ঘৃনা।। ইতিহাসই এর সাক্ষী।। ফলাফল আমরা বন্য।।
৯| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:২৮
মুছাফির বলেছেন: অনেক আগেই আশা ছেড়ে দিয়েছি। এখন ভালো কিছু করতে দেখলে সেটাকে বোনাস হিসাবে নিচ্ছি। খুব সম্ভবত আমরা অতলে হারিয়ে যাচিছ। কারণ আমরা ভাবি, আমি ত ঠিক আছি। দেশ যেদিকে যাক।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩২
সচেতনহ্যাপী বলেছেন: খুবই ভাল লাগা মন্তব্য।। ভাবনাটার সাথে আমিও একমতই।। কিন্তু প্রলয় বা বিপর্যয় এককভাবে ঠেকানো যায় না।। সমবেত শক্তিই এর উপায়।।
১০| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩০
টোকাই রাজা বলেছেন: প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
ধর্ম রেখে যাচ্ছি। ধর্মকর্ম করে তারা খাবে। বিজন রয় সাথে সহমত।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৩৩
সচেতনহ্যাপী বলেছেন: ধর্ম ছিলো ও থাকবেও।। পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন প্রতিটি দেশ তাদের পরবর্তি প্রজন্মের কথা ভেবে " সবকিছুই" করছে।। সেখানে আমরা......!!
১১| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৯
মনিরা সুলতানা বলেছেন: ইস্যু রেখে যাচ্ছি ভাইয়া
নতুন নতুন ইস্যু কিভাবে প্রডিউস করা যায় ।
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪০
সচেতনহ্যাপী বলেছেন: হ্যাঁ বোনটি নুতন প্রজন্ম জানবে, তাদের পূর্বপুরুষ শুধু হানাহানিতেই মশগুল ছিলো।।
আচ্ছা নতুন নতুন ইস্যু কিভাবে প্রডিউস করে যাওয়ার একটা কারখানাই খুলে ফেলি না কেন?? ।।
তবে মানতে বাধ্যই রাজনীতির কূটকৌশলের সংজ্ঞা প্রকাশ করার জন্য।। আমরা কিন্তু মার খাচ্ছি এখানেই
১২| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ১:৩৮
কালনী নদী বলেছেন: ভালো সচেতনমূলক লেখা+++
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৪
সচেতনহ্যাপী বলেছেন: শুধু মনের ভাবই প্রকাশ করতে পারি, বাস্তবে তা আলোর রেখা দেখবে না।। তার জন্যই এতো প্লাস!! সযত্নে রেখে দিলাম।।
১৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫১
হাসান মাহবুব বলেছেন: ওপাড়ের একটা গানের লাইন মনে এলো,
"আমরা দেশদ্রোহী খুব আগ্রহী এ্যানার্কি ওস্কাতে
আর প্রধানমন্ত্রী হাত বোলাবেন নিজস্ব ফোস্কাতে
বড্ড আরাম পাবেন
বড্ড আরাম পাবেন ফরেন যাবেন পুষ্পক রথে চেপে
আর হোল ইন্ডিয়া ঘাঁট খাবে যে দুর্নীতি আর রেপে..."
আমাদের দেশে এমন গান বাঁধলে কী হতো?
২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: : আমাকে কবিতায়!! মাহবুব ভাই, আপনি জানেন না যে, কবতায় আমি অন্ধ!!
তবে লাইন গুলি মন ছোয়া।। আমরা অকারনেই দৌড়াই, রক্ত দেই।। যাতে তৈরী হয় নেতাদের উপরে উঠার সোপান।।
বন্ধু বড় জ্বালা এই বুকে।। চোখের সামনেই যেমন দেখেছি অকাল মৃত্যু, তেমনি কোটিপতি হওয়া।। সবই খেলা।। ১৮ বছরের অভিজ্ঞতা কি না দেখলাম।।
১৪| ২৪ শে এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৮
কালনী নদী বলেছেন: অনেক প্লাস পেলে আনন্দে উদ্ভাসিত হোন, আপনিই ব্যতিক্রম! যাই হোক ভাই এই যে দুঃখ সেটার সমান ভাগিদার আমি, আপনি আর অন্যান্য সব ব্লগার- তাদের অদ্ভুতুরে নামের আড়ালে আসল পরিচয়টাও বিলিন হয়ে যায়।
আগামী প্রজন্মের জন্য আমরা কিছু অমানুষ রেখে যাচ্ছি, যারা শুধু প্রজনন করতে পারে প্রয়োজনে প্রহসনে আসতে চান না। আমাদের মুখের ভাষায় তালা মারা আর চাবিটাও যেন কোথায় হাড়িয়ে গেছে। অতিরিক্ত কথা বলতে নেই জজ কোর্টে ডিফেন্স হবে।
২৫ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:১৮
সচেতনহ্যাপী বলেছেন: অতিরিক্ত কথা বলতে নেই জজ কোর্টে ডিফেন্স হবে। একটি লাইনেই কিন্তু অনেক অব্যক্ত কথা বলে দিয়েছেন।।
সমব্যাথী পেয়ে অবশ্যই ভাল লাগছে।।
আমি কিন্তু আসলেই আমার পূর্ব নামটাকে, পরিচিতটাকে মনে-প্রানেই ভুলে যেতে চাই।।
অমানুষের সাথে দিয়ে যাচ্ছি বিভক্তিও।। ভাই ভাইয়ের রক্ত দেখে আনন্দিত হবে।। প্রমানতো এখনই পাচ্ছেন, তাই না??
১৫| ২৬ শে এপ্রিল, ২০১৬ রাত ৩:০৯
কালনী নদী বলেছেন: প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
এইটা অনেক বড় একটা প্রশ্ন। হয়ত আগামী প্রজন্মের জন্য আমরা এই প্রশ্ন রেখে যাচ্চি যেটা আমাদের ডিফেন্সে উ্ইথনেস হিসেব কাজে করবে। যেমনটি এরা জানার পরেও অপরাধ করেছে! বিষয়টা মেজর তাই সার্বিকভাবে চিন্তা করতে হবে। সবাইকে না পারলেও নিজেকে অন্তত পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে হবে। সর্বোপরি সচেতনতা!
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:৪৮
সচেতনহ্যাপী বলেছেন: এই ভাবনাটা আসতে হবে সার্বিকভাবেই।। দু/একজনের মাধ্যমে সমাধান হবে না।।
শুধু শুধু আমরা হয়ে যাবো ত্যাজ্য।। পরিনত হবো স্বার্থপর পূর্ব-পুরুষ হিসাবে।। যারা বিভক্ত করে "আমরা-তোমরা" তে ছিলো।। আর শাসনের সময় লুট করেছে আম-জনতার সম্পদ।।
১৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:০৫
কালনী নদী বলেছেন: করমুক্ত ব্যাবসায়ের সুবিধা নিয়ে বৃটিস শাসন করে যায় সমগ্র প্রাশ্চাত্য! এমিয়া ছেড়ে গেলেও নিয়ে যায় মহামূল্যবান সম্পদ আবার রেখেও গেছে তাদের সৃষ্টির বিস্তর নিদর্শনও। বাঙ্গালির ঐতিহ্য মসলিনকেও নিমিষে শেষ করে দিল এরপর আসল আমাদের ৭১! ইন্ডিয়া সাহায্যের হাত বাড়িয়ে দিলে এখানেও কথা রয়ে যায়। স্বার্থছাড়া কেউই পাশে এসে দাড়াতে চায় না। দেশ থেকে লুন্ঠিত হল আর প্রচুর সম্পদ।
আর রইল আমাদের প্রাকৃতিক সবুজ শ্যামলে বড়া সৃষ্টিকর্তার দান পরিবেশ। এটাও আমাদের শিক্ষা বলেন আর সাফল্যের উৎকর্ষ- ব্যবসায়িক মনোভাব নিয়ে ধ্বংস করে যাচ্ছি ঈশ্বরের গড়া প্রকৃতিকে।
you cant change the world until you bring the change into you!
পরিত্যাজ্য হয়েছি অনেক আগেই বন্ধু এখন বাকি যা আছে তাদের অপমানের অভিশাপ হয়ে বেঁচে থাকা আরকি, অস্তিত্বের সংকটে আজ আমার মানবিক আইডেন্টিটি।
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৩
সচেতনহ্যাপী বলেছেন: সুতরাং বরাবরই শোষিত!! মসলিন গেল, গেল আমাদের গৌরব পাট (কিছুদিন পর যাদুঘরে দেখতে পাবো)।।আর স্বার্থছাড়া কেউই পাশে এসে দাড়াতে চায় না।
এটাতে দ্বিমত নেই।।
এই মরুর দেশে দেখছি একটু সবুজ আর সবেধন নীলমনি একটা উপসাগরকে ঘিরে কত যে হাজার কোটি ডলার খরচ করে যাচ্ছে, তার ইয়ত্বা নেই।। সেখানে আমরা করছি ধ্বংশ।। একটাই উদাহরন দেই-বুড়িগঙ্গা।।
এটা সার্বিক সমস্যা।। এখানে একা বদলে যাওয়ার অর্থ হবে, "আমাদের-তোমাদের" হাতে হাত-পা ভাঙ্গা থেকে নিয়ে কোথাও লাশ হিসাবে পড়ে থাকা।। একটা কাঠিকে সহজেই ভাঙ্গা যায় কিন্তু দশটা কাঠিকে নয়।। আশা করছি সেই দশটাই কবে কোটিতে পরিনত হবে।। তবে বাস্তবতায় আমি নৈরাশ্যবাদী।।
১৭| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:০১
জেন রসি বলেছেন: সমস্যার সমাধান করতে হলে আগে সমস্যার মূল কারনগুলো খুব ক্লিয়ারলি বুঝতে হবে। তারপর কিছু পলিসি প্রয়োগ করে দেখতে হবে ফলাফল কি হয়। নতুন প্রজন্ম তা কতটুকো সফল ভাবে করতে পারবে তার উপরই ভবিষ্যৎ নির্ভর করছে।
২৮ শে এপ্রিল, ২০১৬ রাত ১২:২৬
সচেতনহ্যাপী বলেছেন: সে আশাই বা কোথায়?? আমরা তো শুধু রেখে যাচ্ছি বিভক্তি আর ঘৃনা।। বর্তমানের অবস্থাই যদি এই হয়, তাহলে ভবিষ্যতে আর কতটুকু আশা করতে পারি।। বরং মনে হচ্ছে উল্টোটাই হবে।।
১৮| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:১৬
প্রামানিক বলেছেন: প্রশ্ন হলো আমাদের পরবর্তি প্রজন্মের জন্য কি রেখে যাচ্ছি??
দ্বন্দ ফ্যাসাদ, ক্যালেঙ্করী ঘুষ দুর্নীতি সবই রেখে যাচ্ছি।
সুন্দর প্রশ্নই করেছেন। ধন্যবাদ
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২১
সচেতনহ্যাপী বলেছেন: আপনাকেও ধন্যবাদ।। আসলেই ভাল কিছুই রেখে যাচ্ছি না।।
১৯| ২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:২৭
মোঃমোজাম হক বলেছেন: আজব শুনালো,যখন বললেন এই সরকারকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন !
২৯ শে এপ্রিল, ২০১৬ রাত ১:৫৩
সচেতনহ্যাপী বলেছেন: কারন আমাদের ভাল-মন্দের দায়িত্ব ভোটের মাধ্যমে তাদেরকেই দিয়েছি।। সংসারের কর্মাধক্ষ্য যদি পিতা হতে পারেন তবে দেশের কেন তারা হবেন না?? কথাটাতে কি বুঝাতে চেয়েছি,তাতো আপনার না বোঝার কথা না।।
ব্যাক্তিগত ভাবে আমি ৭৩/৭৪য়ের পর ভোট দেই নি।। কিন্তু তাতে তো প্রকৃয়া থেমে থাকে নি,হচ্ছে তো??
©somewhere in net ltd.
১| ২৩ শে এপ্রিল, ২০১৬ ভোর ৬:২৩
চাঁদগাজী বলেছেন:
দেশ অনেকগুলো বড় ধরণের ঘটনা-প্রবাহের মধ্য দিয়ে ৪৫ বছরে এই অবস্হানে এসেছে; সব গাছ শুরতে ছোট থেকে, পরে সে বড় হয়, ফল দেয়; আপনার ঘরের সামনে যদি আম গাছ বড় হয়, উহা থেকে কাঁঠাল ধরবে না; আবার আপনি যদি প্রতি বছর ডাল কেটে ফেলেন, গাছের আকারও সঠিক হবে না।
ছাত্রলীগ থেকে জাসদ হওয়া, শেখ সাহেবকে হত্যা, খালেদা জিয়াকে নির্বাচিত করা, ২০০৪ সালে গ্রেনেড হত্যা, ২০১৫ সালে ৯১ দিন বোমা ফেলা; সবকিছুই ফল দিচ্ছে।
আমি আওয়ামী লীগেরটা বললাম না এই কারণে যে, তারা জেনারেল জিয়াকে হত্যা করেনি; ও তাদের আক্রমণ ৯১ চলেনি, তার আগে ফল পেয়ে গেছে, তাদের আমলে খালেদা জিয়াকে হত্যার চেস্টা করা হয়নি। তবে, আওয়ামী লীগ বিএনপি'র মতোই শক্তি প্রয়োগ করেছিল ১৯৯৬ সালে, ২০০৬ সালে।
সবগুলো যোগ করলে, দেশের অবস্হা এই রকম হওয়া সম্ভব।
এই ২ দল ও তাদের সাথের দলগুলো জাতির ভয়ংকর ক্ষতি করে চলেছে।