নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !
সেই সোনালী পুরনো দিন তোমার ফিরে আসার অপেক্ষায় আছি যদিও জানি আর ফিরিবেনা কখনো তুমি তবুও অপেক্ষা।যা হবার
নয় তা নিয়ে শুধুই মিছে ভাবনা।দিন শেষে রাত দিগন্তে খুঁজে বেরাই ভুল হওয়া সময়তাকে যেখানে শেষ করে এসেছি ।সেখান
থেকে ভুল সমাধান করে আবার নতুন করে শুরু করতে চাইছি যা কখনোই সম্ভবনা। সবই আমি বুঝি আবার কিছুই বুঝি না কেননা আমিও ঢাল পালা সুরুপ থাকা হাত পা আলা মানুষ।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৮
সূচরিতা সেন বলেছেন: সবাই চাইলেও আগে বাড়তে পারেনা।
২| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৪:৫৮
চাঁদগাজী বলেছেন:
মনোকষ্ট পেয়েছেন কোনভাবে? জীবন সুন্দর, উহাকে বুঝতে হবে।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৮:৫৯
সূচরিতা সেন বলেছেন: জি জনাব সঠিক কথা বলছেন।
৩| ১১ ই জুলাই, ২০১৮ ভোর ৫:০০
চাঁদগাজী বলেছেন:
আপনি আরো বেশী লিখুন, অন্যদের লেখা পড়ুন, মতামত জানান; তাতে সামনের পাতায় লেখার সুযোগ পাবেন।
১১ ই জুলাই, ২০১৮ সকাল ৯:০০
সূচরিতা সেন বলেছেন: আপনার উপদেশ মানার চেষ্টা করছি।জানিনা কতটুক সফল কামী হতে পারবো।
©somewhere in net ltd.
১| ১০ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৬:৩৫
স্রাঞ্জি সে বলেছেন:
অসম্ভব কে সম্ভব করা মানবের ধর্ম।
তাই আপনি কেন পিছেয়ে থাকবেন।