নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একটা নির্দিষ্ট গন্ডীর মাঝেইথাকতে চাই।।

সচেতনহ্যাপী

সচেতনহ্যাপী › বিস্তারিত পোস্টঃ

স্থানীয় রাজনীীতি মাঝে মাঝে পরিবারদেও বিচ্ছিন্ন করে তুলে!!!!

১৩ ই জুন, ২০১৭ রাত ৩:২৯

গত কয়েকদিন ধরেই রাজনৈতিক টানাপোড়ন চলছে, মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে।। একদিনে সৌদী, আমিরাত,বাহরাইন এবং মিশর।। অন্যদিকে কাতার।। যা মধ্যপ্রাচ্যকেই নূতন সংকটে নিপতিত করেছে।।। কুয়েতের পক্ষ্ থেকে সর্বোচ্চ পর্যায়ে চেষ্টা চলছে শান্তি ফিরিয়ে আনার।। শাটল বৈঠকও চলছে।। শান্তি হয়তো আসবেও।। কিন্তু এখন সাফার করছে শুধু আম জনগন।। কারন মধ্যপ্রাচের পারিবারিক সুত্র তার ভৌগলিক সীমাকেও ছাড়িয়ে যায়।। বৈবাহিক সুত্রেই বেশী।। এখানে কোন সীমারেখা বিভেদ তৈরী করতে পারে না।। সমস্যা শুধু হয় রাজনৈতিক কারনে।।
এদেরই একজন, ২২বছরের রাশেদ আল জালাহমা।। যার মাতা কাতারী পিতা বাহরাইনী।। সমস্যা তার আসতেও কাটে, যেতেও কাটে।। কারন কাতারী আইনে মার নাগরিকতত্ব তার সন্তানের উপর কোন প্রভাব ফেলে না।। ওদিকে বাাহরাইন সহ মিত্র দেশগুলি তার নাগরিকদের দেশে প্রত্যাবর্তন করতে বলেছে বাধ্যতামূলক ভাবে।। যেখানে রাশেদ এই ২২বছরের জীবনে ৪বার মাত্র বাহরাইন কয়েকমাসের জন্য ভ্রমন করেছে।। এখন সে যদি বাইরাইন ফেরত না যায়, তবে তার সেদেশের অধিকার হারাতে হবে, পাশাপাশি সে কাতারী নাগরিকত্বও পাচ্ছে না।। অর্থাৎ স্টেটলেস!!
ভাবা যায় এমন পরিস্থিতি!! যেখানে একজন যুবক বাহরাইনী তার পুরো জীবনটাই বয়ে চলেছে, তার মা এবং দুটো বোনের সাথে কাতারে জীবন পার করার সাথে এমন পরিস্থিতি মোকাবেলার!!
এমন্যাষ্টী ইন্টারন্যাশলাল এটাকে "হার্টব্রেক এন্ড সাফার, কট বিহাইন্ড দ্যা ডিপ্লোমেটিক ক্রসফারে সাধারন নাগরিক" নামে এর সমলোচনাও করেছে।।
কারন কাতারে ১১,৩৮২ জন অধিবাসীই উল্লেখিত চারটি দেশের নাগরিক!! সব বিচ্ছিন্ন হবার পর এরা এখন না ঘরকা না ঘাটকা
১১

মন্তব্য ২৪ টি রেটিং +২/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জুন, ২০১৭ রাত ৩:৫৩

চাঁদগাজী বলেছেন:


আপনার কি মনে হয়, আরবদের মগজ কাজ করে?

১৪ ই জুন, ২০১৭ রাত ১:৩৮

সচেতনহ্যাপী বলেছেন: যদিও করে থাকে তবে তা ঢাকাই থাকে বেশীর ভাগ সময়।। হরিনের মাংসের মত পেট্রোডলারই এদের কাল।।

২| ১৩ ই জুন, ২০১৭ সকাল ৯:১০

সুমন কর বলেছেন: লেখা ছোট হলেও কঠিন প্রশ্ন রেখে গেছেন !! ১১,৩৮২ জন অধিবাসীর কি, একটি ঘাট কোন দিন হবে না ??

১৪ ই জুন, ২০১৭ রাত ১:৪৩

সচেতনহ্যাপী বলেছেন: হয়তো হবে তবে তার আগে ভুগতে হবে।।
বর্তমানে প্রায় ৬,৫০০ হাজার কাতারী নারী/পুরুষ উল্লেখিত তিনটি দেশের সাথে বিবাহ সুত্রে আবদ্ধ।। ভেবে দেখুন কি পরিমান!!
তারপরও মাইগ্রেন্ট ওয়ার্করা তো আছেই।।

৩| ১৪ ই জুন, ২০১৭ রাত ২:২২

প্রামানিক বলেছেন: কঠিন সমস্যা।

১৪ ই জুন, ২০১৭ রাত ২:২৮

সচেতনহ্যাপী বলেছেন: সাধারন মানুষের দৃষ্টিতে!!

৪| ১৪ ই জুন, ২০১৭ ভোর ৪:২৭

মিঃ আতিক বলেছেন: আশা করি একটা সমাধান বেরিয়ে আসবে।

১৫ ই জুন, ২০১৭ রাত ১:২১

সচেতনহ্যাপী বলেছেন: তা আসবেই ভাই, কিন্তু কয়েক হাজার অসুস্থ, পারিবারিক বিচ্ছিন্নতার আর এতে জিম্মী লোকদের অনেক দূর্দশার পর।।
স্বাগতম।।

৫| ১৫ ই জুন, ২০১৭ রাত ১১:৪২

মুশি-১৯৯৪ বলেছেন:
পলিটিকস যদি সমাজকে কন্ট্রোল করে তাহলে এর ফল শুভ হয় না। মানুষ প্রথমে ছিল ’পেগান’ প্রকৃতির পূজা করত। তারপর ধীরে ধীরে সমাজ গঠিত হলো। তাই সমাজই পলিটিকস কে নিয়ন্ত্রণ করবে --এমনটাই তো কথা ছিল......

কিন্তু এই সমাজটাকে এগিয়ে নিয়ে যাবার দায়িত্ব যাঁদের ওপর তাঁরা কি করছে? ইদানিনকার ইন্টেলেকচুয়াল ক্রাইমের পরিমাণ নিয়ে একটু চোখ বোলালেই বুঝতে পারবেন। আমাদের ইন্টেলেকচুয়ালরা সমাজকে কিছু দিতে পারছেন না। একটা ক্রাইসিস চলছে।

১৬ ই জুন, ২০১৭ রাত ২:২১

সচেতনহ্যাপী বলেছেন: বাস্তবে কি দেখছেন?? হ্যাঁ, রাজনীতিই নিয়ন্ত্রন করছে সমাজকে।। পুরো পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত।!!
আর যাদের দায়িত্ব!! এটাই আজ পর্যন্ত বুঝে উঠতে পারলাম না।। সবাই পাল তুলে বসে আছে।।

৬| ১৬ ই জুন, ২০১৭ ভোর ৫:৩৭

চাঁদগাজী বলেছেন:


আরবেরা নাগরিকদের পড়তে দিচ্ছে?

১৭ ই জুন, ২০১৭ রাত ২:১৯

সচেতনহ্যাপী বলেছেন: শুধু আমাদের দেশের চেয়ে অনেক বেশী সুযোগ/সুবিধা দিয়ে!!

৭| ১৬ ই জুন, ২০১৭ সকাল ১০:০১

জুন বলেছেন: ট্রাম্প সৌদি আরবকে বিশাল অংকের সাহায্য দিয়ে আসলো অস্ত্র কেনার জন্য আবার কাতারের কাছেও যুদ্ধ বিমান বিক্রি করছে । এখন কাতারে শুরু হবে সিরিয়ার মত আরেক বসন্ত । যুদ্ধ না বাধলে অস্ত্র ব্যাবসা হবে কেমন করে সচেতনহ্যাপী ? দুঃখ হয় সাধারন নাগরিকদের জন্য ।

১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩১

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই দুঃখ হয়।। স্থানীয় রাজনীতির কাছে সবসময় পরাজিত সাধারন নাগরিক!!

৮| ১৭ ই জুন, ২০১৭ রাত ২:১৮

কল্লোল পথিক বলেছেন:





আমজনতাদের সবদেশেই দূর্ভোগ।

১৭ ই জুন, ২০১৭ রাত ২:৩৩

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ ভাইটি মূল কথা বলার জন্য।। এর বাইরে পূর্ব/পশ্চিম নাগরিক নেই।।

৯| ১৯ শে জুন, ২০১৭ রাত ৮:৪৪

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: "রাজায় রাজায় যুদ্ধ হয় উলুখাগড়ার প্রাণ যায়"

২০ শে জুন, ২০১৭ রাত ১:৫৭

সচেতনহ্যাপী বলেছেন: আসলেই রাজাাদের "ইচ্ছেপূরন" করতে যেয়ে আম জনতার ত্রাহি অবস্থা।।।
প্র্রথম ভ্র্রমনে স্বাগতম।। না কি অনেকদিন পর!!

১০| ২০ শে জুন, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই ব্লগে ৮ বছর প্রায়, আগেরটা ব্লক হবার পর ৬ বছরের উপর হল এই নিক, গত ২-৩ বছর খুবই অনিয়মিত..........

২১ শে জুন, ২০১৭ রাত ২:০৯

সচেতনহ্যাপী বলেছেন: ধন্যবাদ।।
এতবছর!! আপনাদের দেখেইতো আমাদের আগমন।। ভাল থাকুন, এইই কামনায়।।

১১| ১৬ ই জুলাই, ২০১৭ সকাল ১০:৫৭

খায়রুল আহসান বলেছেন: একটা জ্বলন্ত সমস্যা। কাতারীরা মেরুদন্ড সোজা রেখে দাঁড়িয়ে যাক, এই কামনা করছি।
আপনি কি কাতারে থাকেন, না বাহরাইনে?

১৭ ই জুলাই, ২০১৭ রাত ১২:১৩

সচেতনহ্যাপী বলেছেন: আমি কুয়েতে।।
মেরুদন্ড কোন না কোন বোঝার ভারে সবাারই তো বাঁকা দেখছি!!
ধন্যবাদ।।

১২| ২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:০৩

মোঃ মাসুদুল করিম অরিয়ন বলেছেন: মুক্তিযুদ্ধ বাঙ্গালীর কয়েক হাজার বছরের কালজয়ী ও সর্বশ্রেষ্ট ঘটনা। অসীম সাহসীকতা, বীরত্বগাথা আত্মত্যাগ আর অবর্ণনীয় দুঃখকষ্ট উৎরে যাওয়ার এক বড় ক্যানভাস। মুক্তিযুদ্ধের অনেক ইতিহাসই রচিত হয়েছে কিন্তু এর সূর্য্যসৈনিক যারা জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ডাকে সাড়া দিয়ে নিজেদের জীবন বাজী রেখে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিল তাদের ইতিহাস নেই।কিন্তু তারা বাঙ্গালী জাতীর বীর ও সর্বশ্রেষ্ট সন্তান। আর এই প্রত্যেকটা মুক্তিযোদ্ধারই আছে আলাদা আলাদা অসীম সাহসীকতা, বীরত্বগাথা দিনপঞ্জি ও আত্মত্যাগের ইতিহাস। কালের গহব্বরে অনেকেই আজ বিলিন হয়ে গেছেন , কিছু সংখ্যক এখনও বেঁচে আছেন,তাঁদের আমরা ক‘জনই বা চিনি ও তাদের খোজ রাখতে পারি? এদেরও একদিন আমাদের বিদায় দিতে হবে।“মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়তেহলে সেই সব অকুতভয় কালজয়ী বীর মুক্তিযোদ্ধাদের ইতিহাস সংরক্ষণ অত্যান্ত জরুরী” এবং আগামী প্রজন্মের কাছে এই সব মুক্তিযোদ্ধাদের অসীম সাহসীকতা,বীরত্বগাথা আত্মত্যাগের ইতিহাস পৌছে দেয়া আমাদেরই দায়িত্ব ও কর্তব্য।

“মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ” স্বউদ্যোগে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের ব্যাক্তিগত যুদ্ধের ইতিহাস সংরক্ষণ, প্রত্যক্ষদর্শীর যুদ্ধের বর্ণনা, মুক্তিযোদ্ধাদের জীবন চিত্র ও বীরত্ব গাথাঁ যুদ্ধের ইতিহাস বর্তমান ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার ও তাদেরকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে ওয়েব সাইট ( http://www.mssangsad.com ) ও বই আকারে প্রকাশ এবং মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।ভুয়া মুক্তিযোদ্ধাদের কোন যুদ্ধের ইতিহাস নেই আর এরা দেশের শত্রু এরা দেশের সম্পদ বিনষ্টকারী ।
http://www.mssangsad.com/form.php?actionID=form
দেশের প্রকৃত মুক্তিযোদ্ধা ও সন্তানরা উপরের লিংকটায় গিয়ে অনলাইনে মুক্তিযোদ্ধাদের বিভিন্ন তথ্য ও যুদ্ধের সময়কার তাদের বীরগাথা ইতিহাস ও জীপনপু্ঞ্জি পূরন করে দেবার অনুরোধ করছি। বর্তমান ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা হিসাবে পৌছেঁ দেবার জন্য। এবং ইহা সকলের জন্য সংরক্ষীত থাকবে ।

পরিশেষে সরকার ও স্বাধীনতার স্বপক্ষের প্রত্যেক ব্যক্তিবর্গের কাছে সার্বিক সহযোগীতা কামনা করছি।
ধন্যবাদান্তে
মোঃ মাসুদুল করিম অরিয়ন
সভাপতি ও উদ্যোক্তা
মুক্তিযোদ্ধার ইতিহাস সংরক্ষণ কমিটি, বাংলাদেশ।
যোগাযোগঃ ০১৭১৫-৪৪৮৪২৮/০১৭০৬-৪৫০৫৩

২০ শে জানুয়ারি, ২০১৮ রাত ২:১২

সচেতনহ্যাপী বলেছেন: অনেক ধন্যবাদ এত তথ্যে আমার লেখাকে সমৃদ্ধ করায়।।
শুভেচ্ছা, প্রথম ভ্রমনে।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.