নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি ময়ূর আঁখি বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,তুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় সর্পিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন

আমি ময়ূর আঁখি,বাসনা জাগে তোমায় প্রাণ ভরিয়া দেখি,nতুমি আমার নয়নে জ্যোতি,এই হৃদয় ছুপিলাম তোমার প্রতি !

সূচরিতা সেন › বিস্তারিত পোস্টঃ

ছন্দ তালের প্রাণ

২১ শে জুলাই, ২০১৮ রাত ১১:৩৯

পৃথিবীর জন্মই কবিদের কবিতার ছবি দিয়ে
তাই কবিদের প্রতিটি কবিতা হয়ে উঠে বেশ ছন্দময় ।

এর প্রতিটা অবদান পরম সৃষ্টি কর্তার
তিনি নারীর পাশে পুরুষ,আর পুরুষ সত্ব নারী
পুরুষ গড়ে তুলে মাঠ ঘাট আর খামার,
আর রমনীর ছোঁয়ায় জীবন ফিরে পায় ঘর আর বাড়ি।

সময় সৃজন প্রাণীকূলের আহ্ববান
তালমিলনেই কবিতা,ছড়া আর গীতিকাব্যের প্রাণ।

রাগের অভিমুখে অনুরাগী মন্দ নয়,
কথার ছন্দে দন্দে কবিতার মিলন হয়,
সর্প, মানুষ,মানুষ,সর্প,
সর্বতরে যত সাহস তত আবার ভয়।



মন্তব্য ১২ টি রেটিং +৩/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:১৯

কাইকর বলেছেন: খুব সুন্দর কবিতা লিখেন আপনি। ভাল লাগা রইলো।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:২৮

সূচরিতা সেন বলেছেন: আপনার মন্তব্যটি আমার লেখার সাহস বাড়িয়ে দিলো ভাই।

২| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৩

কাইকর বলেছেন: সময় পেলে আমার গল্প পড়ে সমালোচনা করে আসবেন আপু।

২২ শে জুলাই, ২০১৮ রাত ১২:৫৫

সূচরিতা সেন বলেছেন: অবশ্যই আমি যাবো ভাইয়া। পড়বো ।

৩| ২২ শে জুলাই, ২০১৮ দুপুর ২:৫৯

শেখ সাদী মারজান বলেছেন: সুন্দর প্রকাশ। সুন্দর নির্মাণ।
শুভেচ্ছা রইলো কবি ...

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

সূচরিতা সেন বলেছেন: আপনাকেও অশেষ ধন্যবাদ ।

৪| ২২ শে জুলাই, ২০১৮ রাত ১১:৫৮

খাঁন কামাল বলেছেন: সুন্দর লেখা প্রকাশ ।

২৪ শে জুলাই, ২০১৮ রাত ১২:৪৩

সূচরিতা সেন বলেছেন: অশেষ ধন্যবাদ।

৫| ২৪ শে জুলাই, ২০১৮ রাত ২:০৮

রাকু হাসান বলেছেন: চমৎকার কবিতা আপু ++......।আমি ব্যক্তিগত ভাবে মনে করি ,কবিতা টা প্রথম পাতায় প্রকাশ হওযার মত ।
খুব দ্রুত প্রথম পাতায় অাপনার লেখা আসুক ,সেই শুভকামনা করছি ।

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৩

সূচরিতা সেন বলেছেন: অনেক ধন্যবাদ রাকু ভাই । হয়ত আমার লেখা এখনো প্রথম পাতায় যাওয়ার উপযুক্ত হয়নি।

৬| ১৯ শে আগস্ট, ২০১৮ রাত ১:১১

ভ্রমরের ডানা বলেছেন:

কবিতায় মুগ্ধ হলাম! আপনি বেশ কবিতা লেখেনন....

০১ লা সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৭:৫৪

সূচরিতা সেন বলেছেন: আমার ব্লগে আসার জন্য অনেক ধন্যবাদ আপনাকে এবং শুভেচ্ছা থাকল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.