নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

আমরা কিন্তু প্রকারান্তরে নিজের মৃত্যুর ক্ষনটিকেই তরান্মিত করতে চাই।।

২০ শে মে, ২০১৬ রাত ২:১২

টাইটেলের লেখার সাথে নিজেকে মেলাবেন না।। আমরা কেউই চাই না উল্টোপাল্টা ধর্মের বিরুদ্ধে ( বিতর্কিত) লিখে তথাকথিত ধর্মান্ধদের চাপাতির নীচে কল্লা পেতে দিতে বা সরকারের বিরুদ্ধে লিখে পুলিশের সামনে বুক পেতে বুলেট নিতে।। আজ আমরা নিতান্তই ঢোড়াসাপ ।। ফোঁস করি কিন্তু নির্বিষ।। আমাদের আন্দোলনে বা ব্লগে লেখায় প্রতিবাদের ঝড় তুলেও কিছুই করতে ারি না।। চাকা চলছেই।। থেমে নেই।।
তনুর কথাই ভেবে দেখুন।। দ্বিতীয়তে কি বলা হয়েছে আর প্রথমটায়!! এইসব ডাক্তারদের কে নিয়োগ দেয়?? যতদুর মনে পরে টাঙ্গাইলেও এমনতর ঘটনা ঘটেছিলো।। এর কি কোন প্রতিকার নেই।। ডাক্তারদের অলিখিত শপথ নেওয়া থাকে।। কিন্তু আজকাল কি দেখছি?? কেন এমন সব ঘটনা সাথে বিচারের বাণী নীরবে কাঁদছে?? কে দায়ী, শুধুই লোভ (টাকা)।।
যাকগে ধান ভানতে শীবের গীত গাইলে চলবে না।। গ্রাম বাংলায় প্রচুর ধান ভানার গীত আছে।।
যা বলছিলাম।। মাসের শেষে বেতন পাই।। সে প্রবাসী বা দেশী যেই হোক না কেন।। দেশীরা ভাড়া, পানি-বিদ্যুৎ, মাসের বাজার করেই দিশেহারা।। সাথে থাকে সন্তানদের স্কুল,কলেজ আর ভার্সিটির বেতনসহ যাতায়াত খরচ।। প্রবাসীদের একই অবস্থা পার্থক্য বিভিন্ন অনুষ্ঠানে প্রত্যাশার পরিমান বেশী থাকায় খরচের পরিমানও বেশী।। আর আমরা মানে বাদ দিলাম প্রবাসীদের কথা।। নিজের কথাই বলি।। আমি সাধারনতঃ মাসের খরচের যে হিসেব গিন্নী পাঠায় সেটার সাথে সন্তানের খরচের টাকা যোগ করেও কিছু বেশী পাঠিয়ে থাকি সচরাচর।। বাকীটা রাখি নিজের জন্য।। মোবাইল বিল,ইন্টারনেটের বিল, ঘর ভাড়া,খাওয়া, যাতায়াতসহ অন্যান্য খরচের জন্য।। কিন্তু দেখা যায় ১৫/২০ দিন গেলেই হিসাব করতে থাকি, কবে আসবে কাংক্ষিত সেই বেতনের দিনটি।। প্রায় প্রতিদিনই তারিখ দেখি আর ভাবি এত দেরী কেন?? কেন ফুরায় না মাসটি?? মানে নিজের অজান্তেই নিজের মৃত্যুর দিনটিকে কাছে টেনে আনছি।। কারন দিন যত যাবে, আমাদের আয়ূ তত কমবে।। বাস্তবতা এটাই।। কিন্তু তবুও ভাতে পারি না একটি মাস ডাবল হয়ে আমাদের আয়ূটাকেও ডাবলই করে দিক।।
যৌবনে থাকে না এই ভাবনা।। তখন শুধু হাসি-ঠাট্টা আর তামাশা।। সাথে থাকে রোমাঞ্চের উক্তেজনা।। সবাই আমাকে দেখে ভয়ে থাকুক, এড়িয়ে চলুক, বদলে দেবো সমাজকে,বদলে দেবো দেশকে ইত্যাদি ইত্যাদি।। ভেবেছিলো তাদের আন্দোলনের ফলেই সরকারের পতন ঘটবে।। কিন্তু জানতো না সরকারের ও লোক আছে।। বানচাল করার পদ্ধতি তাদের ভালই জানা আছে।। আছে বিভিন্ন গোপন চুক্তিও।। তোমরা যতটকু ছাড় দেবে, আমরাও!!ভেবো ব্যাবসা কিন্তু ঠকই থকবে।। মিটিং-মিছিলে তমাদের/আমাদের চৌদ্দগুষ্টি উদ্ধার করলেও , রাতে একই পথের পথিক।। গেলাসও একই ।। পার্থক্য শুধু রংয়ের।।
তরুন-যুবারা বুঝে না এত কিছু।। তাদের কাছে প্রেমের প্রাধান্য।। দেশ বা প্রেমিকার মাঝে থাকে না ভেদাভেদ।। এসবের কারনে অনেকে প্রানের মায়াও তুচ্ছ করেছে।। আজ আমার অভিজ্ঞতা বলছে তা না, তারা খুজছিলো বিদ্রোহের মাঝে রোমাঞ্চ।। ব্যাতিক্রম যে ছিল না, তাও অস্বীকার করছি না।। কিন্তু আসলে কি লাভ হয়েছে?? মাঝখান থেকে প্রানটাই গেল নয়তো জেল থেকে বেরোতে বয়স।। তবে বিনিময়ে একটা শ্রেনীকে তারা “জাতে” তুলে দিয়ে গেছে।। যাদের মিটিং-মিছিলে ১০০জনও( ঢাকায়) হতো না।। আজ তারা কোথায়?? সেই সব রোমাঞ্চপ্রিয় আর দেশপ্রেমিকদের বদৌলতেই।। তাই না??
আবার অনেকে মৃত্যুকে এতো ভয় পায় যে, কিছু হলেই দৌড়ায় সিঙ্গাপুর বা ভারতের দিকে।। দেশে অনেক নামী-দামী হসপিটাল বা ডাক্তার থাকতেও।। প্রসঙ্গক্রমে চলে আসে আমাদের ডাক্তাররাই কিন্তু এই মধ্যপ্রাচ্যে অনেক নাম করেছে।। কিন্তু আমরা বিশ্বাস রাখতে পারছি না তাদের উপর।। এবারের একটা অভিজ্ঞতার কথা বলি।। নামধাম বলবো না।। গত একবছর ধরেই শুনে আসছি গিন্নীর গলব্লাডারে পাথর সাথে গাইনীর সমস্যা।। অপারেশনের প্রস্তুতি নিয়েই দেশে যেয়ে কি খেয়ালে আবার ৮/৯টা টেষ্ট করালাম।। কিছুই ধরা পড়লো না।। গিন্নীর আধমড়া মুখে প্রান ফিরে এলো আর আমার দুঃশ্চিন্তাগ্রস্থ মুখে হাসি।। ডাক্তার সব শুনে হেসে বললেন, দেশে তিন ধরনের ডাক্তার আছে।। জয়বাংলা, বালাদেশ জিন্দাবাদ আর এর বাইরে।। আপনাকেই খুজে বের করতে হবে সঠক ডাক্তার।।
আজ দেখছি মৃত্যুকে নূতনরপে।। লেখক,অধ্যাপক, ব্লগার কেউই বাদ যাচ্ছে না।। কেন এতো অহেতুক হত্যাকান্ড?? আমার হিসাবে “ অহেতুক” হলেও কারো কারো কাছে দাবা খেলা।। যাক না দু/একটা পনের আত্মাহুতি!! বিনিময়ে যদি হাতি-ঘোড়া মারা যায়!!
আমরা কারনে অকারনে অনেক কথাই বলে থাকি।। আমিও তাই বোধহয় করলাম।। পাঠকরা বিচার করবেন।। আমি লিখেছি আমার কথাই।।

মন্তব্য ৩৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৩৬) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৬ রাত ২:২৫

এখওয়ানআখী বলেছেন: পোস্টটি পড়ে ভাল খারাপসহ চমৎকার লাগল । ধন্যবাদ

২০ শে মে, ২০১৬ রাত ২:৩০

সচেতনহ্যাপী বলেছেন: মিশ্র অনুভুতির জন্য দায়ী আমার লেখা।। স্বাগতম আমার ব্লগবাড়িতে।।

২| ২০ শে মে, ২০১৬ ভোর ৫:২৫

কি করি আজ ভেবে না পাই বলেছেন: যাক না দু/একটা পনের আত্মাহুতি!! বিনিময়ে যদি হাতি-ঘোড়া মারা যায়!!
কথায় আছে গভীরতা
বুঝে ক'জনায়;
পন রুক সবে বিজি
কুইন ভজনায়।

২১ শে মে, ২০১৬ রাত ১:৫৩

সচেতনহ্যাপী বলেছেন: পন রুক সবে বিজি
কুইন ভজনায়।
আসল কথাতো বলেই দিলেন!!

৩| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:০২

সোজোন বাদিয়া বলেছেন: ওই ডাক্তার, ধর্ষক, খুনি, পুলিশ, বিচারপতি, মন্ত্রী, প্রধানমন্ত্রী সবই যে একসূত্রে গাঁথা - এটি কি খুবই কঠিন কথা?

২১ শে মে, ২০১৬ রাত ১:৫৯

সচেতনহ্যাপী বলেছেন: না কঠিন কিছু না বলেই তো বলতে পেরেছি।। তবে বিচারপতিদের বাদ দিতে পারেন।। কারন ঘটনাস্থল দেখেন না।। সাক্ষী-সাবুদের উপর বিচার করে থাকেন।।

৪| ২০ শে মে, ২০১৬ সকাল ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: মৃত্যুতে কী আসে যায়! তরুণরা যে দমে যাবার পাত্র নয়!

২১ শে মে, ২০১৬ রাত ২:০৫

সচেতনহ্যাপী বলেছেন: ঠিক কথা।। পথ যতই ভিন্ন হোক তরুনদের জয়-জয়কার থাকবেই।।

৫| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: পরাজিত কন্ঠের গান?
কিংবা অদ্ভুত বাস্তব।

২২ শে মে, ২০১৬ রাত ১২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: পরাজিত এবং বাস্তবতার মিশেল।।

৬| ২১ শে মে, ২০১৬ সন্ধ্যা ৭:৩৯

চিক্কুর বলেছেন: আসবে আসবে শুভদিন
নৌকা মার্কায় ভোট দিন।

২২ শে মে, ২০১৬ রাত ১২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: এই বৃত্ত থেকে বের হতে পারবো না।।

৭| ২২ শে মে, ২০১৬ বিকাল ৪:৩২

জেন রসি বলেছেন: এমন কম বেশী সব যুগেই হয়। এটাকে আপনি সমাজের প্রগতিশীল অংশের সাথে রক্ষণশীল অংশের দ্বন্দ্ব বলতে পারেন। শাসকগোষ্ঠী সবসময় ক্ষমতা টিকিয়ে রাখার জন্য সুবিধামত তাদের অবস্থান পরিবর্তন করে।

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: যেমন থেকে থাকে শাসক এবং শোষিতের গোষ্ঠি।। রক্ষনশীলরা কিন্তু সেই অনুভূতি নিয়েই জন্মায় না।। কালক্রমে তাদের মাঝে সৃষ্টি হয় এটা।। আর শাসকদের কথাতো বলাই বাহুল্য।।

৮| ২৫ শে মে, ২০১৬ রাত ৯:১৩

নীলপরি বলেছেন: আমি জেন রসির সাথে একমত । আপনার বিষয় উপস্থাপনা ভালো লেগেছে ।

২৭ শে মে, ২০১৬ রাত ১২:৪৫

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।। আমি লিখি নিজের খেয়ালে।। কারো ভাল লাগলে খুশী না হলে কিছুই না।।

৯| ২৭ শে মে, ২০১৬ রাত ১১:৩৪

কল্লোল পথিক বলেছেন:





চমৎকার ভাবে তুলে ধরেছেন বাস্তব জীবনের চিত্র।
অসংখ্য ধন্যবাদ ভাই।

২৮ শে মে, ২০১৬ রাত ২:২৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ আপনাকেও।। চেষ্টা করি নিজের জীবনের অভিঙ্জ্ঞতা গুলোকেই তুলে ধরতে।।

১০| ২৮ শে মে, ২০১৬ রাত ১০:২৩

চাঁদগাজী বলেছেন:


"দেশে অনেক নামী-দামী হসপিটাল বা ডাক্তার থাকতেও।। "

-দেশের ডাক্তারদের কথা শুনলে উনাদেরকে বিশ্বাস করা কঠিন।

৩০ শে জুন, ২০১৬ রাত ৩:১৯

সচেতনহ্যাপী বলেছেন: অথচ দেশপ্রেমে ইনারাই আমাদের নেতৃত্বে!! আর খোজ নিলে দেখা যাবে সেইসব হাসপাতালের নার্স থেকে ডাক্তারদের বৃহৎ অংশটাই বিদেশী।।

১১| ২৯ শে মে, ২০১৬ রাত ৮:৪৯

কালনী নদী বলেছেন: এসবই সিস্টেম!

৩০ শে মে, ২০১৬ রাত ১:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: হয়ে গেছে তাও আমাদেরই পরোক্ষ সাহায্যে।।

১২| ৩০ শে মে, ২০১৬ রাত ৯:৫৯

কালনী নদী বলেছেন: আমরা একেকজন তার বাহক ধারক- দা মানসিক দাসত্ব!

৩১ শে মে, ২০১৬ রাত ১২:২১

সচেতনহ্যাপী বলেছেন: পারছি কি এই বৃত্ত থেকে বের হতে?? যে পর্যন্ত না পারবো, সে পর্যন্ত ........।।

১৩| ২৯ শে জুন, ২০১৬ রাত ১০:৪৪

আহমেদ জী এস বলেছেন: সচেতনহ্যাপী ,



নিজের খেয়ালে লিখলেও আসলে অনেকের কথাই লিখেছেন ।

কিন্তু দেখা যায় ১৫/২০ দিন গেলেই হিসাব করতে থাকি, কবে আসবে কাংক্ষিত সেই বেতনের দিনটি।। প্রায় প্রতিদিনই তারিখ দেখি আর ভাবি এত দেরী কেন?? কেন ফুরায় না মাসটি??
হা....হা.......হা......... এ যেন আমাদের অনেকেরই কথা ।

৩০ শে জুন, ২০১৬ রাত ৩:৩২

সচেতনহ্যাপী বলেছেন: সত্যি আহমেদ ভাই, আমি যখন লখি তখন কোন উদ্দেশ্য বা টার্গেট থাকে না।। লেখা শুরু করলে তাৎক্ষনিক ভাবনাটাই ফুটিয়ে তুলি।। জটিল ভাবনা ফুটিয়ে তোলা আমার দ্বারা হয় না।। তাই সহজভাবেই, সহজকথা লেখার চেষ্টা করি।।
আপনি বরাবরই এমন উৎসাহ দেন বলে ধন্যবাদ।।

১৪| ১৯ শে জুলাই, ২০১৬ রাত ২:৫৭

গেম চেঞ্জার বলেছেন: আছেন কেমন? গুলশানের ঘটনার পরে কি চুপ মেরে গেলেন?

২০ শে জুলাই, ২০১৬ রাত ১:০৬

সচেতনহ্যাপী বলেছেন: তারও আগে থেকেই।। ওটা আমার কাছে অন্ততঃ ফ্যাক্টর না।। এই জীবনে অনেকই দেখেছি।।
আপনি কিন্তু অনেকদিন পর!! আমি একটু ব্যাস্ততার কারনে সময় দিতে পারছি না আর দ্বিতীয়তঃ ব্লগের গালাগালিও আমার সহ্য হয় না।।
ধন্যবাদ।।

১৫| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:১১

গেম চেঞ্জার বলেছেন: ব্লগ তো এখন শান্ত! গালাগালি এই কয়দিন ধরে দেখছি না একদমই। ফ্লাডিং কাহিনী শেষ, মোটামুটি সিউর।

আশা করছি ব্যস্ততা কাটবে শিগগিরই!! :) শুভকামনা রইল।

২০ শে জুলাই, ২০১৬ রাত ১:২৬

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি।। এজন্যই তো আবার ফিরে এসেছি।। আপনিও কিন্তু নূতন লেখা দেন নি।।
ভাল এবং সুস্থ থেকে গেমোপিডিয়া লিখে যান এই কামনায়।।
লাষ্ট পোষ্টে মন্তব্য না করলেও আপনার কষ্টসাধ্য লেখায় ভাললাগা জানাতে ভুল করি নাই।।

১৬| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: আসলে লেখার ইচ্ছে হয় না ইদানিং। আর জাগতিক ব্যস্ততায় অবসর সময়ে লেখার মুড আসে না।

ইচ্ছে ছিল ১ম বছরে ১০০ টা পোস্ট দেব। কিন্তু.....। :| :|

২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: =p~ ।। কারন এটা অসম্ভব না, আপনার পক্ষে।। তবু আমি মনে করি যা তা পোষ্ট না করে যেভাবে লিখে যাচ্ছেন, সেটাই ভাল এবং সমোয়োপযোগী।।
এতরাত পর্যন্ত জেগে রয়েছেন দেখে একটু অবাক!!

১৭| ২০ শে জুলাই, ২০১৬ রাত ১:৫৯

গেম চেঞ্জার বলেছেন: অনিয়মে অভ্যস্ত যুগকালেরও বেশি সময় যাবত। :| :|

২০ শে জুলাই, ২০১৬ রাত ২:০৮

সচেতনহ্যাপী বলেছেন: একেবারে স্বভাবগত মিল।।
ভাল থাকুন।।

১৮| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৪৫

মাহমুদুর রহমান সুজন বলেছেন: এই লিখাটি কিন্তু অনেক ভাল লিখেছেন। কেমন আছেন ভাই?

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১:৫৮

সচেতনহ্যাপী বলেছেন: আজ ভাল।। আপনি কেমন আছেন?? কামনা করি ভালই থাকুন সদা-সর্বদা।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.