নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ছোট্র দুটি মণি

১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:১৯

ইচ্ছে করে ভাবনার মাঝে তালা দেই
মনের চোখটাকে তুলে নেই।
তবেই সে কিছু দেখবে না
কিছু ভাববেনা।
ছোট্র দুটি মণি
তার শক্তি সীমাহীন
যে জমিনেই নজর দেয়
সে জমিনই থাকে শুকনো রসবিহীন।
কখনো সুতা ছেঁড়া ঘুড়ি হয়ে স্বপ্ন আকাশে উড়ে বেরায়,
নিজেও জানেনা কখন কোন দিগন্তে সে মন হারায়।
বাহিরে উৎসব..............
ভিতরে হারানো ঝড়ের তান্দব।


মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ রাত ৯:৪৪

মাহবুবুল আজাদ বলেছেন: আপনাকে আগে দেখিনি, মনে হয় প্রথমবার আপনার ব্লগে এলাম।
ভাল লিখেছেন, তবে টাইপিং এ একটু নজর দিলে ভাল হয়।
এত কম লিখেন?

১২ ই জুলাই, ২০১৮ রাত ১০:২০

সূচরিতা সেন বলেছেন: সুন্দর পরামর্শ দেয়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া।

২| ১২ ই জুলাই, ২০১৮ রাত ১১:০০

চাঁদগাজী বলেছেন:


তার ভেতরে ও বাহিরে মিল নেই; বর্ণচোরা?

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:২৪

সূচরিতা সেন বলেছেন: আপনি রাজনীতি নিয়ে লেখলেও আপনার কবি ভাবনা মন্দ নয়।

৩| ১৩ ই জুলাই, ২০১৮ বিকাল ৫:২২

:):):)(:(:(:হাসু মামা বলেছেন: চালিয়ে যান সঙ্গে আছি আমরা।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৫

সূচরিতা সেন বলেছেন: অনেক কৃতজ্ঞতা হাসু ভাইয়া পাশে পাওয়ার জন্য।

৪| ১৫ ই জুলাই, ২০১৮ দুপুর ২:০১

লাবণ্য ২ বলেছেন: আপু কবিতা ভালো লেগেছে।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৬

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ লাবণ্য আপু পাশে থাকার জন্য।

৫| ১৭ ই জুলাই, ২০১৮ সন্ধ্যা ৭:৩৪

রাকু হাসান বলেছেন: বাহ! চমৎকার কবিতা +++, মাহবুবুল আজাদ সাহেবের কবিতা আমার ভাল লাগে ,এবং খুবই প্রতিষ্ঠিত তিনি লেখালেখি তে । তিনি মন্তব্য করেছেন আপনার ব্লগে এসে ,প্রশংসা করেছেন । চিন্তা করেছেন আপনার কবিতা কতটা মান সম্মত ! সেখানে কবিতার ব্যাপারে খুব বেশি আমার মত নগণ্য ব্লগার কি বলবো !

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৩৭

সূচরিতা সেন বলেছেন: এসব কি যে বলেন রাকু ভাইয়া। অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা রাকু ভাইয়া পাশে পাওয়ার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.